মোটামুটি আমরা সবাই এ্যান্টি ভাইরাস ব্যবহার করে থাকি। এক এক জনের কাছে এক এক এ্যান্টিভাইরাস ভালোলাগে। আবার পিসি স্লো ডাউন হওয়ার ভয়ে অনেকে এ্যান্টি ভাইরাস ব্যবহারই করেনা। তবে মূল কথা হল আমি যে ফ্রেন্ড সার্কেলে এ্যাটাচড্, সেখানে আমি এ্যান্টি ভাইরাসের ব্যাপারে কারও মধ্যে মিল দেখি নাই। কেউ একটাকে ভালো বললে আরেকজন সেটার ঘোর প্রতিবাদ করে।তবে মোটামুটি প্রত্যেকটি এ্যান্টিভাইরাসেরই কিন্তু অনলাইন ফ্রি স্ক্যানিং সার্ভিস আছে। এর মাধ্যমেও আমরা এই সমস্ত ভাইরাসের ঝামেলা অনেকাংশেই সামাল দিতে পারি। তাই আজ টিউনার বন্ধুদের কাছে কয়েকটি বেষ্ট এ্যান্টি ভাইরাসের ফ্রি অনলাইন স্ক্যানিং সার্ভিসকে তুলে ধরার চেষ্টা করব -
ক্যাসপারস্কির পারফরমেন্সে অনেকেই সন্তুষ্টু। তারাও এই ফ্রি অনলাইন স্ক্যানিং এর সুবিধাটি দিচ্ছে। এর অনলাইন ইজ্ঞনটি আপনার কম্পিউটারের ক্ষতিকর কোডগুলো কে ডিটেক্ট করে এবং এর পারফরমেন্স কোন অংশেই এর ডেস্কটপ ভার্সেনর চাইতে খারাপ না। ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্স উভয় প্ল্যাটফর্মেই কাজ করে থাকে। তবে হতাশার কথা হল এটি নিখুতভাবে ডিটেকশানের কাজ করতে পারলেও, ঠিক স্ক্যানিং এর সময় কোন ভাইরাস ডিলিট করতে পারেনা।
বিট ডিফেন্ডারের পারমেন্সের কথা আমরা অনেকেই জানি। অত্যন্ত মান সম্পন্য। তবে এর অনলাইন স্ক্যানিং ইজ্ঞিনটি শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার এর সাথে কাজ করলেও স্ক্যানিং এর সময়ই ডিলিট করার অপশনটি দিচ্ছে।
খুবই ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল অনলাইন এ্যান্টি ভাইরাস স্ক্যানিং প্ল্যাটফর্ম। একই সাথে ভাইরাস, ম্যালওয়্যার, এ্যাডওয়্যার, ওয়ার্ম, ট্রোজান এবং আরো কয়েক ধরনের কাল সাপ কো ডিটেকশান করা সহ রিমুভ করতে পারে।
এটি ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্স উভয় প্ল্যাটফর্মেই কাজ করে থাকে। আপনার পিসি কোন ভাইরাস, ম্যালওয়্যার, এ্যাডওয়্যার দ্বারা এ্যাক্রান্ত কি না তাও ডিটেক্ট করতে পারে। এবং বিভিন্ন ইনফেকশান ফিক্সআপ করার জন্যে কিছু এডিশনাল সিকিউরিটি চেকও পারফর্ম করে থাকে।
যদিও আমি কখনও পান্ডার ডেস্কটপ ভার্সানটিও ব্যবহার করে দেখিনি তবে, অনেকেই পান্ডাকে ব্যবহারে ভালো বলেছে। এরও একটি অনলাইন ফ্রি স্ক্যানার রয়েছে। এটি আপনার কম্পিউটারের ইনফেকশান খুজে বের করে এবং ইনফেকশান রিমুভালেও ব্যবস্থা নিয়ে থাকে। তবে এটি শুধু মাত্র ইন্টারনেট এক্সপ্লোরারেই কাজ করে থাকে।
thank you tuners ..............
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টেকটিউনস এ কি ভাইরাস? টেকটিউনস সাইটটা open করেলই(AVG) বলে ভাইরাস !