কোড ব্রেকার (জানা থাকলে চালাক আর যে জানায় সে বড় বোকা)

আসসালামু আলাইকুম, ভাইয়েরা আমার যারা যারা এই মুহুর্তে আমার টিউন পড়ছেন তাদের হয়ে সালামের প্রতিউত্তরটা আমি নিলাম। টিউন শুরু করার পুর্বে সতর্কতামুলক কিছু কথা আমার লিখতে হচ্ছে, আশা করি বিশদ ও বিস্তারিত করে টিউনটা বিরক্তিকর করবো না।

আমরা টেকনো প্রেমিরা বড়াবড়ি নতুন কিছু জানতে আগ্রহি যা অন্যকে আশ্চর্যও বিমোগ্ধ করতে সক্ষম আর তা যদি হয় টেকনোলজি ও বিনামুল্যে ব্যবহারযোগ্য তাহলে সত্যিকার অর্থে আমাদের যথেষ্ট প্রয়োজনীয়তা মিটাতে সক্ষম। প্রযোক্তি ইন্টারনেট ও কোডিংয়ের বর্তমান যোগে আসলে অসম্ভব বলতে কিছু নেই। হা এটা টিক এন্টারনেটে ভালো কিছু পেতে হলে পয়সা খরচ করতে হয় তবু আমরা বুদ্বি খাটিয়েও অনেক ভালো ও মজার কাজ করতে পারি যদি না তা কারো খারাপ উদ্দ্যেশে ব্যবহার করি।আমার এই টিউনের উদ্দেশ্য আপনাদের এমন কিছু জানানো এবং নীয়মটা বলে দেওয়া যাতে ইন্টারনেটের সাধারন ভালো মনের ব্যবহারকারিরা দুর্ঘটনার শিকার না হন।তাই দয়া করে টিউনে বলে দেওয়া নীয়মগুলো সঠিকভাবে ব্যবহার করবেন আর নিজের কাছে বিশ্বস্ত থাকবেন।নিশ্চয় পুরো টিউন শেষ করার পর আপনী বিশ্বের যে কোন নাম্বারে আপনার কাঙ্খিত যেকোন নাম্বার দিয়ে টেক্সট ও কল করতে পারবেন।আমি এ ধরনের টিউন আগে পাই নি যদিও অনেক টিউনার এইসব পদ্বতির জন্য বিঙ্গাপনের মাধ্যমে বানিজ্যিক প্রসার করতে প্রলোভিত। হয়ত পদ্ধতি আপনার জানা থাকলেও শুধু মাত্র কৈাশলের জন্য আপনি যে কোন নাম্বার ব্যবহার করতে পারছেন না। আর টিউনার ভাইয়েরা আমার টিউনের সাথে কারো কপিরাইট মিলে গেলে আমি অবশ্যই এই টিউন রিমুভ করতে বাধ্য আপনারা কষ্ঠকরে টিউনমেন্টে কপিরাইট লিঙ্কটা শেয়ার দিবেন। তবে কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই এখানে প্রথমে আমি যে নীয়মটি বলবো তার প্রয়োগে আপনি সেলফোন(এন্ড্রয়েড ও আইওএস-অ্যাপল) ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে যে কোনএক্টিভ নাম্বারে ফ্রি কল দিতে পারবেন আপনার কাঙ্খিত নাম্বার ব্যবহার করে যেমন +৮৮০১৭১১১১১১১১ !

