টিনটিনের প্রথম অভিযান নিয়ে চুলচেরা বিশ্লেষণ

আসসালামু আলাইকুম।

আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হতে চাই সবার প্রিয় টিনটিনকে নিয়ে। আজ টিনটিনের প্রথম অভিযান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব।
আমরা যারা টিনটিনের কমিকস পড়েছি, তাদের অনেকেই প্রথম পর্বটি পড়িনি। পর্বটি মলাটছাড়া মাত্র ৩ পৃষ্ঠা। কিন্তু টিনটিন কিভাবে সাংবাদিক হলো, কিভাবে একটা রোমাঞ্চকর জীবন শুরু করলো এরকম অনেক প্রশ্নের উত্তর এখানে পাবে।

মলাট

১ম পৃষ্ঠা
২য় পৃষ্ঠা
৩য় পৃষ্ঠা
এই কমিকসটির শুরুতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে আর ডাকাতির স্টাইল দেখে বোঝা যায় যে কাজটা মিকি মার্টিনের। টিনটিন মিকি মার্টিনকে দেখে তাকে ফলো করে আর ইন্সপেক্টরকে খবর দেয়। পুলিশ মিকি মার্টিনের বাড়ি তল্লাশি করে কিছু পায় না, কিন্তু প্রখর বুদ্ধিসম্পন্ন টিনটিন এলার্ম ক্লকের শব্দেই বুঝে যায় কোথাও গন্ডগোল আছে। মিকি মার্টিনের কথা অনুযায়ী ৩ দিন ধরে বাড়িতে কেউ ঢোকেনি। অতএব, মিকি মার্টিনের এলার্ম সেট করার অর্থ হচ্ছে সে আজ সকালে কোন কিছু করার জন্য এলার্ম দিয়ে রেখেছিলো। টিনটিন এটা ইন্সপেক্টরকে জানালে মিকি মার্টিন গ্রেফতার হয়। এর পরে টিনটিন পেতি ভ্যাঁতিয়েম কাগজের সাংবাদিক হয়, আর তার লেখা ব্যাপক সাড়া ফেলে।
বি:দ্র: এটি টিনটিনের মূল সিরিজের অংশ নয়।

ডাউনলোড করতে পারেন এখানে

এত ছোট একটা টিউন করা বোধহয় ঠিক হলো না। কিন্তু চিন্তা করে দেখলাম অনলাইনে কমিকসের শুধু ডাউনলোড লিংকই থাকে, কোন রিভিউ থাকে না। তাই আমি ভাবলাম নিজেই রিভিউ লিখিয়া ফেলি।
মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত।
কমিকস নিয়ে একটা ব্লগ তৈরি করছি, দেখতে পারেন এখানে
আরেকটা কথা ই-বুক নিয়ে একটা বিভাগ করলে ভালো হয়।

Level 0

আমি মোঃ ওমর ফারুক দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

my name is md omar faruk dipu i am from joypurhat....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরিহ বাবা, কমিক নিয়া ব্লগ !!!!!!!! চরম তো ভাই আপনার ক্রিয়েশন। আমার সাথে কনট্যাক্ট করেন তো ভাই 01719254342 নাম্বারে

ভাই তুমি বড় হয়ে কি করবা।।আমি চিন্তাই করতে পারি না।।

    @moner antor: মনে মনে ইচ্ছা আছে গেম ডেভলোপার। কিন্তু জীবনের লক্ষ্য রচনায় আজো লিখি ক্যামিকেল ইঞ্জিনিয়ার

এগিয়ে যাও বৎস ! 🙂

লেখাটি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ http://www.LekhaporaBD.com এ পাব্লিশ করতে পারো। ওখানে ই-বুক নিয়ে আলরেইডি একটা বিভাগ আছে।

লেখাটি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ LekhaporaBD(.)com এ পাব্লিশ করতে পারো। ওখানে ই-বুক নিয়ে আলরেইডি একটা বিভাগ আছে।

দারুন সংগ্রহ করেছ । তোমার কমিক্স রাজ্যে পোস্ট কই ?

    @নীলোৎপল বেদী: ব্লগ তৈরি করছি, করেছি বলি নাই্। এখন তো কেবল শুরু করলাম