ফটো ডিজাইন এতো সহজ! না দেখলে আমার বিশ্বাসই হতো না!!!

[টেকটিউন্সে এটি আমার প্রথম, একমাত্র এবং সম্ভবত: সর্বশেষ টিউন। একে টিউন বলা সঙ্গত হবে কিনা জানিনা, কারণ আমি টিউনার নই- এমনকি কম্পিউটার, তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও নেই আমার। নিয়মিত টেকটিউন্সে আসি, কিছু প্রয়োজনীয় সফট্ ডাউনলোড করি, অনিয়মিতভাবে দু-একটা মন্তব্য করি- ব্যাস, এ-ই আমার ডিজিটাল লাইফ।  ফটোগ্রাফিতে আগ্রহ আছে কিন্তু সময় হয়ে ওঠে না। নিজের তোলা ছবিগুলোকে সহজে সাজিয়ে গুছিয়ে রাখার প্রয়োজনে একটি সফ্টের সন্ধান পেলাম, আর তাই টিউন আকার শেয়ার করা করার প্রচষ্টা।]

5DFly Photo Design : ফটো ব্যবস্থাপনার সহজতম উপায়!

ডিজিটাল যুগে ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, ওয়েবক্যাম ইত্যাদি দিয়ে কত ছবিই না আমরা তুলে থাকি। নিজের তোলা ছবিগুলোকে সাজিয়ে-গুছিয়ে রাখতে, অন্যদের সামনে উপস্থাপন করতে বা উৎসবের দিনগুলোতে প্রিয়জনদের নিজের হাতে বানানো গিফ্ট কার্ড পাঠাতে কতই না আনন্দ! আর এ কাজে আমরা অনেক ধরণের সফ্টওয়্যার ব্যবহার করে থাকি। টেকটিউন্সে এ ধরনের অনেক সফ্টওয়্যার নিয়ে আগে অনেক টিউন করা হয়েছে। তবে এই টিউনে আমি যে সফ্টওয়্যারটির আলোচনা করছি এটা খুবই ব্যবহার-বান্ধব। যে কেউই এটি ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকেই চমৎকার সব ডিজাইন করতে পারবেন চোখের নিমিষে। মূলত: যারা নতুন এবং ফটো ডিজাইনকে জটিল মনে করে ভয় পান, তাদের জন্য এ সফ্টটি। আমি পারলে আপনি পারবেন না কেন?

পরিচিত হই  সফ্টওয়্যারটির সাথে:

  • সফ্টওয়্যারটির নাম:  5DFly Photo Design
  • সর্বশেষ ভার্সন:        3.0.1
  • রিলিজের তারিথ:     4/08/2010
  • সাইজ:                   33.56MB
  • পাবলিশার:             5DFly Software Inc.
  • মূল্য:                     $ 49.95

কম্পিউটারে ন্যূনতম প্রয়োজনীয় সিস্টেম:

  • উইন্ডোজ এক্সপি/ভিস্তা/সেভেন অপারেটিং সিস্টেম;
  • ১ গি.হা. বা তার ঊধ্ব প্রসেসর;
  • ৫১২ মেগাবাইট RAM;
  • ২০০ মেগাবাইট হার্ডডিস্ক স্পেস (টেম্পরারী ফাইলের জন্য ১০ জিবি);
  • সুপার ভিজিএ (১০২৪ x ৭৬৮) রেজ্যুলেশন, ১৬ বিট গ্রাফিক্স কার্ড।

যা করা যাবে সফ্টওয়্যারটি দিয়ে:

  • ফটোকে মনের মতো করে ফ্রেমে বন্দী করা;
  • ফ্লাশ ও পাওয়ার পয়েন্ট স্লাইড শো উপস্থাপনা;
  • ফটো এলবাম বানানো;
  • গিফ্টকার্ড ডিজাইন;
  • ফটো ক্যালেন্ডার তৈরী করা।

আর এ সব কাজ হয়ে যাবে প্রায় অটোমেটিকভাবে। প্রয়োজনীয় এডিটিংও করা যাবে। ডিফল্ট টেমপ্লেট ছাড়াও ওদের ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন ক্যাটাগরীর হাজারো হাই রেজ্যুলশন (1998 x 1332 pixel) টেমপ্লেট। সহজেই এগুলো ডাউনলোড করে ব্যবহার করা যায় (প্রতিটার সাইজ ২-৩ MB)। বানানো যায় নিজস্ব টেমপ্লেটও। একেবারে নতুনরাও, যারা ফটো এডিটিং সম্পর্কে একেবারেই জানেন না তারাও কাজগুলো সহজেই করতে পারবেন। প্রোগ্রামটিতে একটি সুন্দর ভিডিও টিউটোরিয়ালও রয়েছে।