১   যেহেতু আমি বর্তমানে কোন ফোন ব্যবহার করছি না আর বক্সওক্সের সাইটে উইন্ডোজ১০ ও ম্যাকের জন্য আপডেট আসছে তাই আপাতত অ্যাপল ও এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে ষ্টোর ও অ্যাপল ষ্টোর থেকে VOXOXX ‍ ১৫/২০ এমবির সফটওয়্যারটি ডাউনলোড করেন।যে কোন ব্রউজার থেকে এর অফিসিয়াল লিঙ্কে যেতে এখানে ক্লিক করুন । এই অ্যাপ্সটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করার পর স্বাভাবিক নীয়মে রেজিষ্টার করে প্রয়োজনে ইমেইল ব্যবহার করে প্রায় প্রত্যেকটি রেজিষ্ট্রেসনের জন্য ১০০ ক্রেডিট যা দিয়ে প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি কথা বলা যায়।আপনি চাইলে ভিপিএন ইউজ করেও ভিন্ন দেশের আইপে দিয়ে একাদিক রেজিষ্ট্রেসনের মাধ্যমে ক্রেডিট বাড়িয়ে কল করতে পারবেন আর কাঙ্খিত নাম্বার কলার লিষ্ট করতে সেটিংয়ে দেখবেন আপনার নাম্বারটি আছে সেখানে ক্লিক করলে দেখবেন আপনি যে কোন নাম্বার দিয়ে যে কোন কাউকে কল দিতে পারছের আর হা আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার পরিচিত কাউকে নির্দিষ্ট আরেকজনের সাথেও সত্যি কার ভাবে ভক্সওক্সের কল কানেক্টিভ সুবিধা ব্যবহার করে সংযোগ করাতে পারেন। তহ আর দেরি কেন ভাইয়ের নাম্বার ব্যবহার করে ভাবিকে বা আব্বুর নাম্বার দিয়া ভাইয়াকে কল দেই সম্পুর্ন ফ্রি তে।

২ এখন যে অ্যাপসটির কথা বলবো তার নাম ডিঙ্গালিং 🙂 এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোন দেশে যে কোন লোকাল নাম্বার বা  সেলফোনে কল দিতে পারেন ফ্রি! অতিরিক্ত আইডি বানানোর ঝামেলাও নাই। অ্যাপ্সটি চাইলে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়েও ইউজ করতে পারেন। একটি আইডি দিয়ে ইউএসে ও কানাডাতে তে আনলিমিটেড ও ইউকে ও বাংলাদেশ সহ অন্যান্য দেশে ১৫০ মিনিট প্রায় কথা বলা যায় যা নির্দিষ্টআইডির ক্ষেত্রে একমাস অন্তর অন্তর নতুন করে আপডেট হয 🙂 বিস্তারিতের জন্য অ্যাপ্সটির বিভিন্ন দেশের কলরেট পড়ুন।অ্যাপ্সটি প্রতিনিয়ত আর ভালো সুবিধার জন্য সংস্কার করা হচ্ছে। আমেরিকা ও কানাডাতে ৩০ মিনিট পর ও অন্যান্য দেশের ক্ষেত্রে ১৫ মিনিট পর লাইন কাটে পরে আরেকবার কলব্যাক করলেই হল। এখানেও আপনি নিজের নাম্বার বা পছন্দের নাম্বার ব্যবহার করতে পারেন তবে সিমটি থাৎক্ষনাত আপনার পাশে থাকতে হবে নাম্বার পরিবর্তনের পিনএর জন্য যা আমাদের ভক্সওক্সেএক বিশাল প্রাপ্তিআবার বলছি ভক্সওক্সে নাম্বার পরিবর্তনের জন্য নাম্বার প্রয়োজন হয় না। যাই হোক ডিঙ্গালিঙ্গের অফিসিয়াল সাইট ব্রাউজ করতে এখানে ক্লিক করুন । এই ক্ষেত্রেওআপনি চাইলে ভিপিএন ব্যবহার করে দু তিনটি আইডি বানিয়ে পুরো মাস ফ্রি কল করতে পারেন মাস শেষে তো আবার আইডিগুলা নতুনভাবে রেন্যু হয়ে মিনিট এড হচ্ছে।

৩ এখন যে এপসটার সাথে পরিচয় হবো তা আসলেই কাজের কাজি যেটা অনেকেই ব্যবহার করছেন তার সহজ রেজিষ্ট্রেসন পক্রিয়ার জন্য এই অ্যাপসটা এত দ্রুত ও সহজ যে আপনি চাইলে ইচ্ছামত যে কোন নাম আইডি দিয়ে একাউন্ট খোলে দরকারি আলাপ যে কোন বিশেষ প্রয়োজনে সারতে পারেন।অ্যপসটির নাম টেক্সট মি যার অফিসিয়াল ব্রাউজিং লিষ্ঠ দিয়ে দিচ্ছি এখানে ।তিনটি জনপ্রিয় প্লাটফর্মেই এই অ্যাপসটি রান করে।রেজিষ্ঠ্রেষনের সময় যে কোন নাম আইডি দিয়েন শুধুমাত্র ডোমেইন নাম যেমন ets@yahoo, gmail, Hotmail.com ব্যবহার করবেন।আবার ক্রেডিট আনার সময় লগ অফ না করে সরাসরি সেটিং থেকে একাউন্টটি ডিলিট দিয়েন, লগ অফ করলেও সমস্যা নাই কেন শুধু শুধু হাবিজাবি তথ্য দিয়ে সার্ভারের উপাত্ত বৃদ্ধি করবেন।আপনি চাইলে যে কোন নাম্বারে টেক্সটও করতে পারেন।এই অ্যাপসটা সাময়িক সময়ের জন্য যেখানে ডিঙ্গালিঙ ব্যবহার হয় পারিবারিক দীর্ঘসময় কথা বলতে। বিশেষ ওই মুহুর্তে আপনার একটি স্মার্ট ফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

