Windows XP তে বা Windows 7 যেটিই ব্যবহার করুন না কেন কাজের এই সফটওয়্যারটি নিয়ে যান!
পিসিতে আপনার প্রিয় মুভির ফোল্ডার বা গানের ফোলাডারটি লাল, নীল, সবুজ ইত্যাদি রঙ্গে রঙ্গীন করে ফেলুন যাতে সহজে চোখে পড়ে। সহজ এই সফটওয়্যারটি দিয়ে Right Click থেকে ১ ক্লিকেই বিভিন্ন রং সিলেক্ট করতে পারবেন । (নিচের স্ত্রিণশট দেখুন)
সফটওয়্যারটির সবচেয়ে বড় সুবিধা হল এটি দিয়ে কোনো ফোল্ডার রং করলে সেটি ইউিনভার্সেল ভাবে রঙ্গিন হয়ে যায়। অর্থাৎ রং করা ফোল্ডারটি অন্য পিসিতেও রঙ্গিন দেখাবে, সেই পিসিতে FolderHighlight সফটওয়্যারটি না থাকলেও!!
ডাউনলোডঃ মিডিয়াফায়ার লিংকঃ FolderHighlight 2.4.0208 (ফুলভার্সণ) ১.৬৪ মেগাবাইট মাত্র।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ নেটমাস্টার ভাই, দারুন হয়েছে