আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আসলাম একটা খবর নিয়ে। আমাদের মনেহয় সবারই নজর কেড়েছে CITYCELL NEXTEL এর নেটবুকটি! কিনব কিনব করতে করতে আজ যখন কিনতে গেলাম দেখি মার্কেট আউট স্টক শেষ??? তবে শীঘ্রই আবার আসছে এই নেটবুক। আমার মত গরীবদের জন্য এটা একটা দারুণ সুযোগ একটা মোবাইল পিসির মালিক হওয়ার। আমি যদিও লিখেছি ১৩০০০/- কিন্তু মুলত আপনাকে গুনতে হচ্ছে ১৫৯৯০/- মানে ১৬০০০/- টাকা। অবশ্য আপনি সাথে পাচ্ছেন ২৯৯০/- টাকা মুল্যমানের জুম আল্ট্রা কানেকশন সহ মডেম। তার মানে নেটবুকটির দাম দাঁড়ালো ১৩০০০/- টাকা। তবে আপনাকে নেটবুকের কোন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না আর আপনি যদি ওয়ারেন্টি নিতে চান তবে গুনতে হবে আরও ২০০০/- টাকা। তবে আমার একজন ব্যবহারকারী বন্ধু জানাল ওয়ারেন্টি নেওয়ার কোনই দরকার নেই। (আসলে আপনাদের সবারই জানা আছে ইলেক্ট্রনিক্স যন্ত্র কেমন?)। তবে যাই হোক আমি মনে করছি ছাত্র দের এটি বেশ কাজে আসবে। কারণ এতে ইন্টারনেট ব্যবহারের আর মাল্টিমিডিয়ার জন্য মোটামোটি ভাল ব্যবস্থাই আছে। তো আসুন এবার জেনে নেই কি আছে এতে।
এতে যা যা আছেঃ
১.ইন্টেলের এ্যাটম প্রসেসর (গতি ১.৬৬ গিগা হার্টজ) ৫১২মে.বা ক্যাশ মেমোরি
২.চিপসেট ৯৪৫জিএসই+১সিএইচ৭
৩.র্যামঃ ১ গি.বা ডিডিআর২
৪.হার্ডডিস্কঃ ১৬০ গি.বা
৫. কীবোর্ডঃ ৮৩ কী
৬. গ্রাফিক্সঃ ৯৪৫জি
৭. ১.৩ মেগা পিক্সেল ওয়েব ক্যাম
৮. ওয়াই ফাই ৮০২.১১/এ/বি/জি
৯.ইথারনেট ১০/১০০ এমবিপিএস
১০.ইউ এস বিঃ ৩X২.০ইউএসবি
১১. ৩ইন১ মাল্টিকার্ড রিডার
১২. পাওয়ারঃ ১২০-২৪০ ভোল্ট
১৩. ব্যাটারীঃ পলিমার 220mAH ১৮.০ ভোল্ট(৩সেল) ৩-৪ ঘন্টা ব্যাকআপ
১৪. ওজন ১.২ কেজি
১৫. ১৫পিন ডি-সাব VGA পোর্ট
১৬. মাইক্রোফোন ইন এবং স্পিকার আউট পোর্ট (বিল্টিন স্পিকার)
১৭. ডিসপ্লেঃ ১০.২" (WXGA ১০২৪X৬০০)
আচ্ছা আমার মত গরীবদের জন্যত লিখলাম এবার আসি ধনীদের একটা খবর দেওয়ার জন্য আমি ক্লিক বিডি থেকে খবরটা প্রথম পেয়েছিলামঃ এবার সেটা শেয়ার করছি আপনাদের সাথেঃ
এটি পুরোপুরি গেমিং/সার্ভার ল্যাপটপঃ
ব্র্যান্ডঃ ডেল-এলিয়েন ওয়্যার এম১৭
ইন্টেল কোর টু এক্সট্রিম ২.৫৩ গিগা হার্টজ, ৮গি.বা র্যাম,২গি.বা গ্রাফিক্স কার্ড, ৫০০ গি.বা হার্ডডিস্ক, ১.৩ মেগা পিক্সেল ওয়েব ক্যাম, ডিভিডি রাইটার, ৪ঘন্টা ব্যাটারী ব্যাকআপ,১৭" মনিটর।
মুল্যঃ ৭০,০০০/-
যোগাযোগ করুন নিকটস্থ সিটিসেল কাস্টোমার কেয়ারে।
যাই হোক তবে সিটিসেলের অফারটাই আমার কাছে ভাল লেগেছে। এই তথ্যে যদি আপনাদের উপকারে আসে তবেই আমার ভাল লাগবে। আর দয়া করে আমাকে সিটিসেলের সাথে সংশ্লিষ্ট কেউ বলে ভাববেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাল মাত্র খবরটা পেলাম। ডিটেইল জানতে চাচ্ছিলাম। আপনি জানিয়ে দিলেন ধন্যবাদ। ১৩০০০ টাকায় ……। ভালই তো!!!! আর কয়েকদিন যাক, রেপুটেশন যদি ভাল থাকে, তাহলে একটা কিনব ভাবছি!!