YAHOO , Gmail এ সতর্ক হোন
বিষেশ করে যারা মোবাইলে বা এন্টি ভাইরাস ছারা পিসি চালাচ্ছেন তাদের জন্য ।
এ নিয়ে হয়তো এর আগেও টিউন হয়েছে। কিন্তু আজও এমন হচ্ছে বলেই এই টিউনের পূনরাবৃত্তি করছি। হয়তো সতর্ক না হলে আপনার পাসওয়ার্ড, সহ আরো অনেক গুরুত্ব পূর্ন কিছু চুরি হয়ে যেতে পারে।
এবার একটু দেখে নেই কি ভাবে চুরি হচ্ছে
আজ ফেবু তে হঠাৎ এক ফ্রেন্ডের মেসেজ, বললো আমার ইয়াহুতে একটি মেইল এসেছে সেখানে লিখা আছে== (Dear Mail User,
This is a courtesy notice that you are nearing your 2GB data plan limit. You would be blocked from sending and receiving emails. if not confirmed withing 24 hours of receiving this automated mail You are advised to Click Here and re-login to effect the change *Important: In general, domestic data usage will be reflected within 24 hours.
Thanks,
Yahoo! Mail Team.)
সে বুঝতে না পেরে আমাকে মেসেজ করলো। উপরের Click Here লিখাটিতে একটি লিংক ছিলো আমি এখানে লিংটি দেইনি। ঔ লিংটি ছিলো একটি Phishing Link
লিংকটি তে ক্লিক করলে আমার ক্রোম ব্রাউজারে এমন দেখাচ্ছে। কিন্তু আমার বন্ধুর মোবাইলে একটি ইয়াহু পেইজ লগইন এর মতো দেখাচ্ছিলো আর বলা হচ্ছিলো ওখানে লগইন করতে।
এই লগইন এর মাধ্যমেই একজন ইউজারের সকল ইনফরমেসন হ্যকারের কাছে চলে যায়।
শুধু তাই নয় লগইন করার পর তাকে বলা হচ্ছিলো একটি এপ্স ডাইন লোড করার জন্য ।
ইউ টিউব খেকে একটি ভিডিও সেয়ার করলাম
এভাবেই একজনের গুরুত্বপূর্ন ডাটা, ইনফরমেসন বা যে কোনো একাউন্ট পাসওয়ার্ড আপনার অজান্তে চুরি হয়ে যাচ্ছে। আর আপনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই আপনার ব্যক্তিগত পিসি তে সবসময় এন্টি ভাইরাস ব্যবহার করুন। আর মোবাইল এ ব্যবহারে সাব্ধানতা অবলম্বন করুন। Phishing নিয়ে টিটি তে অনেক টিউন রয়েছে। এগুলো থেকেও Phishing সম্পর্কে আরো বিস্তারিতো জানতে পারবেন
কিভাবে আরো সতর্ক হবেন এ নিয়ে আগামি তে আবারো টিউন করবো।
ভুল হলে ক্ষমা করবেন।
আমি মোমেন ভূইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
100% I belive.Cz my email,paypal too many phishing mail asa.