আসসালামু আলাইকুম।
তিন গোয়েন্দাকে নিয়ে "অনিয়মিতভাবে" লিখে চলেছি আমি। তবে এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করবো। এছাড়াও চেষ্টা করবো আমার ভবিষ্যতের টিউনগুলো আগের চেয়ে ভালো করতে। এজন্য একটি টিউমেন্টও অনেক সহায়তাপূর্ণ হবে। অতএব, টিউন খারাপ লাগলে টিউমেন্ট করবেন টিউনের কোন অংশটা আরো উন্নতি করতে হবে। আর কেন ভালো লাগেনি। আর ভালো লাগলে অবশ্যই সেটাও টিউমেন্টে জানাবেন। আপনি যদি অসংখ্য গালি দিয়েও আমাকে একটা ছোট্ট উপদেশ দেন তাও সেটা আমার জন্য লাভজনক হবে ভবিষ্যৎ উন্নতির জন্য। তাই অনুগ্রহ করে টিউন সম্পূর্ণ পড়ে এই টিউন সম্বন্ধে টিউমেন্ট করবেন। আর যদি সামান্য একটা টিউমেন্ট করতে না পারেন(টেকটিউনস আইডি না থাকলে ভিন্ন কথা) তবে টিউনটা পড়বেন না। ১, ২... এভাবে ধাপে ধাপে আজ লিখবো। তবে এটার সাথে গল্পের ভাগগুলোর মিল খুঁজবেন না।
আর বইটি ডাউনলোড করতে চাইলে পাশের ছবিতে ক্লিক করুন।১
প্রফেসর বেনজামিন, একজন বিখ্যাত ইগিপ্টোলজিস্ট অর্থাৎ, মিশর-তত্ববিদ। আর মিশর মানেই পিরামড আর মমি। তেমনি একটা মমির কাহিনী নিয়ে এই উপন্যাস, যে মমিটা কথা বলে! রা-অরকানের মমি! মমিটা অতি সাধারণ কাঠে রাখা। কোন আড়ম্বরতা নেই। আর শুধু তখনই কথা বলে যখন একা থাকেন প্রফেসর বেনজামিন! কথাটা বিশ্বাস করলেন না আরেকজন প্রফেসর উইলসন, যার বাবা প্রফেসর বেনজামিনের সাথেই ছিলেন মমি আবিষ্কারের সময় এবং মারা গেছেন মমি উদ্ধারের ১ সপ্তাহ পরেই, মমির অভিশাপে বলেই ধারণা করা হচ্ছে! তাই আর কোন বিজ্ঞানীকে কথা বলার খবর বলবেন না ঠিক করে প্রফেসর বেনজামিন খবর দিলেন ডেভিড ক্রিস্টোফারকে। তিন গোয়েন্দাকে চিঠি পাঠালেন তিনি। তিন গোয়েন্দার হাতে যখন চিঠিটা পৌছালো কিশোর না থাকায় পেলো রবিন আর মুসার হাতে। আর সাথে পেলো আরেকটা চিঠি, এক মহিলার হারানো বিড়ালের খুজেঁ দেওয়ার অনুরোধ। দ্বিতীয় চিঠিটি আগে খুলে দেখলো রবিন আর মুসা, তারপর ডেভিড ক্রিস্টোফারের চিঠি পড়ে হা হয়ে গেলো, এটা কি করে সম্ভব!!?!!
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আপনার ‘তিন গোয়েন্দা’ রিভিউ গুলো আনক ভালো হয়, তবে যদি আগের রিভিউ গুলোর লিঙ্ক নিচে বা উপরে দিয়ে দেন, তাহলে পাঠকদের সেগুলো খুঁজে পেতে সহজ হবে। [কিন্তু এই রিভিউ গুলো যদি চেইন টিউনে পরিণত হয়, তবে আলাদা কথা!]