সম্মানিত পাঠকরা টিউনের এই অংশে আমি আপনাদের একটি টিপস দিই যদিও উপরের সফটওয়্যার গুলো দিয়ে এসএমএস দেওয়া যায় কিন্তু নির্দিষ্ট কোন নাম্বার বা নাম দিয়ে নয় যেমন ২৯৯৯ ২৮৮৮ গ্রামিনফোন বা ফ্লেক্সিলোড !!!!!

 এ জন্য গুগলকে ব্যবহার করেন 🙂 কি ওয়ার্ড দিলাম   BULK SMS 😛

(সফটওয়ারগুলো ব্যবহার করতে শুধুমাত্র ইন্টারনেট প্রয়োজন যা ফোনের অন্যপাশের রিসিভারের জন্য নিস্প্রয়োজন)

যদিও অনেক সংক্ষিপ্তভাবে শেষ করছি কোন সমস্যা হলে অবশ্যই টিউনমেন্টে নক করবেন। ভালো থাকেন সবাই।

সময় থাকলে সামুতে এই ব্লগটি পড়তে পারেন আশা করি ভালো লাগবে।

 

Level 0

আমি কালনী নদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaireeeeeee…….. second system kaj kore nah….. deken tarpor delete koren

    dingaling সমস্যা করার কথা না ভাই হয়তো সার্ভার সমস্যা এপসটা রাখেন কাজে আসবে আর সেল ফোনে এ্সএমএসের মাধ্যমে পিন না আসলে আরেকটি পথ ব্যবহার করুন দেখবেন কল দিয়ে ওরা কোড দিবে 🙂 আর সমস্যা হলে জানাবেন ভাই ।

Level New

apnar text gulo porte somossa hosse. Valo kore likhle ki hoto?

    দুঃখিত ভাই আমি টিউনের সিস্টেমটা বুজার জন্য বিভিন্ন ফন্ট ব্যবহার করেছি যা আসলেই দঃখজনক তোরপরেও ভাই আপনি কষ্ঠ করে পড়ছেন আপনার অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । টিউনটা আমি অবশ্যই আপডেট করে নেব 🙂

বাহ অনেকেই টিউনটা দেখছেন শেয়ার ও প্রিয়তেও রাখছেন সত্যি আমি কৃতঙ্গ ও অনুপ্রানিত 🙂 আজকে রাত আরেকটি টিউন করবো কিভাবে ফ্রি তে নিজের জন্য খোভ সহজে অ্যাপল আইডি বানাতে হয়।যদি এ নিয়ে আগে টিউন হয়ে থাকে আমাকে জানাবেন বিষয়টা যেহেতু অনেক কমন তাই সিনিয়র ভাইয়েরা আগেও টিউন করতে পারেন। ভালো থাকেন সবাই 🙂

dingaling ডাউনলোডে সমস্যা হচ্ছে। প্লিজ মিডিয়াফায়ারে আপলোড দেন।

    ভাইয়া আপনি অ্যাপল এন্ড্রয়েড না উইন্ডোজের জন্য চাচ্ছেন।আমি এখনও মিডিয়া ফায়ার ব্যবহার করিনি তবে প্রয়োজনে শিখে অবশ্যই আপলোড দেবো।একটি কথা ডিঙ্গালিং প্রায়ই আপডেট হয় বিশেষ করে নতুন নতুন দেশকে ওদের সেবায় অন্তর্ভুক্ত করতে আর নতুন সংস্করনগুলোর ফিচার কতটা মুগ্ধকর যখন ব্যবহার করবেন আপনারা নিজেরাই অনুদাবন করবেন। ভাইয়া আপনার সমস্যার সমাধান না হলে অবশ্যই নক করবেন আপাতত কিছুটা সময় পরে দেখেন যদি পেয়ে যান ।