আপনি কি ল্যাপটপ কেনার কথা ভাবছেন? আপনি কি জানেন আপনার জন্য কোন ধরনের ল্যাপটপ?

সবাইকে আমার সালাম । সবাই কেমন আছেন ? মনে হয় ভালই , আমিও ভালই আছি । প্রযুক্তি যে ভাবে এগিয়ে যাচ্ছে , পৃথিবী যে ভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি । সাথে সাথে আমাদের চাহিদাও বাড়ছে । আজ থেকে চার - পাঁচ আগেও দেখতাম ডেস্কটপ কম্পিউটার এর কি চাহিদা ছিলো , তখন অনেক কাছে ল্যাপটপ ছিলো চাঁদে যাওয়ার মত ব্যপার ।

কিন্তু এখন প্রযুক্তি কল্যানে ল্যাপটপ সবার সার্ধের মধ্যে এসে গেছে । এখন ছাত্র/ছাত্রী থেকে শুরু করে বাসার গৃহিনীরা পযন্ত ল্যাপটপ ব্যবহার করতে আগ্রহী । এই আগ্রহ থাকবে না কেন ? একটা ছোট্ট বই সাইজের যন্ত্র মাঝে যে সব কিছু পাওয়া যায় । গান শুনা থেকে অনেক বড় বড় কাজ এই ছোট্ট বই সাইজের যন্ত্র দিয়েই করা যায় । তাই আজ অনেকে দেখা যায় হরহামেশায় ল্যাপটপ কিনে আনতেছে ।


কিন্তু আপনি কি জানেন আপনার জন্য কোন ধরনের ল্যাপটপ ? ল্যাপটপ কেনার সময় এই কথা টা চিন্তা করেন না কিন্তু কেনার পর দেখা যায় অনেক মাথা চুল ছিড়তে দেখা যায় । একটু ভেবে চিন্তে কাজ টা করলে আপনার কি এই চুল ছিড়তে হত বলুন ? তাই আজ আমি আমার বাস্তব অবিগতা থেকে কিছু কথা শেয়ার করবো , যা হয় ত আপনার কাজ্ঞখিত ল্যাপটপ বাছাই করতে সাহায্য করবে ।

আসলে সবার জন্য সব ল্যাপটপ না । আপনি যদি একজন ছাত্র হোন তাহলে আপনার জন্য সাধারন কোন ল্যাপটপ হলেই চলে তবে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হোন তবে আপনার ল্যাপটপ টিকে হতে হবে হাই কনফিগারের । কি তাই না ? আমি আমার দৃস্টি কোনে যারা ল্যাপটপ ব্যবহার করবেন তাদের চার ভাগে ভাগ করেছি , যথা

  1. যারা ছাত্র/ছাত্রী
  2. যারা প্রোগ্রামার /গেমার [যেমন :ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার]
  3. যারা ব্যবসা বানিজ্য করে
  4. এবং যারা শুধু বাড়িতে থাকে [যেমন : যারা গৃহিনী ]

যারা ছাত্র/ছাত্রী তাদের জন্য উপযোগী ল্যাপটপ

যারা কলেজ , ইউনিভার্সিটে পড়ছেন তাদের জন্য প্রয়োজন একটি সাধারন মানে ল্যাপটপ , যা কম বাজেটে মধ্যে হবে আকারে ছোট , ওজ়ন কম এবং স্টাইলিশ । যেহেতু এখন বিভিন্ন কলেজ , ইউনিভার্সিটিতে ওয়াই-ফাই ব্যবহারে সুবিধা দিচ্ছে তাই ল্যাপটপ ওয়াই-ফাই , ওয়েব ক্যাম্প থাকলে মন্দ হয় না ।যা আপনি ইচ্ছা মত কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে পারবেন । আর এই ধরনের সুবিধা আপনি পেতে পারেন নোটবুক গুলোতে । আপনি সিঙ্গেল কোর বা ডুয়াল কোর বা কোর আই থ্রী , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২ ,ডিডিআর ৩] , ২৫০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন । যেমন: এইচ পি এর  4410s Probook যার দাম মাত্র৪৫ হাজার টাকা এবং ডেল এর Inspiron 4020 যার দাম মাত্র৪০ হাজার টাকা ।

