টেকটিউনসে প্রতিদিন অনেক টিউনার তাদের জ্ঞানের ঝুলি থেকে নতুন নতুন টিউন নিয়ে আসেন (অবশ্য কপি পেষ্ট এবং স্পাম টিউন নিয়েও অনেকে আসেন) 😛
অনেকে নিজের টিউনকে মেগা, গিগা, টেরা টিউন বলে অভিহিত করেন ৷ আজ আপনাদের টেকটিউনসের কিছু ভালো টিউনের তথ্য দিব (যদিও অনেক টিউন আছে, সব নিয়ে বলতে গেলে আমি শেষ 😛 )
টিউন গুলো আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে ৷ টিউন গুলো পড়ে আপনারাই বইলেন কোন ক্যাটাগরিতে দিবেন (মেগা, গিগা, টেরা)
আপনি কি জিডি করা নিয়ে সম্যাসায় আছেন ? আর চিন্তা নাই এবার থেকে জিডি করুন অনলাইনে।
টরেন্ট ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান [আপডেটেড মেগাটিউন]
সত্যিকার অর্থেই টরেন্টের স্পিড বাড়ান নতুন ট্র্যাকার এড করে (টরেন্ট নিয়ে সিরিজ টিউন-২) !
একজন পিসি ব্যবহারকারী সাধারণ যে ১০টি ভুল করে থাকে এবং তার প্রতিকার (মেগা টিউন)
যে সাবজেক্টে বা যে ইউনিভার্সিটিতে পড়লে আপনার স্বপ্ন পূরণে কোন বাধা থাকবে না!!
ব্রডব্যান্ড নেট হ্যাক করুন আর হয়ে যান Mbps পতি! (শুধুমাত্র সাহসীদের জন্য)
প্রবাসী”র নববর্ষের শুভেচ্ছা সবার জন্য! ২০১৫ ছাড়া কোন কথা নেই! যা দিলাম সব লেটেস্ট!
ওয়ার্ডপ্রেস ওস্তাদ [পর্ব-০১] :: HTML টেমপ্লেট কে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তরের জন্য প্রাথমিক করণীয়
বানিয়ে ফেলুন মাল্টিবুট পেন ড্রাইভ আর হয়ে যান কম্পিউটার এর বস। (মেগা টিউন+ ভিডিও)
1.টেকটিউনসের আইন আছে কিন্তু বাস্তবে প্রয়োগ টা ইদানিং কম দেখা যাচ্ছে ৷ এর ফলে অনেক মানহীন টিউন আমরা দেখতে পাই ৷ যেমন কয়েকদিন আগে একটা টিউন দেখলাম ফ্রী ডোমেইন নেয়ার টিউন করল আর লিংক দিল ফানি ভিডিওর ৷
2.একটা টিউন থেকে ব্যাকে আসলেই অটো রিফ্রেশ নেয় যা খুবই বিরক্তিকর ৷ যার লাগবে সে ম্যানুয়ালি রিফ্রেশ দিয়ে নিতে পারে ৷ এতে করে কম স্পীডের নেট যারা ব্যবহার করে তাঁরা উপকৃত হবে ৷
3.টিউমেন্টের কতৃত্ব পুরোপুরি টিউনারকে দেয়ায় টিউমেন্টে এড্স বেড়েছে ৷ তাছাড়া কোনকোন টিউনে ক্ষতিকর কিছু পেলে কেউ যদি প্রতিবাদ করে বা ভিজিটরদের কে সতর্ক করে দেয় টিউনার সহজেই সেগুলো ডিলিট করে দিতে পারে ৷ এতে অনেকের ক্ষতি হয় ৷
4.টিউন করার সময় নির্দিষ্ট পরিমান ওয়ার্ড থাকার কারনে অনেকে ছোট বিষয়বস্তুর টিউনে একই কথা বারবার লিখে যা খুবই বিরক্তিকর ৷ টিউনার না পেরেই এডটা করতে বাধ্য হয় ৷
1.অনেক টিউনার আছেন যারা সফ্টওয়্যারের গুনগান গাইতে গাইতে গলা শুকাইয়া ফেলেন (এই সফ্টওয়ার আপনার পিসিতে ইন্সটল থাকলে ২ দিনের ভিতর আপনি বড়লোক হয়ে যাবেন, এই সফ্টওয়ার মোবাইলে থাকলে নিশ্চত এ +, এই সফ্টওয়ার ইন্সটল থাকলে বাত ব্যাথা সব ভালো হয়ে যাবে ইত্যাদি 😉 😛 ) মাগার সফ্টওয়ারের নাম উল্লেখ করেন না ৷ দেখা গেলো সফ্টওয়ারটি নামাইয়া দেখার পর টিউনারের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হয় ৷
2.অনেকে এমন কিছু ওয়েব সাইটে ফাইল শেয়ার করেন যেখান থেকে ফাইল নামাইতে গেলে রিতিমত যুদ্ধ করতে হয় ৷ যেমন এনা ফাইল ৷ আবার অনেক সাইট রিজুম সাপোর্ট করে না ৷ মিডিয়া ফায়ার ভালো কিন্তু ওরা ফাইল ডিলিট করে দেয় কিছু দিন পর সেক্ষেত্রে টিউনারের কষ্টটা বৃথা যায় ৷ আবার অনেকে adbypass এর লিংক দেয় যা বিরক্তিকর ৷
3.অনেকে ভিডিও টিউন করেন কিন্তু সবাই ঐ ভিডিও হয়তো দেখতে পারেন না অনেক কারনে ৷যেমন লিমিটেড নেট, স্পীড স্বল্পতা ইত্যাদি ৷ যদি ভিডিওর পাশাপাশি টিউনটা লেখা থাকে তাহলে পুরোপুরি না হোক কিছুটাতো উপকৃত হবে??
4.অনেকে টিউনে প্রয়োজনীয় স্ন্যাপশুট ব্যবহার করেন না ফলে ভালো একটা টিউনও মানহীন হয়ে যায় ৷
1.কেউ যদি একটা বিষয়ে টিউন করল এবং এর আগেও যদি এই বিষয়ে টিউন কেউ করে থাকে বা ব্যাপারটা যদি পাঠক আগেই জেনে থাকে তখন টিউমেন্টে লেখককে বাজে কথা বলা হয় যা রিতিমত অন্যায় ৷
2.টিউমেন্টে অনেকে স্পাম করেন যা মোটেও কাম্য নয় ৷
আরে ভাই এই টেকটিউনস আমাদের সকলের ৷ আসুন মানসম্মত ভাবে টেকটিউনসকে চলতে সাহায্য করি যাতে প্রবাসী, হোসাইন ভাইয়ের মত আর কোন টিউনাররা হারিয়ে না যায় ৷ টিউনাররা টাকার জন্য টিউন করে না শুধুমাত্র অন্যের উপকারের জন্য টিউন করে তাই তাদেরকে সাপোর্ট দেয়া আমাদের দায়িত্ব ৷ একটা টিউন করা যে কত কষ্টের তা আজ হাড়ে হাড়ে টের পেলাম 😉 😛 ৷
আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ৷
আমি আকরামুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন করেছেন। শেষের কথাগুলো খুব ভালো লাগলো। আশা করি সব সময় টেকটিউনসের পাশে থেকে আমাদের প্রযুক্তির সুরে মাতিয়ে রাখবেন।