১৩০০০/- টাকায় নেট বুক!!!! (আমার ধারণা আপনাদের জানা আছে আর না থাকলে একটু চোখ বুলান)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আসলাম একটা খবর নিয়ে। আমাদের মনেহয় সবারই নজর কেড়েছে CITYCELL NEXTEL এর নেটবুকটি! কিনব কিনব করতে করতে আজ যখন কিনতে গেলাম দেখি মার্কেট আউট স্টক শেষ??? তবে শীঘ্রই আবার আসছে এই নেটবুক। আমার মত গরীবদের জন্য এটা একটা দারুণ সুযোগ একটা মোবাইল পিসির মালিক হওয়ার। আমি যদিও লিখেছি ১৩০০০/- কিন্তু মুলত আপনাকে গুনতে হচ্ছে ১৫৯৯০/- মানে ১৬০০০/- টাকা। অবশ্য আপনি সাথে পাচ্ছেন ২৯৯০/- টাকা মুল্যমানের জুম আল্ট্রা কানেকশন সহ মডেম। তার মানে নেটবুকটির দাম দাঁড়ালো ১৩০০০/- টাকা। তবে আপনাকে নেটবুকের কোন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না আর আপনি যদি ওয়ারেন্টি নিতে চান তবে গুনতে হবে আরও ২০০০/- টাকা। তবে আমার একজন ব্যবহারকারী বন্ধু জানাল ওয়ারেন্টি নেওয়ার কোনই দরকার নেই। (আসলে আপনাদের সবারই জানা আছে ইলেক্ট্রনিক্স যন্ত্র কেমন?)। তবে যাই হোক আমি মনে করছি ছাত্র দের এটি বেশ কাজে আসবে। কারণ এতে ইন্টারনেট ব্যবহারের আর মাল্টিমিডিয়ার জন্য মোটামোটি ভাল ব্যবস্থাই আছে। তো আসুন এবার জেনে নেই কি আছে এতে।

এতে যা যা আছেঃ

১.ইন্টেলের এ্যাটম প্রসেসর (গতি ১.৬৬ গিগা হার্টজ) ৫১২মে.বা ক্যাশ মেমোরি

২.চিপসেট ৯৪৫জিএসই+১সিএইচ৭

৩.র‍্যামঃ ১ গি.বা ডিডিআর২

৪.হার্ডডিস্কঃ ১৬০ গি.বা

৫. কীবোর্ডঃ ৮৩ কী

৬. গ্রাফিক্সঃ ৯৪৫জি

৭. ১.৩ মেগা পিক্সেল ওয়েব ক্যাম

৮. ওয়াই ফাই ৮০২.১১/এ/বি/জি

৯.ইথারনেট ১০/১০০ এমবিপিএস

১০.ইউ এস বিঃ ৩X২.০ইউএসবি

১১. ৩ইন১ মাল্টিকার্ড রিডার

১২. পাওয়ারঃ ১২০-২৪০ ভোল্ট

১৩. ব্যাটারীঃ পলিমার 220mAH ১৮.০ ভোল্ট(৩সেল) ৩-৪ ঘন্টা ব্যাকআপ

১৪. ওজন ১.২ কেজি

১৫.  ১৫পিন ডি-সাব VGA পোর্ট

১৬. মাইক্রোফোন ইন এবং স্পিকার আউট পোর্ট (বিল্টিন স্পিকার)

১৭. ডিসপ্লেঃ ১০.২" (WXGA ১০২৪X৬০০)

আচ্ছা আমার মত গরীবদের জন্যত লিখলাম এবার আসি ধনীদের একটা খবর দেওয়ার জন্য আমি ক্লিক বিডি থেকে খবরটা প্রথম পেয়েছিলামঃ এবার সেটা শেয়ার করছি আপনাদের সাথেঃ

এটি পুরোপুরি গেমিং/সার্ভার ল্যাপটপঃ

ব্র্যান্ডঃ ডেল-এলিয়েন ওয়্যার এম১৭

ইন্টেল কোর টু এক্সট্রিম ২.৫৩ গিগা হার্টজ, ৮গি.বা র‍্যাম,২গি.বা গ্রাফিক্স কার্ড, ৫০০ গি.বা হার্ডডিস্ক, ১.৩ মেগা পিক্সেল ওয়েব ক্যাম, ডিভিডি রাইটার, ৪ঘন্টা ব্যাটারী ব্যাকআপ,১৭" মনিটর।

মুল্যঃ ৭০,০০০/-

যোগাযোগ  করুন নিকটস্থ সিটিসেল কাস্টোমার কেয়ারে।

যাই হোক তবে সিটিসেলের অফারটাই আমার কাছে ভাল লেগেছে। এই তথ্যে যদি আপনাদের উপকারে আসে তবেই আমার ভাল লাগবে। আর দয়া করে আমাকে সিটিসেলের সাথে সংশ্লিষ্ট কেউ বলে ভাববেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাল মাত্র খবরটা পেলাম। ডিটেইল জানতে চাচ্ছিলাম। আপনি জানিয়ে দিলেন ধন্যবাদ। ১৩০০০ টাকায় ……। ভালই তো!!!! আর কয়েকদিন যাক, রেপুটেশন যদি ভাল থাকে, তাহলে একটা কিনব ভাবছি!!

