সাশ্রয়ী মুল্যে Low Profile Graphics Card ব্যবহার করুন, গেমস ও ভিডিও এডিটের কাজ করুন সহজেই \/\/\/\
আসস্লামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন । আজ Low Profile গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু কথা শেয়ার করব । অনেকেই আছেন যারা মোটামুটি অনেক পুরনো PC ব্যবহার করেন, যার ফলে নতুন গেমস ও Adobe After Effect, ৩ ডি Max এর মত গ্রফিক্স ব্যবহ্রিত সফটওয়্যার নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও গ্রাফিক্স কার্ড না থাকার কারনে করতে পারসেন না , mother board এ PCIE 3.0 port না থাকায় নতুন গ্রাফিক্স কার্ড কিনতে পারছেন না । অথছ ২০০৫-২০০৭ এর মধ্যে যে সকল গেমস আসেছে সেগুলো অন বোর্ড গ্রফিক্সে খেলা গেলেও নতুন গেমস গুলো গ্রফিক্স ছাড়া খেলা একেবারেই অসম্ভব । 🙄
এই টিউনের মুল উদ্দেস্য এটি । আশা করি অনেকের কাজে আসবে । 😆
এবার প্রথম কথায় আসি , Low Profile গ্রাফিক্স কার্ড কি?
Low Profile Graphics Card হচ্ছে ছোট সাইজের ভিডিও কার্ড যা সাধারন সাইজের ভিডিও কার্ডের মতই একই টেকনোলোজি দারা তৈরি । এই কার্ড গুলো কম dimension এর ভিডিও আউটপুট করে থাকে ।
যারা ১৫" বা ১৭" মনিটর ব্যবহার করেন তাদের জন্য এর কোন তুলনা হয় না । যাদের অনেক আগের motherboard ব্যবহার করেন যেমন ইন্টেল এর DG31 pr sires তাদের AGP অথবা PCIE 1.0/ 2.0 x16 স্লট আছে যেখানে নতুন PCIE 3.0 স্লটের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যায় না তাদের জন্যও Low Profile কার্ড বেস্ট
1. Radeon HD 5450 (রেডিওন এইচডি ৫৪৫০)
এই কার্ডটির বৈশিষ্ট্য হল এর কোন কুলিং ফ্যান নেই । খুব কম কারেন্ট খরচ করায় কার্ড গরম হয় সামান্য । অপেক্ষাকৃত কম রেজোল্যুশনের গেমস ভালভাবে চলবে ও 'Farcri 3' এবং 'Crisis 3' low configure এ খেলা যাবে । আর প্রায় সকল এডিটের কাজ করা যাবে কোনরকম ল্যাক ছারাই । তবে প্রসেসর স্পিড ভালো আবস্যক।
2. Radeon HD 5670 (রেডিওন এইচডি ৫৬৭০)
3. Radeon HD 6570 (রেডিওন এইচডি ৬৫৭০)
4. Radeon HD 6670 (রেডিওন এইচডি ৬৬৭০)
5. Radeon HD 6750 (রেডিওন এইচডি ৬৭৫০)
এটা ৮৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তাই অবশ্যই এক্সট্রা ফ্যান ইউজ করতে হবে ।
6. Radeon HD 7750 ( রেডিওন এইচডি ৭৭৫০)
Nvidia GTS 250 (এনভিডিয়া জিটিএস ২৫০)
জিপিএউ - ৭৩৮ Mhz
টেক্সচার ফিল রেট - ৪৭.২
মেমোরি - GDDR ৫
মেমোরি বাস - ২৫৬ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ২ টি ডিভিয়াই
র্যাম - ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 440 (এনভিডিয়া জিটিএস ৪৪০)
জিপিএউ - ৮১০ Mhz
টেক্সচার ফিল রেট - ১৩
মেমোরি - GDDR ৫/ ৩
মেমোরি বাস - ১২৮ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ১ টি ভিজিএ , ১ টি ডিভিয়াই , ১ টি এইচডিএমাই
র্যাম -৫১২ মেগা ও ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 450 (এনভিডিয়া জিটিএস ৪৫০)
জিপিএউ - ৭৮৩ Mhz
টেক্সচার ফিল রেট - ২৫.১
মেমোরি - GDDR ৫
মেমোরি বাস - ১২৮ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ২ টি ডিভিয়াই ও ১ টি এইচডিএমাই
র্যাম - ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 640 (এনভিডিয়া জিটিএস ৬৪০)
জিপিএউ - ৩৮৪/১৪৪ Mhz
টেক্সচার ফিল রেট - ১৭/২৭
মেমোরি - GDDR ৫/৩
মেমোরি বাস - ১২৮/১৮৩ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ১ টি ডিভিয়াই ১ টি এইচডিএমাই ও ১ টি ভিজিএ
র্যাম - ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬ / PCIE ৩.০ x ১৬
গেমস খেলার ব্যাপারে AMD কার্ড যেমন বেস্ট ঠিক তেমনি Nvidia গ্রাফিক্যাল কাজ ও এডিটিং এর জন্য তুলনাহিন । তাই ঠিক কোন কাজে ব্যবহার করা হবে তা ভেবেচিন্তে কার্ড কিনুন যার ফলে অনেক দিন নিশ্চিন্ত থাকা যাবে ।
গ্রাফিক্স কার্ড প্রধানত AMD ও Nvidia বানালেও এই প্রোডাক্ট গুলো কিছু ব্রান্ড বিক্রি করে থাকে যেমনঃ ASUS, Shapphire, Gigabit, XFX, EVGA ইত্যাদি । আর তাদের পন্যের দাম গুলোর তফাথ অনেক তাই নির্দিষ্ট করে কোন কার্ডের দাম লিখতে পারলাম না । তবে ২৫০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে উপরুক্ত কার্ড গুলি কিনতে পারবেন ।
আর গ্রাফিক্স কার্ড সম্পর্কে বেসিক জিনিস জানা থাকলে কার্ড রিভিউ ও কম্পেয়ার করতে এই সাইট এ জেতে পারেন ।
কোন ভুলত্রুটি হলে ক্ষমা করবেন । আর ভুলগুলি ধরিয়ে দিবেন শুধরানর চেষ্টা করব, সমস্যা থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব সমাধান দেওার ।
ধন্যবাদ
আমি মাহফুজুর রহমান বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.