এলো এডসেন্সের নতুন বিকল্প AdIndigo

এডসেন্সের বিকল্প হিসেবে বেশ কিছু সার্ভিস প্রচলিত আছে যেমন: Bidvertiser, Clicksor, Adbrite ইত্যাদি । এই লিস্টে নতুনযুক্ত হল AdIndigo । ভারতীয় ১৫ বছরের ব্লগারের মস্তিস্কপ্রসূত এই নেটওয়ার্ক ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে ।

প্রচলিত এড নেটওয়ার্কগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই এই সার্ভিসের যাত্রা শুরু । ব্লগারদের জন্য দরকারী প্রায় সব ফিচারই আছে এতে । আছে চেক বা পেপ্যাল মারফত টাকা তোলার নিশ্চয়তা । এছাড়া সবচেয়ে ভাল জিনিষটি হল মিনিমাম ৬ সেন্টস পার ক্লিক । এফলিয়েট লিংক দিয়েও আয় করা যাবে । যারা এডসেন্স নিয়ে সন্তুষ্ট নয়, একবার চেষ্টাতো করতেই পারেন, তাই না ?

এক নজরে বিশেষ ফিচারসমূহ:

  • হরেক সাইজের এড ইউনিট সুবিধা
  • এফলিয়েট আয়ের ব্যবস্থা
  • মোবাইল সাপোর্টেড এডস
  • চেক/পেপ্যাল পেমেন্ট
  • কন্টেন্ট টার্গেটেড এডস , ইত্যাদি ।

AdIndigo-তে যেতে এখানে গুতো দিন (ভয় পাবেন না এটি এফলিয়েট লিংক নয় 😉 )।

পূর্ব প্রকাশ @ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! ভালোতো, ধন্যবাদ শেয়ার করার জন্য, দেখি ট্রায় করে কেমন। বিস্তারিত লিখলে ভালো হত, তবে সমস্যা নেই।

Level 0

আমার মনে হয় এডসেন্স এর ধারের কাছেও এ সাইটটি যেতে পারবে না। আর সাইটি তো ঠিক মতো লোডই হয় না.
===============================================

আরও বিস্তারিত আশা করেছিলাম । তার পরেও ধন্যবাদ নতূনত্যের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ।

    এটা টিউটোরিয়ালমূলক নয়, রিভিউ টিউন । তাই অন্য কিছু লেখা হয় নাই । তবে একটা বিষয়, ইংরেজী বাদে অন্য সাইটের জন্য এপলাই করলে একাউন্ট পাওয়া যাবে না ।

    ধন্যবাদ