    জি ভাই আপনার কমেন্টটা দেখে অন্যরাও আশা করি এই ব্যাপারে ভেবে সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ।

    কালকেই খবরটা পেপারে দেখেছি। দেখা যাক আসলে পাওয়া যায় কি না!!
    যাই হোক তবে সিটিসেলের অফারটাই আমার কাছে ভাল লেগেছে। এই তথ্যে যদি আপনাদের উপকারে আসে তবেই আমার ভাল লাগবে। আর দয়া করে আমাকে সিটিসেলের সাথে সংশ্লিষ্ট কেউ বলে ভাববেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।
    Hi Sonia need boy friend her asl photo find http://moonbd.com/profile/sonia/

    @রুমি
    ভাই আর কত site এর সস্তা marketing করবেন ? এখন TT তে আপনারা মেয়েদের দালালী ও করবেন ?

Level 0

আর কতদিন পাওয়া যাবে ভাই না সব সময় পাওয়া যাবে, আমার একটা পিসি দরকার তবে যদি ১৬০০০ বাজেটের মধ্যে হয় তবে এটাই কিবো।

    বলতে পারছি না ভাই। তবে আবার আসলে হয়ত আমি জানতে পারব, আর পারলে আপনাদেরকেউ জানাব। ধন্যবাদ ।

কালকেই খবরটা পেপারে দেখেছি। দেখা যাক আসলে পাওয়া যায় কি না!!

ধন্যবাদ শেয়ার করার জন্য।
যারা জানেনা তারা জানতে পারল।

কবে পাওয়া যায় সেটা তো আগে দেখি।
তবে কেনার আশা আছে।
ধন্যবাদ।

ধন্যবাদ আপনার মাধ্যমে জানতে পারলাম

১৩০০০/- এর ল্যাপটপ……..মান কেমন,কে জানে!!!
যাই হোক,যা জানতে চাচ্ছিলাম,জুম মডেম ছাড়া কি কেনা যাবে না?? কারন আমার তো একটা জুম আল্ট্রা মডেম আছেই!!! :-/

ধন্যবাদ খবরটি আমাদের সাথে শেয়ার করার জন্য!

বাহ দারুন খবর। অনেকেরই উপকারে আসবে। ধন্যবাদ।

সবাই ব্যাবহার করুক।। দেখা যাক কই দিন টেকে।। তার পর ঝুকি নিব একটা

এই জন্যই তো টিকটিউন্সে আসা, ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।
কালই একটু খোজ নিতে হয় তাহলে।

    ধন্যবাদ । খোজ নিয়ে যদি বাজারে এভেইলেবল থাকে তবে টিটি তে শেয়ার করতে ভুলবেননা।

ভাই এটা তো বোধয় নোটবুক। আপনি তো টাইটেলে নেটবুক লিখেছে।
তবে ধন্যবাদ খবরটি বিস্তারিত দেয়ার জন্য।

    আচ্ছা নোটবুক, নেটবুক, আর ল্যপটপ এর মধ্য পর্থক্য কি? কেউ কি আমাকে এ ব্যপারে জ্ঞান দিতে পারেন।

      মূলত ল্যাপটপ আর নোটবুক একই জিনিস কোনই পার্থক্য নেই। যেমন মনে করেন বেনকিউ তাদের তৈরি ল্যাপটপকে ডাকে জয়বুক নামে। ল্যাপটপ মূলত ডেস্কটপ পিসির মোবাইল ভার্ষণ আর নেটবুক তৈরি করার মুল উদ্দেশ্য ইন্টারনেট ব্যবহার আর সাধারন কিছু মাল্টিমিডিয়া চালানো। নেটবুক সাধারনত ছোট পর্দা বিশিষ্ট হয় যেখানে ল্যাপটপ(নোটবুক) বড় পর্দার এবং শক্তিশালী কনফিগারেশনের হয়ে থাকে। ধন্যবাদ।

    না ভাই এটা নেটবুক নোটবুক নয়। এটাতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই আর এটি খুব বেশি শক্তিশালী নয়। গ্রাফিক্স এর কাজ বা গেম খেলার জন্য উপযোগী নয়। ধন্যবাদ

    @ওসামা বিন লাদেন ভাই রহস্যময় অভিযাত্রী ভাই সুন্দর করে বলেছেন তবুও আমি আরেকটু রিভিউ করছি-
    নোটবুক হচ্ছে ল্যাপটপের ছোট ভাই। নোটবুক হচ্ছে ল্যাপটপের চেয়ে আকারে এবং শক্তিতে একটু কম পারদর্শি (ছোট ভাই তো তাই)। আর নেটবুক হল নোটবুকের ইন্টারনেট সংস্করন। নেটবুক ইন্টারনেট নির্ভর। নেটবুকের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সফটওয়্যার, ফাইল সব থাকে ইন্টারনেটে। অর্থাৎ এটি ইন্টারনেট ছাড়া অচল।
    আমি যত টুকু জানি তাই সহজ করে বললাম। কোন ভুল হয়ে থাকলে দয়া করে শুধরিয়ে দিবেন।

Level 0

এটাতে pre-installed কোন OS থাকবে? Free-Dos নাকি windows 7 starter ? নাকি অন্য OS কিংবা ফাঁকা ?

