টেকটিউনসের Promo Video দেখেছেন কি? না দেখে থাকলে দেখে নিন

সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।

ফেসবুকে দেখলাম মেহেদি ভাই একটা ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন। আর ভিডিওটাও হইছে চরম সাথে মিউজিকটাও হইছে জটিল। ভাবলাম অনেকে ফেসবুক ব্যবহার করে না তাই হয়তো অনেকে দেখতে পারে নাই। সেই জন্য আমি সবার সাথে শেয়ার করার জন্য টিউন করতে ঝাপিয়ে পরলাম। তাহলে চলুন ভিডিওটার কিছু ছবি দেখে নেই।

এইটা কিন্তু আমাদের হাসিব ভাই।

ইয়ে মানে এইটা আমি। 😛

তাহলে আর দেরি কেন এখনি ভিডিওটি দেখুন আর বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিন আমাদের প্রিয় টেকটিউনসকে!

ভিডিও লিঙ্কঃ

Techtunes | Techtunes.Com.BD | Promo Video

কেমন লাগলো জানাবেন কিন্তু।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালোই হাসান ভাই
দাড়ান আগে দেখে নেই

টাইটেলে না দেখে থাকলে দেখে নিন হবে ।[কমেন্টসটা ডিলিট করে দিও ]

ফাটাফাটি ভিডিও!

দুটা জায়গায় একটু সংশোধন করা দরকার।

প্রথমতঃ Initiative Tuner Panel এর জায়গায় Intuitive Tuner Panel হবে
দ্বিতীয়তঃ Creating New & Talent Technology Blogger Everyday এর জায়গায় Creating New & Talented Technology Blogger Everyday হবে।

যেহেতু এটা আমাদের প্রিয় টেকটিউনস এর প্রোমো ভিডিও তাই একে হতে হবে নিখুঁত। তাই নয় কি?

এক্কেবারে জোস

ও এই ভিডিও গতকাল আমারে প্যাচবুকে দিসিলেন! অনেক সুন্দর ।

    Level 0

    আরে ভাই প্যাচবুক কি খায় না মাথায় দেয়?????????

    হাহ হাহ হাহ হাহ
    মজা করলাম

    না , প্যাচবুক হল এমন একটা প্যাচানো জিনিস , যা বাংলাদেশের কচি পোলাপাইনদের শিখায় , ” প্যাচবুক মানে হইল ইন্টারনেট , প্যাচবুক ছাড়া ইন্টারনেট এ কোন সাইট নাই , তাই সারাদিন প্যাচবুকে থাক , আর বন্ধু আর বান্ধবী বানাও। ” প্যাচবুক নামক প্যাচানো জিনিস আমার কয়েকটা বন্ধুরে এমন ভাবে ধরছে যে তারা নেট ইউস করে প্যাচবুকের জন্য , wikipedia এর নাম তারা জীবনেও শুনে নাই , প্যাচবুকের এই প্যাচ থেকে তাদের কঠিন ধাক্কা দিয়াও অন্য কোন সাইট তাদের ভিজিট করাইতে পারি নাই । তাদের ধাক্কা দিতে যাইয়া আমি নিচেই প্যাচে পইড়া, প্যাচবুকে অলটাইম অনলাইনে থাকি ।

    সুন্দর নাম প্যাচ বুক……

    Level 0

    ha ha hahaha
    এটা মারাত্মক একটা চিন্তার বিষয়
    এটা এখন্ধুমপান থেকে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে

এই প্যাচে যেই একবার পড়ে সেই শেষ।

কোন সফটও্যার দিয়ে বানাইসেন না বললে খেলব না 🙂

ভিডিওটা ইংরেজীতে কেন ?

এক কথায় অসাধারণ…….. তবে আমার কাছে মনে হচ্ছে স্পিডটা ঠিকই আছে……… স্বাধীন ভাইয়ের প্যাচবুকটা অসাধারণ, আমি খুব কষ্ট করে এর প্যাচ থেকে মুক্তি পেয়েছি….. তবে আমার বন্ধুরা এখনও মহাপ্যাচের মধ্যে আছে……..।

ভাই প্যাচবুকে প্যাচ লাগলে খবর হয়ে যাবে। খুব ভাল তথ্য।
আর হ্যা, হাসান যোবায়ের ভাই একটু ‍উপকার করেন, আমি একজন টিউনার হতে চাচ্ছি কিন্তু পারছি না। টিউন লিখি ঠিকি কিন্তু পোষ্ট করতে পারি না।
টেকটিউনে টিউন করার প্রসেস সম্পর্কে যদি কষ্ট করে আমার জন্য একটা টিউন করতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। দয়া করে সাহায্য করেন।

ভিডিওটি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

দেখি , কতদুর ডাউনলোড করতে পারি

ধন্যবাদ শেয়ার করার জন্য॥

ধন্যবাদ ভাই

ভালই লাগল ভিডিওটি,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

Wow !!! It’s really a nice post.

ভাল লেগেছে ধন্য+++++

আমি এই মাত্র ডাউনলোড করলাম। অসাধারণ