[ দীর্ঘদিন পর পুনরায় ব্লগিং করা শুরু করলাম । কিন্তু কিছুই লিখতে পারছিলাম না । অবশেষে এটা লেখা শুরু করলাম । আশা করি কিছু হলেও কাজে লাগবে । ]
[এই লেখাটির লেখার দুটি কারণ আছে । প্রথমটি আগেই বলেছি । দ্বিতীয়টি হল, আমি নিজে যখন Qubee নিব না Banglalion নিবই সমস্যায় ছিলাম , তখন একটিও ভাল রিভিউ পাইনি । যদিও অমি ভাইয়ার পোষ্টটি কিছুটা হেল্পফুল ছিল । তাই নিজেই একটা রিভিউ দিলাম ]
পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ব্রডব্যান্ডের সার্ভিসে অতি সন্তুষ্ট (!) হয়ে আর টিকতে পারলাম না । অবশেষে অফলাইন জীবন । পড়ালেখার চাপে পড়ে নেটের ভূত কয়েকদিনের জন্য বনবাসে গেল । কিন্তু আর কয়দিন থাকা যায় ? খোজ শুরু করলাম ভাল সার্ভিসের । ওয়ার্ড(Wired) ব্রডব্যান্ড নেয়া যাবে না , EDGE এরও করুন অবস্থা , 3G এখনও আসে নাই ! পথ বাকি খালি WiMax না হলে BTCL এর ADSL ।
প্রথম প্রথম যখন Qubee এর কভারেজ ম্যাপ দেখলাম আমার এলাকায় লাইন নাই , তাছাড়া ১২৮ কি.বি. এর জন্য মাসে প্রায় ১০০০/- ও দিতে চাচ্ছিলাম না । তাই Banglalion এর খোজ নিলাম । দেখি কভারেজ এর মহা জটিল অবস্থা ! জায়গা জায়গা এক চিমটি এক চিমটি কভারেজ । অর্থাৎ এমন অবস্থা যেন আমার বাড়িতে আছে পাশের বাড়িতে নাই ! আমার জীবনেও এমন নেটওয়ার্ক দেখি নাই ! তবু ওদের ধানমন্ডি সেন্টারে গেলাম । এমনভাবে কথা বলল যেন পুরো বাংলাদেশ কভার করে ফেলসে । চানঁখারপুলেই নাকি ৩টা বেস স্ট্শেন ! ভালইতো নিলাম পল্টনের সিগন্যাল টেষ্টের লোকের ফোন নম্বর । ফোন দিতেই চক্ষু কপালে । আমার এখানে নাকি একটুও কানেকশন নাই ! দুই সপ্তাহ ফোনেই ঘুরালো আসাতো দূরের কথা ম্যাপে তাহলে কভারেজ দেখায় কেন এটাও বলতে পারলো না ।
তারপর আশা করলাম BTCL এর ADSL এর । লাইন ফি ২০০০/- + মডেম ফি ২৭০০/- লাগবে । ভালইতো । তাছাড়া BTCL এখন কোম্পানি হয়েছে , অন্যকোন ঝামেলাও হবে না । গেলাম BTCL অফিসে । আমার আবার একটু ঘোরা ফেরা করার অভ্যস । ঘুরতু ঘুরতে চোখে পরল আমাদের এলাকায় লাইনের নম্বর শেষ আর লাইন দেয়া হবে না ! তবুও ভিতরে গেলাম , এক ভদ্রলোক (!) আমাকে নিজে এসে রিসিভ (!) করলেন । কথা বার্তায় পরিস্কার হল সরকারি সার্ভিস অভ্যাসের দাস । শুধু কানেকশন নিতে খরচ হবে প্রায় ৪০০০/- (২০০০/- সরকারি চার্জ + ২০০০/- ইয়ে !) । অর্থাৎ নেটের মোট খরচ পড়বে কমপক্ষে ৭০০০/- । ফুরুৎ করিয়া উড়িয়া গেল আমার নেটের ভূতন্কর চৌধুরী ।