যারা প্রোগ্রামার/গেমার তাদের জন্য উপযোগী ল্যাপটপ

আপনি যদি একজন প্রোগ্রামার /গেমার [যেমন :ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার] হয়ে থাকেন তবে আপনার দরকার একটি শক্তিশালি এবং হাই কনফিগারের ল্যাপটপ । যাতে ব্যবহার করা হয়ছে নতুন প্রযুক্তি । যাতে আপনি ব্যবহার করতে পারবেন বুলূটুথা ,ওয়াই-ফাই , ওয়েব ক্যাম্প সহ আধুনিক প্রযুক্তি । হতে হবে অনেক ফাস্ট , যাতে কমান্ড দেয়ার সাথে সাথে আউটপুট প্রদান করে । আর এজন্য আপনি নিতে পারেন নতুন প্রযুক্তির ইন্টেল কোর আই ফাইভ [৬ কোর বিশিস্ট], আই সেভেন [৮ কোর বিশিস্ট] মানের cpu , ডিডিআর ৩ ram, ৫০০ জিবি -  ১ টেরা হার্ডডিস্ক এবং আধুনিক প্রযুক্তির পিসি আই এক্সপ্রেস /গ্রাফিক্স কার্ড যা কমপক্ষে ১ জিবি নিচে নয় এবং ১৭ ইঞ্চি এলসিডি বা এলইডি ডিসপ্লে ।যেমন: ডেল এর Studio 1557 (Core i7) যার দাম মাত্র৮৫ হাজার টাকা ।

যারা ব্যবসা বানিজ্য করে তাদের জন্য উপযোগী ল্যাপটপ

যারা ব্যবসা বানিজ্য করে অর্থাৎ যারা বিজনেস ট্রাভেলার তাদের ল্যাপটপ খুবেই শক্তিশালী হওয়া প্রয়োজন যাতে আপনার ল্যাপটপ গুরত্তপূর্ন সময় কোন সমস্যা নাকরে , কারন আপনাকে ব্যবসা বানিজ্য যেতে হতে পারে সেটা দেশের মধ্যে হোক আর বিদেশ এই হোক এছাড়া ল্যাপটপ থাকতে পারে অনেক সেন্সেটিভফাইল বা থাকেতে পারে কম্পানি বা ব্যবসা প্রতিস্টানের অনেক গুরত্তপূর্ন ডোকমেন্ট যা হারিয়ে গেলে আপনার কম্পানি বা ব্যবসা প্রতিস্টানের অনেক ক্ষতি হতে পারে , এখন ল্যাপটপ হারিয়ে লেগে কি করবেন ? চিন্তা নেই এখন অনেক শক্তিশালী ল্যাপটপ এসেছে, যা আপনার ভয়েচ বা ফিংগারপ্রিন্ট ছাড়া কেউ ওপেন করতে পারবে না । ডুয়াল কোর বা কোর আই থ্রী , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২ ,ডিডিআর ৩] , ২৫০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন ।

বাড়িতে ব্যবহারের জন্য উপযোগী ল্যাপটপ

আসলে বাড়িতে ব্যবহারের জন্য তেমন কোণ স্পেসাল ল্যাপটপ হয়ার প্রয়োজন নেই ।বাড়িতে ব্যবহার কারি আপনার বাবা-মা বা ভাই-বোন তাই না ত তাদের চাহিদা হবে গান শুনা , মুভি দেখা এবং বাড়িতে ছোট কেউ থাকলে সে গেম খেলবে আর ভাই-বোন রা নেট ব্রাউজ করবে এর ত বেশি না । এর জন্য আপনি যেকোন সাধারন মানের ল্যাপটপ নিতে পারেন । এর জন্য সিঙ্গেল কোর বা ডুয়াল কোর , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২] , ১৬০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন । যেমন:এইচ পি 110-3003TU মিনি যার দাম মাত্র ৩০ হাজার টাকা ।

অন্যন্যা ল্যাপটপ সমূহ:

এখন বাজারে অনেক ধরনের ল্যাপটপ আছে । ঠিক কত প্রকারের ল্যাপটপ বাজারে আছে তা সংখায় বলা যাবে । এর মধ্যে বাজ়ারে যা আলোড়ন সৃস্টি করেছে তাদের মধ্যে নেটবুক একটা । যা ল্যাপটপ পরিবারে নতুন এসেছে । এটা নোটবুক এর চেয়ে আকারে ছোট হয়ে থাকে । এবং দাম ও খুব একটা বেশি না । বাজারে মাত্র ৩০ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে অনেক ভাল নেটবুক পেয়ে যাবেন । এটা তেমন শক্তিশালী ল্যাপটপ নয় ,তবে এর জনপ্রিয় কিন্তু ব্যপক। এবং দিনে দিনে এর চাহিদা বেড়েই চলছে।

