ফাইল ব্যাকআপ নেয়ার কিছু ফ্রী সফটওয়্যার

ভাইরাস বা হার্ডডিস্ক বা operating system crash এর ফলে আমাদের গুরুত্বপূর্ন ফাইল কে বাচানোর জন্য ফাইল ব্যাকআপ নেয়া এখন গুরুত্বপূর্ন একটি বিষয়। আর এই ফাইল ব্যাকআপ আমরা অধিকাংশ সময় manual ভাবে নিয়ে থাকি যা প্রতিদিন আমাদের অনেক সময় নস্ট করে। তাই আমি কিছু Windows OS এর জন্য ফ্রী Backup Software এর সম্পর্কে বলছি যেগুলির পারফরম্যান্স খুবই ভাল এবং এগুলো দিয়ে সহজেই প্রতিদিন, সপ্তাহে বা মাসে ফাইল Backup নেয়া যায় এবং অল্প কিছু কনফিগারেশনের মাধ্যমে external storage device বা network storage এ ফাইলকে Backup নেয়া যায়।

FBackup:

fbackup.jpg

এটি একটি ফ্রী Backup Software যা automatically যেকোন ফাইল বা ফোলডারকে লোকাল হার্ডড্রাইভ বা এক্সর্টানাল হার্ডড্রাইভ অথবা নেটওর্য়াকের কোন হার্ডড্রাইভ এ Backup নিতে পারে। এটি ব্যবহার করা সহজ। এর মাধ্যমে আপনি সময় নির্ধারন করে দিতে পারবেন কখন Backup নিবেন । নতুন Backup এর আগে আপনি আগের Backup ফাইলকে ইচ্ছা করলে delete করে দিতে পারেন, আবার আপনার Backup কৃত ফাইল বা ফোলডারকে Zip আকারে password protect করতে পারবেন। এটি Windows 2000, XP and Vista তে চলে।

Comodo Backup:

comodobackup.jpg

এটি একটি ফ্রী Backup Software যা নবিস বা এক্সপার্ট ইউজার ব্যবহার করতে পারবে। এটিও ব্যবহারে সহজ এবং যেকোন ফাইল বা ফোলডারকে লোকাল হার্ডড্রাইভ বা এক্সর্টানাল হার্ডড্রাইভ অথবা নেটওর্য়াকের কোন হার্ডড্রাইভ এ Backup নিতে পারে। এর এক্সট্রা ফিচার হচ্ছে এটি সরাসরি CD/DVD re-writers এ Backup নিতে পারে। এটি Windows 2000, XP and Vista তে চলে।

FreeByte Backup:

freebytebackup.jpg

এটিও একটি ফ্রী Backup Software যার বৈশিষ্ট্য হচ্ছে এটা একসাথে আলাদা আলাদা source থেকে প্রচুর ফাইল ও ফোলডার কে একটি ফোলডারে কপি করতে পারে। এটার মাধ্যমে ফাইল এক্সটেনসন দিয়ে ফিল্টার করা যায়।

Back4Win:

back4win.jpg

এটিও একটি ফ্রী Backup Software যার বৈশিষ্ট্য হচ্ছে এটা backup file গুলোকে zip বা self-extracting EXE হিসাবে সেভ করে। এছাড়াও এর মাধ্যমে backup file গুলোকে সিডি / ডিভিডি তে কপি করা, backup file গুলোকে password-lock করা, restore from damaged backups ইত্যাদি করা সম্ভব। এটার ডাটা backup size এ কোন লিমিটেশন নেই।

FileFort:

filefort.jpg

এটি একটি সহজ কিন্তু পাওয়ারফুল একটি backup Software যা critical data বিভিন্ন storage media যেমন CD, DVD, Blu-ray এবং remote FTP servers এ automatically backup নেয়। এটি Windows 2000, XP and Vista এর পাশাপাশি PocketPC তেও চলে।

Cobian Backup

cobianbackup.jpg

এটি একটি ফ্রী Backup Software যা automatically যেকোন ফাইল বা ফোলডারকে লোকাল হার্ডড্রাইভ বা এক্সর্টানাল হার্ডড্রাইভ অথবা নেটওর্য়াকের কোন হার্ডড্রাইভ এ Backup নিতে পারে। এটি remote FTP servers এ (download and upload) দুটিই করতে পারে।

Level 0

আমি মাহমুদ অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অপু মানেই ডাউনলোড।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai,agula ki amader file tader website nia rakhe naki hard disk a thake.