গত ২১/০৩/২০১৫ ইং তারিখে ১ টা মোবাইল ঘড়ি কিনেছিলাম। যেটাতে Bluetooth Headphone এর সাহায্যে কথা বলতে হয় । আর তা না হলে হাত থেকে খুলে কথা বলতে হয় যা খুবই বিরক্তি কর। কিন্তু আপনাদের দেয়া Headphone টা ভালনা। ভাবলাম কম দামি headphone খারাপ হতেই পারে । তারপর বন্ধু বান্ধবের ৫/৬ টা হেডফোন try করলাম । কোন কাজ হয় না। তারপরে মাথা গেল খারাপ হয়ে . bluetooth দিয়ে ফাইল transfar করতে যাই অন্য মোবাইল এ device পায় ঠিকই কিন্তু কোণ কিছু সেন্ড করলে সেটা আর রিসিভ হয় না । বুঝতে পারলাম সেটের Bluetooth device e প্রব্লেম । আপনারা বলে থাকেন পন্যে কোন ত্রুটি থাকলে সেটা ফেরত পাঠাতে । কিন্তু কুরিয়ার খরছ গ্রাহক কে দিতে হবে এইটা কোন খানের নিয়ম । খারাপ জিনিস আপনারা পাঠাইবেন আর তার মাশুল দিতে হবে গ্রাহক কে। এই সব দুই নাম্বারি বাদ দেন। আমি যখন এই মোবাইল টার অর্ডার দেই ছবি দেখে অনেক ফ্রেন্ড বলে ছিল তুই আগেন আন তার পর দেখে ১ টা কিনব। এখন আমি নিজেই তাদের কিছু বলতে পারি না । এই সব দুই নাম্বারি বাদ দেন। আর ১ টা কথা ভেতরের প্যাকেট টা ছেড়া ছিল তার মানে সেট টা আগে বেবহার করা হয়েছে। তাই সবাইকে সাবধান করে দিচ্ছি এই সব চিটার থেকে সাবধানে থাকবেন। আমার মত আর যাতে কেউ বাশ না খান তার জন্যেই আমার এই মন্তব্য । অল্প দিনে অনেক সুনাম অর্জন করে ফেলেছেন ত তাই এখন দুই নাম্বারির রাস্তা ধরছেন। আমি এখন আমার সেট টা বিক্রির ধান্দায় আছি ২৫০০ হলেই বিক্রি করে দেব।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইলেকট্রনিক্স প্রডাক্ট গেরান্টি বা ওয়্যারেন্টি ছারা নেয়া টা বোকামী ভাই। শুনে বুঝলাম চাইনিজ প্রডাক্ট হতে পারে। এগুলোর মান কেমন তা তো দামেই বুঝা উচিত ছিলো আপনার। যাহোক, জানালেন ব্যাপার টা। ধন্যবাদ।