এবার ZOOM ছাড়া উপায় নাই । তবুও মন লিমিটেড কানেকশন নিতে চাইছিল না । আরেক বার ঢু মারলাম Qubee এর সাইটে । এবার দেখি পুরানো ঢাকার অধিকাংশ জায়গা কভারেজে এসে পড়সে । ব্যাস , এবার দৌড় Qubee এর দিকে । মাল্টিপ্ল্যানে যেয়ে কথাবার্তা সেরে আসলাম । মডেম ৩০০০/- + প্রথম মাসের চার্জ(১৫% ভ্যাট সহ) দিয়ে লাইন নিতে হবে । কানেকশন না পেলে টাকা ফেরত দিয়ে দিবে !!! তাই মাসিক চার্জের (প্রায় ১০০০/-) চিন্তা বাদ দিয়ে নিয়ে নিলাম একটা কানেকশন ।
কিন্তু চালানোর কিছুক্ষণের মধ্যেই অবস্থা খারাপ ! ডাউনলোড ঠিক আছে , Speed Test ও ঠিক আছে কিন্তু ব্রাউজিং করতে গেলে কান্না আসে । ঠিক করলাম আর এক টেস্টিং তারপর ফিরত । হঠাৎ মনে হল Windows 7 মেরে দেখি , হতে পারে Vista বা আগের লাইনের কোন সেটিংয়ের জন্য ঝামেলা হচ্ছে । প্রায় ১ বছর পর নিজ সিস্টেমে OS সেট আপ দিলাম । ব্যস তাপর থেকে সব মাখ্খন (!) । স্পিড ১৪-১৬ K.B. এর নিচে নামে না । ডাউনটাইমও প্রায় নাই । তবে আপলোড ডাউনলোডের ১/৪ ভাগ (আমার ১২৮ এ মাত্র ৩২) যা প্রচন্ড বিরক্তিকর । মডেমটাও জোশ । আইপি টেলিফোনিংয়ের ব্যবস্থা আছে, সরকার লাইসেন্স দিলে চালানো যাবে । তাছাড়া আমর এক বন্ধুর খবর পেলাম ওর কানেকশনে সমস্যা হওয়াতে Qubee এর লোক যেয়ে ফ্রিতে আউটডোর এন্টেনা দিয়ে এসেছে । ফলে আমি কিছুটা নিশ্চিন্ত সার্ভিসে সমস্যা হবে না ।
ভাল দিক:
১. লাইন ভালই , ডাউনটাইম নাই (প্রায়) ।
২. মডেমটাও ভাল ।
৩. যে স্পিড বলেছে তা থাকে ।
৪. মডেম সেটাপের ঝামেলা নাই , Plug & Play ।
মন্দ দিক:
১. আপলোড মাত্র ১/৪ ।
২. কাস্টমার প্যানেলের অবস্থা দেখলে হাসি পায় ।
৩. কাস্টমার কেয়ারে ফোন দিলে ২ মিনিটের আগে ধরে না ।
৪. আনলিমিটেড হলেও পুরা আনলিমিটেড না ।
[সার্ভিস সম্পর্কে এগুলো একান্তই ব্যাক্তিগত মন্তব্য । অন্যকারো অভিজ্ঞতা এর সাথে নাও মিলতে পারে ।]
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আমি কিউবী ব্যাবহার করতেছি। ৫১২ কেবিপিএর এর টা। ডাউনলোড স্পীড ফুল পাই। কিন্তু সাইট ব্রাউসের সময় কোন স্পিড পাই না। আমি ওদের কাস্টমার কেয়ারে কল দিয়ে বলেছি, কোন কাজ হই নাই।
তবে ডাউনলোড করার সময় অনেক মজা লাগে। আপনি একটা বেপার লিখেছেন যে এদের অনলিমিটেড না…….. আমি হিসাব করে দেখেছি যে দিনে ২৪ ঘন্টা ডাউনলোড করলে ও ঐ লিমিট পার করা সম্ভব না……….. এইটা করেছে জাস্ট হিসাবের জন্য……………..।