সেলফি তুলুন পিছনের ক্যামেরার সাহায্যে আরও নিথুত ভাবে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজকে যে বিষয়টি আপনাদের সামনে হাজির হলাম তা হল সেলফি।

অনেকেই সেলফি পছন্দ করেন আবার অনেকেই না।আপনার ভাল লাগুক আর না লাগুক সেলফি এখন আধুনিক জীবন যাত্রার অংশ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার নিউসফিড থেকে শুরু করে মেরিয়ম ওয়েবস্টার ডিকশনারীতেও খুজে পাওয়া যায় সেলফি শব্দটি। আসুন কথা না বেশী না বলে জেনে নেওয়া যাক সেলফির অসাধারণ একটি অ্যাপস সম্পর্কে।

সেলফি তোলা অনেকের কাছেই ঝামেলা মনে হয়। তাও যদি হয় ব্যক ক্যামেরা দিয়ে তোলা সেলফি। ব্যাক ক্যামেরা দিয়ে তোলা সেলফির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় হয়ত একটু ডানে সরে গেছেন বা বামে। অনেক সময় মনে হয় আর একটু কাছে আসলে মনে হয় ভাল হত। একটু চিন্তা করে দেখুন তো, এমন কোন অ্যপস যদি পাওয়া যেত যা আপনাকে নির্দেশনা দিবে যেমন বলে উঠবে আর একটু ডানে সরে যান, বা একটু বামে কিংবা একটু কাছে আসুন। আসলেই বিষয়টি চমৎকার হত। তাই নয় কি ??

এই ধরনের অসাধারণ একটি অ্যাপস হচ্ছে স্মার্ট সেলফি। যা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। আপনি হয়ত বাম দিকে হেলে পড়েছেন রোকটিক গলায় এই অ্যাপসটি বলে উঠবে একটু ডানে, কিংবা বলে উঠবে “be closer”।

আসুন জেনে নেই স্মার্ট সেলফির অনন্য ফিচারগুলো সম্পর্কে

ক. এই অ্যাপসটি মুলত পিছনের ক্যামেরার জন্য। খুব সাধারণ একটি ব্যাপার হচ্ছে আমাদের মোবাইলগুলোতে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরার চেয়ে দুর্বল হয়।

খ. স্ক্রিনের নিদির্ষ্ট কোন জায়গায় চাপ দিতে হবে না। যেকোন জায়গায় টাচ করলেই আপনার ছবি উঠে যাবে।

গ. আপনি চাইলে আপনার ফেইসটি নিদির্ষ্ট জায়গায় সেট করতে পারবেন।

ঘ. রোবোটিক ভয়েস এ আপনাকে সেলফি তোলার জন্য নির্দেশনা দিবে। যা আপনার সঠিক সেলফি তুলতে সহয়তা করবে। আরও অসংখ্য ফিচার এই অ্যাপসটিকে অনন্য করে তুলেছে

সেলফির জন্য আরও অসংখ্য অ্যাপস আছে। সেলফির জন্য সেরা ৫ টি অ্যাপস সম্পর্কে জানতে দেখুন :

সেলফির সেরা ৫ টি অ্যাপস

smart selfie Apps ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটি এপ। সব এন্ডয়েডে সাপোর্ট করবে কি?
বা রুট করা লাগবে কিনা তা বলে দিলে ভাল হত।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

রুট করা লাগবে না । অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩ এর উপরের সবগুলো তে সাপোর্ট করবে ।

songgrohe rakahlam, dekhi kemon lage