ল্যাপটপ পরিবারের আর একটা সদস্য  'আলট্রা মোবাইল প্রাইভেট কম্পিউটার' বা UMPC , এটা সাধারনত টাচস্কিন প্রযুক্তি ব্যবহার করেছে । এটা আকারে অনেক ছোট হয়ে থাকে । এটা সাধারনত ৫-৭ ইঞ্চি এর মধ্যে হয়ে থাকে , এবং এটা অনেক বিলাসবহুল । এগুলোর নাম অনেক বেশি হয়ে থাকে । এদের মধ্যে উল্লেখ্যেযোগ্য হল  Sony Vaio VGN-UX1XN যার মুল্য £২০০০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ২৩০,০০০ টাকা , আর একটা হল  OQO model 2 যার মুল্য £১১০০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ১২৬,০০০ টাকা আর একটা হল Samsung Q1 যার মুল্য £৭৯৯ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ৯০,০০০ টাকা এবং  Asus R2H Ultra-Mobile PC যার মুল্য £৬৮০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ৭৮,০০০ টাকা ।

ল্যাপটপ কেনার আগে যে বিষয় গুলো লক্ষ্য রাখা উচিত

  • সর্বপ্রথম আপনাকে আপনার বাজেট নির্ধারন করে নিতে হবে ।
  • আপনি কোন ব্র্যান্ড এর ল্যাপটপ কিনবেন তা নির্ধারন করে নিতে হবে এবং সেই ব্র্যান্ড এর সম্পর্কে বাজারে ভাল ভাবেই যাচাই বাছাই করে নিতে হবে ।
  • আপনি ল্যাটেস্ট কি কি সুবিধা পেতে চান [যেমন ওয়েব ক্যাম্প , ওয়াই-ফাই সিস্টেম] তা আপনার নির্ধারিত ব্র্যান্ড এর ল্যাপটপ এর মাঝে আছে কিনা দেখে নিন।
  • আন্তর্জাতিক পর্যায় ল্যাপটপ এর বিভিন্ন রেটিং ব্যবস্থা আছে তাতে লক্ষ্য দেওয়া উচিত ।
  • ভালই মানের কোন বড় বিক্রয় কেন্দ্র হতে ল্যাপটপ কেনা উচিত এবং ল্যাপটপ কেনা আগে বিক্রয় কেন্দ্র সম্পর্কে ভাল ভাবেই যাচাই বাছাই করে নেয়া ভাল ।
  • বিক্রয় কেন্দ্র এর বিক্রয়তো সেবা কেমন হবে এবং কি কি  সেবা প্রদান করবে তা ভাল ভাবেই যাচাই বাছাই করে নিন ।
  • আপনার ব্যাটারি মান কেমন তা যাচাই করে নিন এবং বিক্রেতার কাছ থেকে জেনে নিন কেমন ব্যাক-আপ দিবে ।

ল্যাপটপ ব্যবহার করার সময় যে বিষয় গুলো লক্ষ্য রাখা উচিত

  • ল্যাপটপ ব্যবহার করার সময় প্রয়োজন ছাড়া আলাদা মাউস এবং কিবোর্ড ব্যবহার করুন । কারন অতিরিক্ত ব্যবহারে টার্চপ্যাড এর ক্ষমতা কমে যায় ।
  • নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করুন ।
  • ভাল মানের লাইন্সেন করা এন্টিভাইরাস ব্যবহার করুন । এত টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পেরেছে আর সামান্য টাকা দিয়ে একটা এন্টিভাইরাস কিনতে পারবেন না। তাই সামন্য টাকা খরচ করে একটা এন্টিভাইরাস নিন ।
  • এখন ল্যাপটপ চুরির পরিমান বেড়ে গেছে তাই এদিকে সাবধান থাকুন । রাস্তা ঘাটে চলার সময় ল্যাপটপ দিকে নজর রাখুন এবং গাড়িতে উঠলে ল্যাপটপ এর থেকে মনযোগ রাখুন ।
  • আপনার ল্যাপটপ থাকা স্পর্স কাতর ফাইল/ডুকুমেন্ট সমূহ পাস ওয়ার্ড দিয়ে সংরখন করুন ।
  • এবং প্রয়োজন ছাড়া খুব পরিমানে সফটওয়্যার ব্যবহার করুন ।

তথ্য সুত্র বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম একেবারে ঠিক বলেছেন। অনেকেই শধু বেশি দামের ল্যাপটপ কিনতে চায়। আসলে কে কি কাজ করবে তার উপর নির্ভর করবে কনফিগারেশন কি হবে।

