বইটা অসাধারন বললেও কম হয়ে যাবে মনে হয়। কারন আমার জানামতে বাংলা সাহিত্যে এমন বই দ্বিতীয়টা আর নেই। যদিও বইটা একটা বিদেশি বইয়ের অবলম্বনে লেখা, তবুও এতে উঠে এসেছে সম্পূর্ণ বাংলাদেশেরই প্রেক্ষাপট। আর এই বই সম্পর্কে Munir Hasan স্যারের রিভিউটা অসাধারন। বইটা Uncle Petros and Goldbach's Conjecture এর অনুকরনে লেখা হয়েছে। বইটার নাম হল 'অংকের হেয়ালি ও আমার মেজোকাকুর গল্প'; লেখক হলেন ফারসীম মান্নান মোহাম্মদী স্যার। এই বইয়ে উঠে এসেছে একজন গনিতবিদের দৈনন্দিন জীবন-যাপন, সমাজ-পরিবার, আচরন ও চালচরন এবং তার কঠর অদ্ধাবসায়ের কাজ। কিভাবে জীবনকে বাজি রেখে একজন গনিতবিদ একটা তুচ্ছ উপপাদ্যের পেছনে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তা এখানে সাহিত্যের ভাষায় বলা হয়েছে। আমি জীবনে এত গনিতবিদের নাম এক বইয়ের মধ্যে পাইনি। এই বই পড়ে একজন যেমন গনিত বিষয়ে আগ্রহী হয়ে উঠবে তেমনিই গনিতকে ভালবাসতে শিখবে। সে সময়ের কাজ সময়েই করার তাগাদা অনুভব করবে। এটাও বুঝতে পারবে যে এক মাথার থেকে অনেক মাথা উত্তম, তাই যেকোন কাজ সবার সাথে মিলেমিশে করার জন্য আগ্রহী হবে। আসলে বলতে গেলে এটা বাংলা সাহিত্যের প্রথম "গনিত উপন্যাস"। এমন বই আমি আর কোন দিনই পড়িনি। এই বইয়ে প্রায় সকল বিখ্যাত গনিতবিদের নাম ও তাদের কাজ সাহিত্যের ভাষায় আনন্দের সাথে বলা হয়েছে, যা থেকে আমরা সহজেই এগুলো মনে রাখতে পারব। এই বইয়ে রিমান, ফার্মা, কোর্ট গোডেল, অ্যালান ট্যুরিং, জি এইচ হার্ডি থেকে শুরু করে ড. জিয়াউদ্দিন,রামানুজান সহ জানা অজানা অনেক গনিতবিদের কথা উল্লেখ আছে। এখানে মূলত নাম্বার থিউরি নিয়ে অনেক সহজ ভাষায় আলোচনা হয়েছে। দেখানো হয়েছে প্রাইম নাম্বারের অনিন্দ সৌন্দর্য। আরো উল্লেখ আছে রিমান হাইপোথিসিস, ফার্মার শেষ উপপাদ্য, গোল্ডবাখ কনজেকচার ইত্যাদি বিষয়ে। এই বই উল্লেখিত আমার সবচেয়ে প্রিয় উক্তি হল, "Mathmaticinas are born not made"- হেনরি পয়কারে।
এই বইটা সকলের আনন্দের খোরাক হবে বলে আমি মনে করি। বিশেষ করে গনিত প্রেমীদের জন্য। তাই আশা করব সকলেই এই বইটা পড়ার জন্য চেস্টা করবেন।
সবাইকে ধন্যবাদ। আগামি পাই দিবসের অগ্রীম শুভেচ্ছা এবং আরো শুভেচ্ছা আন্তর্জাতিক গনিত সপ্তাহের।
বিজ্ঞানের সাথে থাকুন, বিজ্ঞানকে ভালোবাসুন।
টেকটিউনসে প্রকাশিত টিউনগুলো ওমেগা প্রাইম-মাসিক বিজ্ঞান ম্যাগাজিন ও আমার ব্যাক্তিগত ব্লগ ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয় না।
আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।
🙂