এক সাথে অনেক ছবি রিসাইজ করুন

প্রথমে Power Toy Image Resize Softwareটি Download করে নিন এখান থেকে।

এরপর তাতে ডবল ক্লিক করে ইন্সটল করুন। নিচের ফল্ডারটি ৪৭টি ছবি আছে যা আমার ডিজিটাল ক্যামেরায় তোলা আর সব মিলে পুরো ফল্ডারের সাইজ ২৮২ মেগাবাইট। ইমেজ Dimension 3648 X 2736।

ছবিগুলো রিসাইজ করার জন্য সব সিলেক্ট করে তার ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এরপর Resize Images এ ক্লিক করুণ।

এখানে প্রয়োজন মত সাইজ করার অপশন দেয়া আছে। যেমন ৬৪০, ৮০০, ১০২৪, ২৪০। তবে এগুলোর কোনোটা যদি না দিতে চান অর্থাৎ আপনার পছন্দ মত রেজুলেশনে সেভ করতে চান তবে Advance এ ক্লিক করুন।

এরপর Customএ ক্লিক করে পছন্দ মত মান বসান। যেমন আমি বসালাম ৫০০। এখোন ওকে দিলেই পেয়ে যাবেন আপনার নতুন কপি। যদি আগের হাই রেজুলেশন ছবিগুলো আর দরকার না হয় তবে Resize the Original Pictures(Don't Copies) এ ক্লিক করুন।

দেখুন নতুন Dimension ৫০০ পিক্সেল।

পূর্বে এখানে প্রকাশিত।

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার খুব কাছের একজন মানুষের খুব বেশি দরকার ছিলো এমন কিছু একটা। হতাশ ছিলাম কিছু না দিতে পেরে কারন সে নিউ ইউসার তেমন কিছু বুঝে না, আসা করি এটা দিয়ে কাজ করতে পারবে।। খুব খুশী হবে এটা পেলে। ২টা ধন্যবাদ আপনাকে আমার ও তার তরফ থেকে। খুব ভালো থাকুন। শুভ কামনা।

Level 0

আপনার টিউনের জন্য ধন্যবাদ। লিনাক্সে ঠিক একই কাজ করা করা যায় nautilus-image-resize script এর মাধ্যমে। তাছাড়া batch processing এর জন্য আরেকটি ভালো টুল আছে। এটার নাম phatch। এটা মাল্টিপ্ল্যাটফর্ম(ম্যাক, লিনাক্স, উইন্ডোজ)। এর সাহায্যে আপনি নির্দিষ্ট ফোল্ডারের সব ছবিগুলো নিয়ে এডিটিং এর কাজ করতে পারেন। উল্লেখযোগ্য হলো mirror, Reflection, crop, resize, sketch, shadow, text, 2D or 3D veiw আরো অনেক কিছু। http://photobatch.stani.be/

link te kaj korsa na.

সুন্দর সফট এবং সুন্দর টিউন,
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

কাজে আসবে ধন্যবাদ।

    আপনি উপকৃত হলেই আমার পোস্ট দেয়া সার্থক

চালিয়ে জান ভাই । জয় আপনার ই হবে।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অনেক উপকৃত হলাম ভবিস্যতে আরো লেখা দিবেন , ভালো থাকবেন আসা করি

Level 0

গত কালেই আমি এই সমস্যা পরেছিলাম , একজনকে অনেক গুলো ছবি পাঠাতে হলো মেইল করে , তবে আমি আরেকটা পথে সেন্ড করেছি , সেটা হলো ছবিটার উপর দান ক্লিক করে এডিট করুন তারপর ক্রস দিয়ে চলে আসুন তাহলে অনেক কমে যাবে , তবে আপনার সফট ওয়ার বেশি কার্যকর , সফট ওয়ার না থাকলে আমারটা যে কেও বেবহার করে দেখতে পারেন , ধন্যবাদ

    ধন্যবাদ আর একটু বিস্তারিত বললে ভালো হত।