অণেক ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য। এখন কিছু প্রশ্নের উত্তর দেন-
১.আপনার পরিচিত কেউ কি এটা ব্যবহার করেছে। যদিত্ত করে সাথে তো এটা সাভিস কেমন দিচ্ছে?
২.এটা কোথায় কোথায কিনতে পাত্তয়া যায়?
৩.এর অপারেটিং কোনটা xp না কি 7?

    আমার পরিচিত একজন ব্যবহার করছে এবং সার্ভিস অন্যান্য নেটবুকের মতই, এটা কিনতে পারবেন সিটিসেল কাস্টোমার কেয়ার থেকে। আর এতে কোন জেনুইন ওএস দেওয়া থাকছে না। অতএব ইচ্ছা মত ওএস ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।

    এটা কবে আবার আসতে পারে আপনি কি এই সম্পকে কিছু জানানে……….স্টক কবে ফুল হয়ে এবং বিক্রি শুরু হবে।

ভালই তো! দারুন কাজের খবর………….আপনার যাত্রা এবং ক্রয় শুভ হোক আর আমার জন্য দোয়া করেন আমি যেন কিনতে পারি!!!

চীন হতে বানানো।
এই মুহুর্তে স্টক শেষ। কেনার আগে কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে হবে স্টক আছে কি না ।

    এই দামে সেলবাজারে ব্রান্ডের সেকেন্ড হ্যন্ড লেপটপ পাওয়া যায়। আর নকিয়া আর স্প্রিন্ট সেটের মাঝে ডিফারেন্স , ঠিক একই রকম ডিফারেন্স হবে এই চাইনীজ নেটবুক আর ট্রেডিশনাল ব্রান্ডের মাঝে।

    মানুষ অবশ্য কিনছে। আমি হয়তো কিনত পারি, চায়নিজ জিনিষ কথাটা মাথায় রেখেই। একমাস আগে একটা সেকেন্ড হ্যন্ড ডেল inspiration 1100 লেপটপ কিনেছিলাম ১৫০০০ টাকা দিয়ে ,। এখন আমার এক ফ্রেন্ড ২০০০০ টাকায় সেটা কেনার জন্য জোরাজুরি করছে। কি করবো চিন্তা করছি।

      আপনার উদাহরণটা ঠিক যথার্থ মনে হল না। স্প্রিন্ট/ম্যাক্সিমাস/সিম্ফোনি যেটাই বলুন আর নোকিয়া এরা আলাদা আলাদা প্লাটফরমের আর আপনি এখানে একই কনফিগারেশনের মোবাইল পাবেন না। তাই ডিফারেন্সের ব্যাপারে মোবাইল আর কম্পিউটারের তুলনা করাটা কি ঠিক??? বিশেষ করে চাইনিজ মোবাইল আর চাইনিজ কম্পিউটার এক জিনিস???

ধনীদের জন্য ল্যাপটপটা দেখে আর উপরের টা কিনতে মন চায় না। আগে ৭০ হাজার জমা করি তারপর কিনব। মানুষ গরীব কিন্তু ইচ্ছা বড়লোক বড়লোক।

    😀 আমারও ভাই তেমনি কিন্তু ভাই কথায় আছে না,”cut your coat according to your cloth” তাই আপাতত সেটা কেনার ইচ্ছা থাকলেও সাধ্য নেই। হা হা হা। ধন্যবাদ সাইফুল ভাই।

Thanks for sharing. I’ll try to buy one if stock available……….

Level 0

valo legeche….i will try to by this if available

thank u brother 4 share it….

তথ্যটি আমার জানা ছিলনা। ধন্যবাদ ভাই… 🙂

Level 0

একজন পিএইচপি প্রোগ্রামার প্রয়োজন জরম্নরী ভিত্তিতে
আমার হাতে ২ টি লোকাল সফটওয়ারের কাজ আছে যা করতে একজন প্রোগ্রামার প্রয়োজন। এছাড়া নিয়মিত পার্ট টাইম কাজ করার জন্য পার্টনার খুজছি। বিসৱারিত জানতে মোবাইল করম্নন : ০১৭৩৩৯১৯৭৯১
অথবা ইমেল করম্নন [email protected]