হ্যাকাথনে এসে অভ্র কি-বোর্ড এর প্রধান রূপকার মেহদী হাসান খান যা বললেন [সবার জেনে রাখা আবশ্যক]

আশা করছি সবাই শীতকাল খুব ভালো করে উপভোগ করছেন। আমরা প্রায় ১৭০০ কোডার কি অবস্থায় ‌ আছি তা দেখতে হলে আপনাকে কষ্ট করে কাকরাইলে অবস্থিত Institution of Diploma Engineers ভবনে আসতে হবে। যাই হোক আপনার যারা হ্যাকাথনে নেই তাদের সাথে আজকের দিনের সবচেয়ে মূ্ল্যবান বিষয়টি শেয়ার করবো। মেহদী ভাইয়ার বক্তব্যটা।

আজ খেকে প্রায় এক যুগ আগে শুরু হয়েছিল অভ্র এর পথচলা। মেহেদী ভাইয়া আসলেন সন্ধ্যার একটু পর। কথা বলার শুরুতে উনি জানতে DOS এর পূর্ণরূপ কি?

সবাই একসাথে বলে উঠলো Disk Operating System. ভাইয়া আমাদের সাথে একমত হলেও সন্তুষ্ট হলেন না। বললেন আরেকটু আছে। কয়েকজন বলে উঠলো  Denial-of-service.  এবার তিনি সন্তুষ্ট হলেন। তবে তিনি এই DOS কেও আমাদের সামনে তুলে ধরলেন না। বললেন অন্য এক DOS এর গল্প। আর্জেন্টিনার  Democracy OS (DOS) গল্প. এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন নিচের এই ওয়েবসাইট থেকে।

যাইহোক এবার এল অনুপ্রেরণা দেওয়ার পালা। উনি বললেন, অভ্র মত কিছু তৈরী করতে লাগে নিজের কাজটাকে ভালোবেসে ১২ বছর অপেক্ষা করা। ৩৬ ঘন্টার হ্যাকাথন থেকে আমরা কিছু পাই আর না পাই যে আইডিয়া নিয়ে আমরা কাজ করছি তা যদি ভালোবেসে তার পিছনে সময় দিতে পারি তাহলে এক সময় দাড়িয়ে যাবে অভ্র'র মত কিছু একটা । কথা বলবে স্বপ্ন। সার্থক হবে জেগে থাকা রাতগুলো। উনার মূলকথা ছিল, "লেগে থাকা"। লেগে থাকলেই হয়। উনারও হয়েছে... এবার একটু অভ্র সম্পর্কে জানি। যদিও এটা বোকামি তারপর আরেকবার নতুন করে জেনে নেই আমাদের অভ্রকে-

উইন্ডোজে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কীবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়। এটা সাহায্যে বাংলা লিপি ব্যবহার করে এমন সব ভাষাতেই টাইপ করা যায়। এ ধরনের ভাষার মধ্যে অসমীয়া ভাষা অন্যতম। মেহদী হাসান খান নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ছাত্র ২০০৩ সালে অভ্র কীবোর্ড তৈরির কাজ শুরু করেন। তিনি এটি সর্বপ্রথম তৈরি করেছিলেন ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ভাষা দিয়ে, পরবর্তীতে তিনি তা ডেলফিতে ভাষান্তর করেন। এই সফটওয়্যারটির লিনাক্স সংস্করণ লেখা হয়েছে সি++ প্রোগ্রামিং ভাষায়। পরবর্তীতে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন। ২০০৭ সালে 'অভ্র কীবোর্ড পোর্টেবল এডিশন' বিনামূল্যে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়। অভ্র কীবোর্ডের সাম্প্রতিকতম সংস্করণ ৫.৫.০ গত ২১ ফেব্রুয়ারি ২০১৪ এ প্রকাশিত হয়। সফটওয়্যারটির আগের সংস্করণের লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থিত সোর্সকোড আগে থেকেই মুক্ত ছিল এবং ২০১০ সালে উইন্ডোজে অভ্র কীবোর্ডের ৫ ভার্সনের সাথে এর সোর্স কোড মোজিলা পাবলিক লাইসেন্স এর আওতায় উন্মুক্ত করা হয়।

উনি আমাদের জন্য অভ্র বানালেন আর আমরা উনার জন্য দাড়িয়ে সম্মান প্রদর্শন করলাম। উনি বিশ্বাস করেন একযুগ পর এখান থেকে অনেক মেহদী হাসান বের হবেন। আমরাও উনার বিশ্বাসের মূল্য দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুক সবগুলো লেগে থাকা মানুষ. Happy Typing...

সৌজন্যে:: Green Coder
[National HACKATHON ‌এ আমরা কাজ করছি Sexual Harassment নিয়ে ]

আমরা আছি এখানে

Level 2

আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই বিষয় টা চিরন্তন সত্য আমিও এক্তা জিনিস না পারলে হার মানি না যতক্ষণ পর্যন্ত না অয় হার মানে না আমি এক দিন দুই দিন এক সময় তো হবেই আর একটা কথা সুনে তাজ্জব হইলাম মেহেদি ভাই মেডিকেল স্টুডেন্ট ছিলেন তবুও অভ্র র মত এএকটা জিনিস দাড় করিয়েসেন একেবল;এ সত্তিকারের সখ কি জিনিস তিনি নিসছই এইটার জন্য কতখানি desprate ছিলেন তা আজকের সাফল্য দেখে বুঝা যায়

darun

উনার পরিশ্রম কে শ্রদ্ধা জানাই ।

আমরাও