ডাউনলোড লিংক: http://download.cnet.com/5DFly-Photo-Design/3000-2192_4-10916170.html

উপরের লিংক থেকে ফ্রি ট্রায়াল হিসাবে সফ্টওয়াটি ডাউনলোড করা যাবে। স্বাভাবিক নিয়মে ইনস্টলের পর ফ্রি ট্রায়াল ভাসর্ন আনলিমিটেড ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে ফটোতে পাবলিশারের নামাঙ্কিত জলছাপ দেখা যাবে। ফুল ভার্সনের ক্ষেত্রে এ জলছাপ আর থাকবে না।

এবার ছবির মাধ্যমে আরো ধারণা পেতে পারি:

ইনস্টলেশন ...............................................................................................................

111

দেখে নেই ভিডিও টিউটোরিয়াল ....................................................................................

112

টেমপ্লেট ডাউনলোড ....................................................................................................

114

টেমপ্লেট গ্যালারি .........................................................................................................

113

ডাউনলোড করা টেমপ্লট.............................................................................................

115

ফ্রেমে বন্দী ছবি ..........................................................................................................

116119118

ডিজিটাল এ্যালবাম .....................................................................................................

120

121

ক্যালেন্ডারে সোনামনির মুখ! ..........................................................................................122

ফ্রি ভার্সনে জলছাপ : রেজিস্টার্ড ভার্সনে বিরক্ত করবে না .....................................................

117

[সফ্টওয়্যারটির ফুলভাসর্ন না পাওয়ায় টিউনটি 'রিভিউ' বিভাগে দেয়া হলো। সিরিয়াল কী হাতে পেলে আপডেট দেবার ইচ্ছে রইলো। এব্যাপারে প্রবাসী ভাইর সুদৃষ্টি কামনা করছি। অন্য করো কাছে থাকলেও আওয়াজ দেবন প্লিজ! আসছে ঈদে/পূজোয় এটি কারো কাজে লাগলে এ প্রয়াস সার্থক হবে। সবার জীবন স্মৃতিময় হোক এই কামনা।]

Level 0

আমি হিমেল হাওয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম আপনাকে টেকটিউন্সে। উপস্থাপনা সুন্দর তবে বস সফটওয়ারটির সাথে লাইসেন্স কোড থাকলে আরো ভালো হত। আর যারা এই টিউনটি পড়বেন তারা যদি পান তাহলে লাইসেন্স কোডটি আপলোড করে দিবেন।

আমার টিউনে প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইসেন্স কোডের ব্যাপারে আপনার সাথে আমও একমত এবং টিউনটিতে এটা উল্লেখ করেছি। আশা করি কেউ না কেউ এ ব্যাপারে হেল্প করবেন।

আপনার টিউনে মন্তব্র করতে হাফসায় গেলাম। কয়েকদিন থেকেই এমনটা হচ্ছে “Error Establishing Database” এই সমস্যা।
যাহোক সুন্দর উপস্থাপন আপনার। এটাই যেন শেষ টিউন না হয় প্লিজ চালায় যান সামনে। 🙂

    ধন্যবাদ শাওন ভাই, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আর টেকটিউন্সে “Error Establishing Database” সমস্যাটি অনেককেই ভোগাচ্ছে।

টেকটিউন্স ভাল মানের আরেকজন টিউনারকে পেল যার নাম “অক্ষর” ………

স্বাধীন ভাই, লজ্জা দেবেন না। কারণটা টিউনেই উল্লেখ করেছি। আপনাকে অ-নে-ক-ক ধন্যবাদ।

Level 0

স্বাধীন ভাই সহমত হয়ে বলতে হয় আমরা আরো একজন ভাল টিউনার পেতে যাচ্ছি , অনেক অনেক ধন্যবাদ ।

    ধন্যবাদ কমল ভাই। আপনাদের মন্তব্যে নিজেকে ভাগ্যবান মনে করছি।

নিয়মিত আপনার টিউন চাই ।

    সাবটাইটেল মামুন ভাইর মন্তব্য- আমার টিউনে ! স্বপ্ন দেখছি নাতো !!!
    ধন্যবাদ আমাকে উৎসাহ দেবার জন্যে।

