গুগল মামার নুতন চমক স্টিক কম্পিউটার

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন বিশ্বে নতুন নতুন জিনিস আবিস্কার হচ্ছে, তারই ধারাবাহিকতায় গুগলের নতুন চমক স্টিক কম্পিউটার বাজারে আনছে। এটি পেনড্রাই্ভ সদৃশ্য একটি স্টিক বা ছোট্ট লাঠির মত। যে কোন ডিসপ্লেতে ইউএসবির মাধ্যমে সংযোগ দিলেই এই পণ্যটি হয়ে উঠবে স্বাভাবিক ডেক্সটপ বা ল্যাপটপ। এতে সব ধরনের কাজ করা যাবে। গুগল ও আসুসের যৌথ উদ্যেগে তৈরী এই কম্পিউটারের নাম দেওয়া হয়েছে ক্রোমবিট।

মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ে গুগল জানায়, ক্রোম অপারেটিং সিস্টেম নির্ভর ক্রোমবিট নামের পন্যটি বাজারে আসবে চলতি বছরের মাধামাঝিতে। ক্যান্ডিবারের চেয়ে আকারে ছোট এই ক্রোমবিট এর মূল্য ৮০০০ বা (100 ডলার) টাকার কম হবে বলেও জানায় গুগল। প্রতিষ্ঠানটি জানায় যে কোন ডিসপ্লেতে ইউএসবির মাধ্যমে সংযোগ দিলেই বস্তুটি ডেক্সটপ বা ল্যাপটপ এর মত কাজ করতে পারবে। সম্পূর্ন আপডেট ভার্সনের এ ক্রোমবুক শিক্ষার্থী, ব্যবসায়ী সবার প্রয়োজন মেটাবে। গুগলের মুখপাত্র জানিয়েছেন ক্রোমবিটে কি-বোর্ড সংযুক্ত করা যাবে। এটি টেলিভিশনেও যুক্ত করে কাজ করা যাবে। দাম পরবে বাংলাদেশী টাকায় ৮000 (ইউএস ডলার 100) টাকার ও কম।

সুত্রঃ আমারদেশ পত্রিকা।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাইলে আমিও একখান কিনাম। 😀

Level 0

Bangladesh a “Jadu PC” nam a notun computer er invention hoyeche bole ami kothao jante perechi. . . Tobe, er chaite details kicho jante pari ni ekhono j adou eta sotto ki na ? Ba, kemon price, quality. . . Ami request korbo, jodi apnader karo jana thake ei bishoy, tobe amake 1tu janiye kritoggo korben !! Dhonnobad 🙂