টেকটিউনসের কিছু মানসন্মত টিউন যদি মিস করে থাকেন তবে দেখুন আপনার কাজেও লাগতে পারে + টেকটিউনস সম্পর্কে কিছু অভিযোগ

হ্যালো টেকটিউনস ফলোয়ার,  বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় আপনাকে স্বাগতম ৷ আশাকরি সবাই ভালো আছেন ৷

 

টেকটিউনসে প্রতিদিন অনেক টিউনার তাদের জ্ঞানের ঝুলি থেকে নতুন নতুন টিউন নিয়ে আসেন (অবশ্য কপি  পেষ্ট  এবং স্পাম টিউন নিয়েও অনেকে আসেন)  😛

অনেকে নিজের টিউনকে মেগা, গিগা, টেরা টিউন বলে অভিহিত করেন ৷ আজ আপনাদের টেকটিউনসের কিছু ভালো টিউনের তথ্য দিব  (যদিও অনেক টিউন আছে,  সব নিয়ে বলতে গেলে আমি শেষ  😛 )

টিউন গুলো আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে ৷ টিউন গুলো পড়ে আপনারাই বইলেন কোন ক্যাটাগরিতে  দিবেন  (মেগা, গিগা, টেরা)

 

অনলাইন জিডি নিয়ে  আশরাফুল ইসলাম ভাই একটা টিউন করেছেন দেখুনতো কাজে লাগলেও লাগতে পারে

 

আপনি কি জিডি করা নিয়ে সম্যাসায় আছেন ? আর চিন্তা নাই এবার থেকে জিডি করুন অনলাইনে।

 

 

টরেন্ট নিয়ে দিহান ভাই আরো ৪ বছর আগে দুটো টিউন করেছিলেন ৷ টরেন্ট নিয়ে আমার দেখা সবচেয়ে ভালো টিউন

 

টরেন্ট ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান [আপডেটেড মেগাটিউন]

 

সত্যিকার অর্থেই টরেন্টের স্পিড বাড়ান নতুন ট্র্যাকার এড করে (টরেন্ট নিয়ে সিরিজ টিউন-২) !

 

যোবায়ের আহমদ শাকিল:   খুব বেশি দিন হয়নি টেকটিউনসে লেখেন ৷ কিন্তু অতি অল্প সময়েই তিনি তাঁর জাত চিনিয়েছেন নিজের লেখনীর মাধ্যমে ৷ তাঁর লেখা কয়েকটা টিউন দেখুন

হুমায়ুন আহমেদ পরিচিতি + হিমু সিরিজ + মিসির আলী সিরিজ + হুমায়ুন আহমদের অন্যান্য ২০৭ টি বই একসাথে অথবা আলাদা আলাদা ভাবে ডাউনলোড করুন (মেগা টিউন)

 

 

ড. মুহম্মদ জাফর ইকবালের সম্পূর্ণ পরিচয় এবং এ পর্যন্ত তার প্রকাশিত প্রায় সকল বইয়ের ডাউনলোড লিংক (মেগা টিউন)

 

 

জরুরী কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারছেন না? এদিকে আসুন এবং শিখে নিন যেকোনো ওয়েবসাইট এক্সেস করার ৯টি উপায়।

 

একজন পিসি ব্যবহারকারী সাধারণ যে ১০টি ভুল করে থাকে এবং তার প্রতিকার (মেগা টিউন)

 

সানিম মাহবীর ফাহাদ:  খুবই মেধাবী একজন টিউনার ৷ যারা তাঁর টিউন পড়বে তাঁরা তাঁর ফ্যান হতে বাধ্য ৷ কারন তাঁর মাঝে রয়েছে লেখনীর যাদু  এবং অসম্ভব সহজ ভাবে বোঝানোর ক্ষমতা  ( তিনি  উপন্যাস লিখলেও মন্দ হতো না  😛 )   ৷ তাঁর কয়েকটা টিউন দেখুন

আপনি কি জানেন সিম্বোলিক লিংক বা সিমলিংক কী? কম্পিউটার ব্যবহারে একজন সত্যিকারের এক্সপার্ট হতে চাইলে আপনাকে এটা জানতেই হবে!! [আপডেটেড]

 

 

 

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স এবং কপি.কম সহ যেকোন কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করুন! না দেখলে ‘সহজ’ কথাটির সংজ্ঞা আপনার কাছে অজানা থাকবে সারা জীবন!!