Level New

হা হা হা ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আজকে মাত্র সিন্ধান্ত নিলাম পরের মাসে ল্যাপটপ কিনবো, আর নেট এ এসে দেখি আপনার টিউন। অনেক অনেক ধন্যবাদ।

ক্লাস ওয়ান টিউন,
তোমার টিউনের মান অনেক অনেক ভাল হইতেছে।
অসাধারন উপস্থাপনা এবং বিস্তারিত টিউন করার চেষ্টা,সব সময় তোমার টিউনকে একটা ভিন্নতা দেয়।
আর মাঝে মাঝে এই ধরনের আপডেট টিউন কিন্তু হওয়া দরকার যারা নতুন কম্পিউটার কিনতে আগ্রহি তাদের অনেক সহায়ক হবে এই ধরনের টিউন।
*তাছাড়া ল্যাপটপ ক্রয় করার সময় সব কিছু দেখে শুনে ক্রয় করাই উচিত কারন অনেক টাকা দিয়ে ক্রয় করা জিনিসটাতো আর এক দুই দিন চলবে না!নিশ্চয় অনেক দিন চালাতে হবে হয়তো অনেকে জীবনে একবারই কিনবে।*
সংশোধনী,
তর্থ সুত্র হবে না তথ্য সুত্র হবে।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ওকে ব্রো কল দেন। জিরো, ওয়ান, সেভেন, থ্রী, সিক্স, নাইন,ওয়ান, সেভেন, থ্রী, ডাবল টু,

    বুঝলাম না M H BULBUL ভাই

    Level 0

    সরি ফাহিম ভাই, কমেন্টটি ডিলিট করে দেন। কি করতে কি হয়ে গেছে।

    Level 0

    আসলে আমি এখানে কমেন্ট লিখে, কপি করে অন্য এক সাইটে কমেন্ট করছি। ওখানে সরাসরি কোন যোগাযেগের তথ্য দেয়া নিষিদ্ধ তাই আমি এখানে বাংলায় লিখে কপি করে দিছি কারন মডারেটরেরা বাংলা বুঝে না।
    http://www.onbux.com/forum/topic?frmid=33&tpcid=31337&page=1

fahim vai apnake “harjit chirodin thakbe”,ei gaan ta dedicate korlam.karon,techtunes e amar sobchea prio tuner 3joner modde apni ekjon.protidin apnar tune chai.valo thakben r sob tunerder jonno doa korben.

    ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । বাংলা ব্লগ বাংলা লেখায় ভাল তাই না ?

dharabahik tune er porer porber jonno opekkha korci.taratari………………………………………………………

তথ্যগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ। ১)ল্যাপটপ ২) নোটবুক৩)নেটবুক এইগুলির মাঝে প্রার্থক্য কি আসা করি জানাবেন।

    নেটবুক এবং নোটবুক দুটাই ল্যাপটপ । শুধু এদের কাজ ও আকার একটু আলাদা ।

আপনার টিপস গুলি ভাল লাগল,সামনের দিন গুলিতে আপানার কাছে আরো নতুন নতুন টিপস আশা করব

    অনেক ধন্যবাদ মো: রাফি ভাই । সামনে আর ভাল ভাল টিপস দেওয়ার চেস্টা করবো।

ফাহিম অসাধারন লিখছো ভাই। আমলে ল্যাপটাপের ব্যাপারটা ডেস্কটপ থেকে আমি একদম আলাদা মানি। হুটহাট করে ল্যাপটপ কিনে কতজন যে ধরা খাইছে তা আমি নিজের চোখে দেখছি অনেক বার। তাই নিজের ব্যাপারটা কোন কম্প্রোমাইজ করতে চাই না। কারন এটার কোন পার্টস চাহিদার এর হের ফের হলে কতটাকা গুনতে হবে পরবর্তীতে এটাতো বুঝাই যায়।

তোমার সাজানো টিউনের জন্য প্রানঢালা অবিনন্দন। 🙂

[ আসলে টিটিতে টিউন করা হয়না বললেই চলে। তাতে কি তোমরা তো লিখছোই…লিখে যাও আমরা নাহয় দর্শক হিসাবেই থাকি। আসলে ভাল মানের টিউন করতে না পাররে টিউন করার কোন অর্থই আমি খুজে পাই না। মাঝে মাঝে কিছু লিখার চেষ্টা করে যাবো। টিটিকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব আমদের সবার তাই এর সার্বিক কল্যানার্থে সকলকে মনোনিবেশ করার অনুরো জানাচ্ছি। ]

