Walton Primo GF4,এমন একটি Phone যা সবার জন্য (স্মার্টফোন রিভিও পর্ব-২)

Walton Primo GF4

Low-range মোবাইল ফোন বাজারে আনার ক্ষেত্রে Walton মোবাইলের জুড়ি মেলা ভার। প্রায় প্রতিমাসেই Walton বিভিন্ন মডেলের লো-রেঞ্জ মোবাইল বাজারে নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় Walton নিয়ে এলো মাত্র ৬,১৯০ টাকায় দারুন কনফিগ সম্পন্ন মোবাইল Walton Primo GF4.

1.3 GHz Quad Core Processor, 1 GB Ram, Anti-theft কি নেই এই মোবাইলে?

চলুন এক নজরে দেখে নেই কি কি অপেক্ষা করছে আপনার জন্য নতুন এই মোবাইলে:

Handset Highlights:

Display:4.5” FWVGA
O.S5.1 Lollipop
Ram:1 GB
Rom:8 GB
Camera:5 MP and 2 MP
CPU:1.3 GHz Quad-core
GPU:Mali 400
Battery:1800 mAh
দাম:মাত্র ৬,১৯০ টাকা।

কেমন বুঝলেন? কম দামে এই রকম কনফিগারেশন যুক্ত মোবাইল কি আছে মার্কেটে?

এক নজরে Walton Primo GF4

GF4 specs

Built Quality & Design

সম্পূর্ণ কালো রঙের প্লাষ্টিকে মোড়ানো এই মোবাইলের ব্যাক প্যানেল। ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে ৪.৫” FWVGA screen. যার স্ক্রিন রেজুল্যুশন হলো 854 x 480 Pixel.

এইবার মোবাইলের আউটলুক সম্পর্কে একটু নজর দেয়া যাক। মোবাইলে ব্যবহার করা হয়েছে ৪.৫” ডিসপ্লে। ডিসপ্লে’র ঠিক নিচের অংশে রয়েছে ক্যাপাসিটিভ টাচ প্যানেল। মোবাইলের উপরের দিকে রয়েছে 2 MP Front Camera with flash.

Screenshot_5

মোবাইলের ডান পাশে উপরের দিকে রয়েছে ভলিউম রকার বাটন। ভলিউম রকার বাটনের ঠিক নিচেই রয়েছে Power Button (Sleep/awake button).

Screenshot_3

মোবাইলের ঠিক উপরের দিকেই পাশাপাশি রয়েছে USB Charger এবং ৩.৫ মিলিমিটার Audio Port.

Screenshot_6

এছাড়া মোবাইলের একদম পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং LED Flash. আর একদম নিচের দিকে রয়েছে লাউড স্পিকার।

Screenshot_2

মোবাইলের ব্যাক কভার খুললে ব্যাটারিরে ঠিক উপরের অংশে পাবেন ২টা সিম স্লট (একটা মাইক্রো, বাকিটা নরমাল), আর ঠিক পাশেই পাবেন Micro SD Card Slot.

Screenshot_7

মোবাইলের দৈর্ঘ্য ১৩৬ মিলি, উচ্চতা ৬৬.৩ মিলি এবং প্রস্থ্য ৮.৯ মিলি। এছাড়া ব্যাটারি সহ এই মোবাইলের weight মাত্র ১২৯ গ্রাম।

চলুন দেখে নেই আপনারা এই মোবাইলের সাথে যা যা পাচ্ছেন তা হলো:

** USB Charger

** User Manual

** Screen Protector

** 3.5 MM Audio Jack port.

** Warranty Card.

Screenshot_8

O.S:

মোবাইলের OS হিসেবে আপনারা পাচ্ছেন Latest Android OS-5.1 Android Lollipop

Screenshot_2015-08-23-12-57-23

OS

Display & Touch

সম্পূর্ণ কালো রঙের প্লাষ্টিকে মোড়ানো এই মোবাইরের ব্যাক প্যানেল। ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে ৪.৫” FWGA screen. যার স্ক্রিন রেজুল্যুশন হলো 854 x 480 Pixel. এই মোবাইলের টাচ দারুন রেছপঞ্ছিভ। প্রায় ২ ঘন্টা ব্যবহারে কোন প্রকার ল্যাগিং চোখে পরেনি। এই  মোবাইলে ২ আঙ্গুল পর্যন্ত টাচ সাপোর্ট করে।

Screenshot_2015-08-23-19-15-09

User interface:

ইদানিং প্রায় সব মোবাইলের ইউজার ইন্টারফেস প্রায় সেম। তবু কিছু কিছু ক্ষেত্রে যে বৈচিত্র নেই তা কিন্তু নয়। কিটক্যাটের সাথে ললিপরের ইউজার ইন্টারফেসে বেশ কিছু পার্থক্য রয়েছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়া মোবাইলে ডিফল্ট থিম তো চেঞ্জ করার সুবিধা তো রয়েছেই। আর আপনারা চাইলে বিভিন্ন প্রকার থিম ডাউনলোড করে মোবাইলের ডিফল্ট লুক কিছুটা পরিবর্তন করতে পারবেন।