Level 0

স্বাগতম আপনাকে.. ।

খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

    আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের টিউন থেকেই কিছু কিছু শেখার চেষ্টা করছি।

অক্ষর সাহেব টিউনটা খুবেই সুব্দর হয়েছে। আপনার ছবিটা আমার কাছে খুবেই ভালো লাগে।

    তাই? আসলে ভাল মানুষরা সব কিছুই ভাল চোখে দেখে!
    আপনাকে ধন্যবাদ।

বেশ অবাক হলাম আপনার টিউন পড়ে।এত সুন্দর লিখনি আপনার কিন্তু টিউন থেকে বঞ্চিত করেছেন সবাইকে।এটা এক ধরনের সামাজিক অপরাধ।অবশ্যই ভূল স্বীকার করতে হবে আপনাকে পরবর্তীতে টিউন করার মাধ্যমে।আপ্নি এই সফটওয়্যারটির সিরিয়াল নাম্বার চেয়েছিলেন আমার কাছে।আমি সিরিয়াল সহ ডাউনলোড করেছিলাম কিন্তু পরে দেখি ফাইলটি পাসওয়ার্ড প্রটেক্টেড।যদি কারো কাছে পাসওয়ার্ড প্রটেক্টেড ফাইল খোলার পদ্ধতি জানা থাকে তবে আমি চেষ্টা করে দেখতে পারতাম।আবারও ধন্যবাদ জানাচ্ছি অসাধারন টিউনটির জন্য।

    অবশেষে অপেক্ষার পালা শেষ। আমি যে আপনারই পথ চেয়ে বসেছিলাম! আপনার মন্তব্য পেয়ে টিউনটি সার্থক হলো।
    আমি টেকি নই। টিউনটি তাই করতেও চাইনি। কিন্তু সফ্টটির সিরিয়াল আমার বড়ই প্রয়োজন। তাই ভাবলাম কেউ যদি….
    আর হ্যা, আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমার। আপনার টিউন থেকে অনেক সফ্টই ডাউনলোড করে ব্যবহার করছি, যা কিনে ব্যবহার করা কখনো সম্ভব হতো না।
    প্রবাসে সুন্দর থাকুন, সুস্থ্য থাকুন- এই কামনা।

Level 0

ভাইয়া চালিয়ে জান…………।

    চেষ্টা করবো, যদি আপনি সাথে থাকেন ………………………..।

Level 0

অক্ষর আপনার অসাধারন টিউন টি পড়ে মন্তব্য না করে থাকতে পারলাম না ওনেক ভালো হয়েছে ।
আমি কিছু লিঙ্ক দিলাম কিন্ত সময় এর অভাবে ডাউনলোড দিয়ে চেক করতে পারলাম না ।
মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করুন
http://www.mediafire.com/?zgtkuymjmli
http://www.mediafire.com/?zlidfmvfmjj
http://www.mediafire.com/?nd3zy2jwgqk
http://www.megaupload.com/?d=F2F59T9G

    থ্যাংকু। তবে লেটেস্ট ভার্সন খুঁজছিলাম।

অসাধারন একটি টিউন,ভাল এবং মান সম্মত এই ধরনের আরো টিউন আশা করছি আপনার কাছ থেকে।

    অসাধারণ সব মন্তব্য টেকটিউন্সবাসী পায় আপনার কাছ থেকে- নিরপেক্ষ, গঠনমূলক। আপনার উত্সাহই আমাদের প্রেরণা।

দারুন সুন্দর !
আমি সহজে কার টিউনে মন্তব্য করি না । কিন্তু না করে পারলাম না।
অসাধারন।এগিয়ে ্যাও।আর ্যখনি সময় পাও তখনি টিঊন করি ও।

    খুব ভালো লাগলো আপনার মন্তব্যে। কিন্তু সময় যে বিশেষ পাইনে ভাই! তবুও চেষ্টা করবো।

এগিয়ে যান ভাই ।

আরে মিয়া ফাস্ট টিউন করলেন কিন্তু হয়া গেলো এক্কেবারে হিট।তা ভাই ছবিতে যা দেখলাম আপনি কি সেরকম ই ছোট মানুষ।

    কি যে বলেন মশাই! আপনাকে বড় বলে বড় সেই নয় … …। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। ভালো থাকুন।

সুন্দর…চালিয়ে যান

    ধন্যবাদ রানা ভাই। দেখি, যদি চলে!

    পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

৯৬০ visit করে দিলাম।টিউনটি বেশ ভাল হয়েছে,কাজে লাগবে।প্রিয়তে রাখলাম।