এডসেন্স সেইফ ১ মিলিয়ন ভিজিটর প্রতি মাসে – ট্রায়াল হিসেবে ১০ হাজার ফ্রি

অনেক দিন থেকেই এরকম একটি ওয়েবসাইট বা সার্ভিস খুচ্ছিলাম যে, এডসেন্স সেইফ ভিজিটর কেউ প্রবাইড করে কি না। ভিজিটর এডসেন্স সেইফ না হলে ব্লগ থেকে  গুগলের এডসেন্স ব্যান হয়ে যাবে। এডসেন্স শর্তমতে আপনি একই আইপি ইউজ করে বার বার এডসেন্স ওয়ালা ব্লগে ভিজিট এবং এডে ক্লিক করলে আইডি ব্যান হয়ে যায়। গুগল চায় আপনার ওয়েবসাইট যেন ভালোভাবে এসইও করে গুগল সার্চ ইঞ্জিণ থেকে ভিজিটর নিয়ে আসা হয়। তা না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে।

অনেকে প্রক্সি সারভার ব্যবহার বের আইপি চেঞ্জ করে এই কাজ করে থাকেন। গুগল সহজেই এটা ধরে ফেলতে পারে এবং একাউন্ট বন্ধ করে দেয়। এমন কোন প্রন্থা আমি খুজে পাই নি যেখানে এডসেন্স সেইফ ভিজিটর পাওয়া যায়। অনেকেই এমন কথা বলে থাকে কিন্তু সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন ছাড়া গুগল সার্চ থেকে ভিজিটর আনতে না পারলে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা ৯৯%।

এখন আমি যে সাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেখান থেকে আপনি এডসেন্স সেউফ ভিজিটর আনতে পারবেন। এই সার্ভিসের জন্য তারা বেশ টাকা নিয়ে থাকে তাদের সার্ভিস চার্য হিসেবে। অনেকে বড় বড় ব্লগে এই নিয়ে লেখালেখি হচ্ছে তাই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করছি।

সব থেকে মজার বিষয় হল আপনি তাদের সার্ভিস নিয়ে একটি সর্ট আরটিকোল আপনার ব্লগে পাবলিশ করলে তারা ট্রায়াল হিসেবে ১০ হাজার ভিজিটর ফ্রি দেবে। এই ভিজিটর পাবেন ১ মাসের মধ্যে, তাই প্রতিদিন ৩৩৩ টি ভিজিটর ফ্রি পাবেন।

ওয়েবসাইটটি এড্রেস এখানে growtraffic.com

[অপ টপিক - সীমিত সময়ের জন্য কেবল হোষ্টিং নিলেই ওয়েব ডেভোলাপিং ফ্রি! শর্ত প্রযোয্য বিস্তারিত haquemultimedia.com]

যেকোন প্রয়োজনে ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করবেন
আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করুন : ফেইসবুক
মোবাইল : 01671900672
প্রফেশনাল ইমেল মার্কেটিং

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ। কম্পিউটার টিপস, ইন্টারনেটে আয় সহ প্রযুক্তি বিষয়ক লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন এখনি http://bd.tutorialgift.com/ নিজে জানুন, লিখুন ও অন্যকে জানান!!