র‌্যাম এবং রম

এই্ মোবাইলে আপনারা র‌্যাম পাচ্ছেন ১ জিবি। যার মধ্যে ইউজার এভেইলেবল র‌্যাম পাচ্ছেন ৯৬৮ মেগাবাইট। ৬,১৯০ টাকায়, ১ জিবি র‌্যাম, যে কোন ইউজারের কাছেই মান সম্মত।

মোবাইলে রম পাচ্ছেন আপনারা ৮ জিবি। যার মধ্যে আপনারা ৪.৭ জিবি আপনারা ইউনিফাইড ষ্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যায়গা টুকু মোবাইলের OS এবং Built in apps ইনষ্টলে ব্যবহৃত হয়ছে।

UI (16)

CPU & GPU

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 1.3 GHz Quad Core Processor এবং Mali 400 GPU. কাজেই আপনারা সলিড পারফরমেন্স পাবেন, এ ব্যপারে কোন সন্দেহ নেই। আর যারা গেমস পছন্দ করেন, তাদের জন্য বলে রাখি, যে কোন প্রকার গেমস, কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনারা নির্বিঘ্নে খেলতে পারবেন।

Screenshot_2015-08-23-19-15-52

Camera:

এই মোবাইলে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে আপনারা শুনে খুশি হবেন যে এই ক্যামেরা দিয়ে দারুন কোয়ালিটি সম্পন্ন ছবি তোলা যায়। এছাড়া এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেল। আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটি সেলফি তুলতে পারবেন। শুধু তাই নয়, আপনারা এই মোবাইলের ক্যামেরা দিয়ে Full HD (1080 x 1920) Video Recording করতে পারবেন।

বেঞ্চমার্ক:

মোবাইল এখন যতটা স্মার্ট, ইউজার-রা এখন তার চেয়ে বেশি স্মার্ট। ইউজার-রা এখন শুধু ক্যামেরা আর ব্যাটারি-ই খোজেনা, মোবাইলের পারফরমেন্স-উ দেখে। তাই এখন সকল সচেতন ইউজার-রা মোবাইল কেনার সময় মোবাইলের বেঞ্চমার্ক স্কোর সবার আগে দেখে নেয় বা জেনে নেয়। এই মোবাইলের Nena Mark Score হলো ৫৭.৪ যা Walton এর অনেক মোবাইলের চেয়ে বেশি। এছাড়া এই মোবাইলের Antutu Bench Mark স্কোর এসেছে ২০,৭৯৩. যা মোবাইলের দাম এবং কনফিগ অনুযায়ী সুপার্ব। ৬,১৯০ টাকার মোবাইলে এর চেয়ে বেশি পারফরমেন্স আর স্কোর আশা করা বোকামি হবে।

Benchmark (1)

Benchmark (2)

Benchmark (3)

OTA

Walton এর সকল মোবাইলে এখন OTA System Update সুবিধা থাকছে। যারফলে আপনারা কাষ্টমার কেয়ারে না গিয়েই Direct Online এ মোবাইলের সকল প্রকার অনলাইন আপডেট পাবেন।

1

OTG

OTG সম্পর্কে এখন আসলে বিস্তারিত কিছু্ বলার নেই। আপনারা এখন সবাই জানেন OTG সম্পর্কে। মোবাইলে Mouse, Keyboard, pen drive থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাবেন আপনারা OTG দিয়ে।

Special Features:

Notification Light

Hall Censor

Special Security Through SMS

Remote Phone Lock

Remote Data Wipe

Anti-theft

ব্যাটারি:

Walton Primo GF4 এ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1800 mAh.

দাম:

এই মোবাইলের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,১৯০ টাকা।

দূর্বলতা:

আমার কাছে এই মোবাইলের আহামরি কোন দূর্বলতা চোখে পরেনি। তবে যেটা কম মনে হয়েছে সেটা হলো ব্যাটারি। এখন ইউজার-রা যে কোন মোবাইল কেনার আগেই মোবাইলের ব্যাটারির খোজ নেয়। কাজেই 1800 mAh ব্যাটারি অনেক ইউজারের কাছেই কম মনে হতে পারে।

কি করতে চান !:

1 Gb Ram, 1.3 GHz Quad-cre Processor, আপনারা মাত্র ৬,১৯০ টাকায়-ই এই সব কিছু পাচ্ছেন। এই রকম Low-range Mobile এ যদি আপনারা আকাশ কুশুম আশা করেন তাহলে আপনারা ভুল করবেন। বাজারে অনেক মোবাইল আছে। Walton Primo Gf4 এর সাথে আপনারা বাকি মোবাইল গুলো একটু তুলনা করেন। আশা করি ৬,১৯০ টাকার এই মোবাইলটি আপনাদের কাছে খারাপ লাগবে না। বাকিটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম।

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

আমাকে পেতে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশাল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ

 

7VLXuuR.gif

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস