নীতিমালায় এমন অনেক নীতি আছে, যা মেনে চলছি না

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

টেকটিউনস- নীতিমালায় এমন অনেক নীতি আছে যা অনেকেই মেনে চলছি না। হয়তো ভালো করে পড়েও দেখিনি। মন্তব্যের জন্যও যে নীতিমালা রয়েছে- অনেক কমেন্টারই হয়তো জানেন না। কতো নম্বর নীতিটি আমরা কে কতোবার লঙ্ঘন করেছি- তাও হয়তো আমরা জানি না।

আসুন, এর মধ্যে কোন্ নীতিটি থাকবে বা কোন্ নীতিটি বাদ যাবে এবং কোন্ নীতিটি আমরা পুরোপুরি মেনে চলবো- ভেবে চিন্তে ঠিক করি এবং যাঁরা নীতিমালা আপডেট করতে যাচ্ছেন, তাঁদের জানিয়ে দিই।

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নীতিমালা ঠিকই আছে,কিন্তু কেহই ইহা মেনে চলছেনা।

Level New

ai gula manle techtune eto hit hotona.

    Level 0

    কথাটা খারাপ বলেননি

হুম। আমি নিজেও তো মানি না।

Level 0

তবে যিদ্দু থেকে রেস্ট্রিকশন সরাইয়া নিলে আমি খুবই খুশি হই

অনেক সময় দেখা যায় কর্তৃপক্ষ নিজেই নিজের তৈরি করা নীতিমালার খেলাপ করছে,তা হলে বুঝেন সাধারনেরাতো করবেই তবে উচিৎ সবারই আইন মেনে চলা।ধন্যবাদ।

    Level 0

    আতাউর ভাই
    আপনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন কেন?

    Level 0

    আতাউর ভাই ঠিক ভাবে ধরিয়ে দিন
    মানে চখে আঙ্গুল দিয়ে যদি বোঝাতেন

    লাকী ভাই ধারুন ব্যস্ততায় দিন কাটাতে হচ্ছে তাই ঠিক মত নেটে বসতে পারছিনা তাই অনেক দিন টেকটিউন্সে আসতে পারিনাই,
    আমি যেদিন শেষ কমেন্ট করি টেকটিউন্সে সেখানে সম্ভবত আপনার টিউনও ছিল এবং সেখানে অনেক কিছু বলেছিলাম কর্তৃপক্ষকে এবং প্রমানসহ,উনারা যদি ভাল ভাবে দেখে থাকেন তা হলে আশা করছি অবশ্যই উনারা একটা কিছু ব্যবস্থা নিবেন আর যেহেতু নতুন নীতিমালা হচ্ছে দেখি সামনে কি হয় আপনি নিশ্চয় জানেন আমি কথা বলতে কাউকে ছেড়ে কথা বলিনা সামনেও বলবনা।

সহমত।

Level 0

রিপন ভাই, বড় টিউনার দের ফিরিয়ে আনার কোন নীতিমালা নেই??? ধন্যবাদ…।