টেকটিউনস চালু হওয়ার পর থেকে আমার প্রযুক্তি মনটা ব্লগাতে দারুন একটা প্ল্যাটফরম খুঁজে পেয়েছি। টেকটিউনসকে ভাল লাগার প্রথম কারণ হচ্ছে এর লেআউট আর ডিজাইন বাংলাদেশের আর দশটা সাইটের মত হিজিবিজি, ননস্ট্রাকচার্ড আর আনপ্রোফেশনাল নয় বরং টেকটিউনসের ডিজাইনটা দারুন পরিচ্ছন্ন আর ফ্রেস। যা আমাকে সত্যিই প্রেরণা যোগায়। তার উপর টেকটিউনসে রয়েছে ইউনিকোড ব্লগ লেখার সকল সুবিধা।
আমাকে প্রায়ই বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে একসেস করতে হয়। আর টেকটিউনসের সুবিধা হচ্ছে কমম্পিউটারে কোন প্রকার ইউনিকোড সেটিংস না থাকলেও যে কোন জায়গা থেকে ইন্টারনেট এক্সপ্লোরারের যেকোন ভার্সন (অবশ্যই ৬ উপরে) ব্যবহার করে টেকটিউনসে বাংলা লেখা গুলো যেমন একদম ঝকঝকে তকতকে দেখতে পারি ঠিক তেমনি অনায়েসে ব্লগ লেখতে ও মন্তব্য করতে পারি। আর আমার মত যারা IE ছাড়া অন্য ব্রাউজারের ফ্যান ( আমি ফায়ারফক্সের ) তাদের জন্য ইউনিকোড সেটিংস সবচেয়ে সহজ, দ্রুত করার জন্য টেকটিউনস যে Icomplex Bangla টুলটি তৈরি করেছে তা সত্যিই প্রসংশার দাবি রাখে। এই টুলটি ইন্সটল করলে ইউনিকোড ভিত্তিক সকল সাইটের লেখা সহ পুরো সিস্টেমের বাংলা একদম ঝকঝকে তকতকে পড়া যায়। দারুন স্মার্ট, গ্রেইট। তবে আমি সবাইকে সোলাইমানলিপির নতুন ভার্সন টি ডাউনলোড করে ফন্ট ফোল্ডারে ইন্সটল করার পরামর্শ দিচ্ছি। কারণ এটি ইন্সটল করার পর টেকটিউনসের লেখা গুলো আরও দারুন লাগে। এর জন্য একুশেকে ধন্যবাদ।
টেকটিউনস মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পর সত্যিই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাংলা ভাষায় এরকম একটি প্ল্যাটফরম তৈরি করার জন্য টেকটিউনস টিমকে অনেক অনেক ধন্যবাদ।
আমি প্রযুক্তিবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও ভালো লাগার প্রথম কারন হলো ঝকঝকে তকতকে বাংলা, সুন্দর লে আউট এবং আপনার মত গ্রেট ব্লগারদের পোষ্ট !