 

 

আপনি কি জানেন ম্যালওয়্যার – ভাইরাস, স্প্যাইওয়্যার, এডওয়্যার, ট্রোজান এবং ওয়ার্ম কী? আলাদা আলাদা ভাবে এগুলো কীভাবে কাজ করে এবং কী ধরনের ক্ষতি করে? অনলাইনে নিজেকে নিরাপদ রাখতে আপনাকে এসব জানতেই হবে!!

 

 

 

উইন্ডোজ হোস্ট ফাইল বৃত্তান্ত – সবার অন্তরালে উইন্ডোজ হোস্ট ফাইল ব্যবহার করে নিয়ন্ত্রন করুন অনাকাঙ্খিত ওয়েব সাইট ভিজিটিং সহ আপনার পিসির নির্দিষ্ট ওয়েব সাইটে ইন্টারনেট অ্যাক্সেস।

 

 

 

আইটি সরদার:  একজন মেধাবী টিউনার ৷ তিনি অনেক টিউনই আমাদের উপহার দিয়েছেন ৷ ক্যারিয়ার নিয়ে তাঁর লেখা গুলো খুব সুন্দর ৷ তাঁর কয়েকটা টিউন দেখুন

যে সাবজেক্টে বা যে ইউনিভার্সিটিতে পড়লে আপনার স্বপ্ন পূরণে কোন বাধা থাকবে না!!

 

ঝকঝকে তকতকে প্রিন্টের নিত্য নতুন মুভি প্রতিনিয়ত দেখতে চান? যখনি ইচ্ছা তখনি আপনার কালেকশনে নিয়ে নিন Yify থেকে!! মুভি ফ্রিকদের জন্য মেগা টিউন!!!

 

হাসান যোবায়ের:  অনেকদিন হলো তাঁর টিউন আমরা পাই না ৷ তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা ৷তাঁর লেখা একটি টিউন দেখুন

ব্রডব্যান্ড নেট হ্যাক করুন আর হয়ে যান Mbps পতি! (শুধুমাত্র সাহসীদের জন্য)

 

প্রবাসী:  টেকটিউনসের অনেক পরিচিত মুখ ৷ সফ্টওয়ার সম্পর্কে তাঁর ধারনা অনেক ৷ ( তাঁর আইডির নাম প্রবাসী না হয়ে সফ্টওয়্যার গুরু হলেই ভালো হতো 😛 )  তাঁর একটা টিউন দেখুন কাজে লাগতে পারে ৷

প্রবাসী”র নববর্ষের শুভেচ্ছা সবার জন্য! ২০১৫ ছাড়া কোন কথা নেই! যা দিলাম সব লেটেস্ট!

 

অসীম কুমার পাল:  টেকটিউনস টিচার ৷ তাঁর চেইন টিউন গুলো সত্যিই খুব কাজের এবং মানসন্মত ৷ তাঁর একটি চেইন টিউন দেখুন

 

 

ওয়ার্ডপ্রেস ওস্তাদ [পর্ব-০১] :: HTML টেমপ্লেট কে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তরের জন্য প্রাথমিক করণীয়

 

অনক হাজরা:  তিনি তাঁর প্রথম টিউনেই তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন ৷ দেখুন

বানিয়ে ফেলুন মাল্টিবুট পেন ড্রাইভ আর হয়ে যান কম্পিউটার এর বস। (মেগা টিউন+ ভিডিও)