    ধন্যবাদ শাওন ভাই । আসলেই আপনি ঠিক বলেছে , আমদের সবার দায়িত্ব টিটি কে এগিয়ে নিতে মনোনিবেশ করার । এবং ভাল মানে টিউন করা । আমি চেস্টা করি ভাল মানে টিউন করার , তবে কতটুকু সফল জানি না ।

    চালিয়ে যাও। পাশে আছি তোমাদের সবসময়। 🙂

ভাল, তবে আরও কয়েকটা মডেল দিলে মনে হয় আরও ভাল হত।

ধন্যবাদ

    ভাই আমি এখানে মডেল নিয়ে আলোচনা করি নি । আমি শুধু বুঝাতে চেয়ে আপনার জন্য কোন ল্যাপটপ উপযোগী । মডেল নির্বাচনে দায়িত আপনার ।

অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

এত উপকারী কথাগুলো এত সুন্দর আর সাজায়ে লিখছেন তাতে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
আমার অনেক অনেক কাজে লাগবে যখন ল্যাপটপ কিনব।

মনের কথা কইসেন…ভালা অইসে, খালি কিছু বানান ভুল আছে , ওইটা ব্যপার না

Level 0

ভাল লাগল এই ধরনের আপডেট টিউন চাই. ধন্যবাদ…………

ভাল মানের লাইন্সেন করা এন্টিভাইরাস ব্যবহার করুন । এত টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পেরেছে আর সামান্য টাকা দিয়ে একটা এন্টিভাইরাস কিনতে পারবেন না। তাই সামন্য টাকা খরচ করে একটা এন্টিভাইরাস নিন ।
আমারে কেন জানি ভাইরাস ধরতে পারে না। কারন অপারেটিং সিস্টেমের জন্য কোন এন্টিভাইরাস খুজে পেলাম না। কি বাজে একটা অপারেটিং সিস্টেম। যাই হোক এই মাত্র লিনাক্স মিন্ট ডাউনলোড শেষ হল। উবুন্টু থেকে বিদায় নিয়ে এখন লিনাক্স মিন্টে যাচ্ছি।

আমি ও সামনের মাসে ল্যাপটপ কিনব, তখন মনে হয় টেকটিউন্সে আগের মত নিয়মিত হতে পারব, কমেন্টের পাশাপাশি টিউনে বিচরণ দেখা যাবে।
যাই হোক স্টুডেন্ট এর জন্য আপনি ডেল এর Inspiron 4020 যার দাম মাত্র৪০ হাজার টাকা । – এটা সাজেশন দিয়েছেন।
Inspiron N4020-4523SG (W7HP)
, – Intel Pentium Dual Core Processor T4500 (2.3GHz, 1MB L2 Cache, 800FSB)
– Microsoft Windows 7 Home Premium
– 14.0″ High Definition WLED Display with TrueLife (1366 x 768 )
– 2GB DDR2 RAM
– 320GB Hard Disk Drive
– Intel GMA X4500HD Graphics
– 8x DVD+/-RW Drive
– 1.3MP Webcam
– Bluetooth
খারাপ না। ভালোই। নিয়েই ফেলি এটা । কি বলেন?

ও আচ্ছা আরেকটা কুশ্চেন। আচ্ছা ল্যাপটপে যে বিল্ড ইন মডেম থাকে, তাহলে সিম কোন দিক দিয়ে ঢুকায় ? ( আমার একবন্ধু ল্যাপটপ কিনেছে, তার কনফিগারেশনে লেখা আছে modem আছে। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে ল্যাপটপে সাধারনত এই ধরনের মডেমে কোন দিক দিয়ে সিম ঢুকায়)

    আরেক একটা প্রশ্নঃ নোটবুক আর ল্যাপটপের পার্থক্যটা যদি ডিটেইস বলতেন উপকার হইত। কেন ঠিকমত বলে না। ডেল এর Inspiron 4020 এটাকে কেন আমি ল্যাপটপ বলব আর কেন নোটবুক বলব না?

    নিয়ে নিতে পারেন ভাই । ল্যাপটপ ভাই কনফিগার । আপনার টিউন এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ।
    নেটবুক এবং নোটবুক দুটাই ল্যাপটপ । শুধু এদের কাজ ও আকার একটু আলাদা ।

রিসোর্সফুল আর্টিকেল।উপকৃত হলাম। তবে একটা ব্যাপার হল ল্যাপটপ কেনার আগে মূল্য যাচাই করা উচিত। ল্যাপটপ এর মূল্য যাচাই করতে https://www.bdstall.com/laptop/ খুব ভালো একটা সাইট, আমার মতে।
ধন্যবাদ