 

টেকটিউনস সম্পর্কে কয়েকটি অভিযোগ:

1.টেকটিউনসের আইন আছে কিন্তু বাস্তবে প্রয়োগ টা ইদানিং কম দেখা যাচ্ছে ৷ এর ফলে অনেক মানহীন টিউন আমরা দেখতে পাই ৷ যেমন কয়েকদিন আগে একটা টিউন দেখলাম  ফ্রী ডোমেইন নেয়ার টিউন করল আর লিংক দিল ফানি ভিডিওর ৷

 

2.একটা টিউন থেকে ব্যাকে আসলেই অটো রিফ্রেশ নেয় যা খুবই বিরক্তিকর ৷ যার লাগবে সে ম্যানুয়ালি রিফ্রেশ দিয়ে নিতে পারে ৷ এতে করে কম স্পীডের নেট যারা ব্যবহার করে তাঁরা উপকৃত হবে ৷

 

3.টিউমেন্টের কতৃত্ব পুরোপুরি টিউনারকে দেয়ায় টিউমেন্টে এড্স বেড়েছে ৷ তাছাড়া কোনকোন টিউনে ক্ষতিকর কিছু পেলে কেউ যদি প্রতিবাদ করে বা ভিজিটরদের কে সতর্ক করে দেয় টিউনার সহজেই সেগুলো ডিলিট করে দিতে পারে ৷ এতে অনেকের ক্ষতি হয় ৷

 

4.টিউন করার সময় নির্দিষ্ট পরিমান ওয়ার্ড  থাকার কারনে অনেকে ছোট বিষয়বস্তুর টিউনে  একই কথা বারবার লিখে যা খুবই বিরক্তিকর ৷ টিউনার না পেরেই এডটা করতে বাধ্য হয় ৷

 

 

টিউনারদের প্রতি কিছু অভিযোগ:

 

1.অনেক টিউনার আছেন যারা সফ্টওয়্যারের গুনগান গাইতে গাইতে গলা শুকাইয়া ফেলেন (এই সফ্টওয়ার আপনার পিসিতে ইন্সটল থাকলে ২ দিনের ভিতর আপনি বড়লোক হয়ে যাবেন, এই সফ্টওয়ার মোবাইলে থাকলে নিশ্চত এ +, এই সফ্টওয়ার ইন্সটল থাকলে বাত ব্যাথা সব ভালো হয়ে যাবে  ইত্যাদি  😉  😛 ) মাগার সফ্টওয়ারের নাম উল্লেখ করেন না ৷ দেখা গেলো সফ্টওয়ারটি নামাইয়া দেখার পর টিউনারের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হয় ৷

 

2.অনেকে এমন কিছু ওয়েব সাইটে ফাইল শেয়ার করেন যেখান থেকে ফাইল নামাইতে গেলে রিতিমত যুদ্ধ করতে হয় ৷  যেমন এনা ফাইল ৷ আবার অনেক সাইট রিজুম সাপোর্ট করে না ৷ মিডিয়া ফায়ার ভালো কিন্তু ওরা ফাইল ডিলিট করে দেয় কিছু দিন পর সেক্ষেত্রে টিউনারের কষ্টটা বৃথা যায় ৷ আবার অনেকে adbypass এর লিংক দেয় যা বিরক্তিকর ৷

 

3.অনেকে ভিডিও টিউন করেন কিন্তু সবাই ঐ ভিডিও হয়তো দেখতে পারেন না অনেক কারনে ৷যেমন লিমিটেড নেট,  স্পীড স্বল্পতা ইত্যাদি ৷ যদি ভিডিওর পাশাপাশি টিউনটা লেখা থাকে তাহলে পুরোপুরি না হোক কিছুটাতো উপকৃত হবে??

 

4.অনেকে টিউনে প্রয়োজনীয় স্ন্যাপশুট ব্যবহার করেন না ফলে ভালো একটা টিউনও মানহীন হয়ে যায় ৷

 

টিউমেন্টকারীদের প্রতি কিছু অভিযোগ:

 

1.কেউ যদি একটা বিষয়ে টিউন করল  এবং এর আগেও যদি এই বিষয়ে টিউন কেউ করে থাকে  বা ব্যাপারটা যদি পাঠক আগেই জেনে থাকে তখন টিউমেন্টে লেখককে বাজে কথা বলা হয়  যা রিতিমত অন্যায় ৷

 

2.টিউমেন্টে অনেকে স্পাম করেন যা মোটেও কাম্য নয় ৷

 

আরে ভাই এই টেকটিউনস আমাদের সকলের ৷ আসুন মানসম্মত ভাবে টেকটিউনসকে চলতে সাহায্য করি  যাতে  প্রবাসী, হোসাইন ভাইয়ের মত আর কোন টিউনাররা হারিয়ে না যায় ৷ টিউনাররা টাকার জন্য টিউন করে না শুধুমাত্র অন্যের উপকারের জন্য টিউন করে তাই তাদেরকে সাপোর্ট দেয়া আমাদের দায়িত্ব ৷ একটা টিউন করা যে কত কষ্টের তা আজ হাড়ে হাড়ে টের পেলাম 😉 😛  ৷

 

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ৷

Level 0

আমি আকরামুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন করেছেন। শেষের কথাগুলো খুব ভালো লাগলো। আশা করি সব সময় টেকটিউনসের পাশে থেকে আমাদের প্রযুক্তির সুরে মাতিয়ে রাখবেন।

    ধন্যবাদ সানিম ভাই আপনাদের মত কয়েকজন টিউনারের জন্য টিটি এখনও বেঁচে আছে ৷ আশাকরি আমাদের কেও প্রযুক্তির সুরে মাতিয়ে রাখবেন

আকরামুল হাসান ভাই, সত্যি খুব ভালো টিউন করেছেন।
শেষের কথাগুলো অকপট সত্যকথা বলছেন।
ভালো থাকবেন,ভালো রাখবেন,
আর প্রবেলম হলে টেকটিউন তো আছেই।।

Level 2

এই রকম একটা টিউনের অপেক্ষায় ছিলাম এতদিন। যেন আমার মনের কথাগুলো আপনার টিউনের মাধ্যমে ফুটে উঠেছে।

    আসলে সবাই যার যার যায়গা থেকে তাঁর দায়িত্ব টুকু পালন করলেই এটা সুন্দর একটা প্লাটফর্মে পরিনত হবে

টিটি’র বেশ কিছু দূর্বলতা তুলে ধরেছেন। এগুলোর প্রতি মডুরা খেয়াল করবেন বলে আশা করছি। টিটি আমাদের অনেক কিছুই দিয়েছে, তাই আমরা স্প্যামার মুক্ত টিটি চাই। সুন্দর টিউন করেছেন, ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর একটা টিউন করেছেন।

Level New

একটা সময় ছিলো যখন ঘুম থেকে উঠেই আগে টেকটিউন্স এর টিউন চেক করতাম । টেকটিউন এখন হয়ে গেছে স্প্যাম টিউনস । সাইটের “হট টিউনস” লিস্টে বেশ কয়েকটা স্প্যাম টিউন সুন্দর শোভা পাচ্ছে । এখন প্রযুক্তি এর খবরের জন্য engadget, techcrunch সাইট গুলো রেগুলার ভিসিট করি ।

    তারপরেও ভাই এই প্লাটফরম টা আমাদের বাংলা ভাষায় লেখা ৷ মাথা ব্যাথা হলে তো আর মাথা কেটে ফেলা যায় না ৷ আমার আপনার প্রচেষ্টায় আবারও টিটি তাঁর স্বরূপে ফিরবে ৷ টিটির সাথেই থাকবেন আশাকরি