এই মুহুর্তে বাংলাদেশী বাজারের সর্বনিম্ন মূল্যের কোয়াড কোর ট্যাব Gadget Gang 7 এর বাজারজাতকৃত ONDA V719 3G ইউজার এক্সপেরিয়েন্স এবং হ্যান্ড্‌স অন রিভিউ….

আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। ঈদের প্রায় চার দিন হয়েই গেছে তবুও ঈদের শুভেচ্ছা । কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক ভাল আছেন। এবার ঈদে গ্যাজেট গ্যাং ৭ এর বাজারজাতকৃত ONDA V719 3G এন্ড্রয়েড ট্যাবলেটটি কিনলাম। আগেই রিভিউ করার ইচ্ছা থাকলেও প্রায় ১৫ দিনের মত ব্যবহারের পরই এটি নিয়ে লিখতে বসলাম। আশা করছি যারা কিনেছেন তারাতো জানেনই আর যারা কিনেননি বা কিনতে ইচ্ছুক তাদের কাজে লাগবে আশা করছি। প্রথমেই এই ট্যাবের স্পেসিফিকেশন দিয়েই শুরু করছি। তবে বরাবরের মত রিভিউ না করে আমি এর দূর্বলতাকেই আগে তুলে ধরব যাতে করে আফসোস করতে না হয়।

আসুন প্রথমেই এই ট্যাবের ছবিটি দেখে নেওয়া যাক। (আমি নিজেও সাদা রং এরটি ব্যবহার করছি)

স্পেসিফিকেশনঃ

প্রসেসরঃ মিডিয়াটেকের MT8382 ১.৩ গিগা হার্টজ

জিপিইউঃ Mali 400MP (এটি ডুয়াল কোর ৫০০ মেগা হার্টজ ক্লক স্পিডের)

র‍্যামঃ ১ গিগা বাইট এর মধ্যে ব্যবহার করতে পারবেন ৯৭০ মেগা বাইট

রমঃ ৮ গিগা বাইটের যার মধ্যে এপ্‌স ইন্সটলের জন্য ১০০৮ মেগা বাইট এবং ইন্টারনাল ইউএসবি স্টোরেজ হিসেবে ৫.৩০ গিগা বাইট ব্যবহার করতে পারবেন।

ডিসপ্লেঃ ৭" সাইজের ১০২৪*৬০০ পিক্সেলের যা ১৬০ ডিপিআই এর বলা হয়েছে আইপিএস ওজিএস টেকনোলজির

ব্যাটারীঃ ২৮০০ মিলি এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারী

এতে আছে ডুয়াল সিম সুবিধা।

কানেক্টিভিটঃ ব্লুটুথ, ওয়াই ফাই, ৩জি, ইডিজিই এবং ওটিজি ।

এতক্ষন এই ডিভাইসটির স্পেসিফিকেশন বললাম এবার জেনে নিন এটির বাজার মূল্য। বর্তমান মূল্য ৮৭০০ টাকা তবে ঈদের আগে ৭৭০০ টাকায় বিক্রি হয়েছে।

এ ডিভাইসটি আপনার কেনা একদমই ঠিক হবে না যদি না আপনি নিচে উল্লেখিত বিষয় গুলো মেনে নিতে পারেন।

০১. ডিসপ্লেঃ

যদিও বলা হয়েছে এর ডিসপ্লে আইপিএস ওজিএস টেকনোলজির কিন্তু এর পিক্সেল ডেনসিটি খুবই কম ১৩৫ পিপি আই। ভিউ এ্যাঙ্গেল খুবই সাধারণ মানের। এই ডিভাইসের ডিসপ্লে আপনাকে হতাশ করবে যদি কিনা আপনি খুব ভাল রেজ্যুলেশনের আশা করে থাকেন। কিন্তু এই ডিসপ্লেটি ৫ পয়েন্টের মাল্টিটাচ সাপোর্ট করে। কিন্তু এটি যদি হয়ে থাকে আপনার প্রথম ট্যাব তবে আশ করছি হতাশ হবেন না। তবে আপনি যদি ইতিমধ্যেই উন্নত ডিসপ্লে যুক্ত স্মার্ট ফোন কিংবা ট্যাব ব্যবহার করে থাকেন তবে আপনি চরম ভাবেই হতাশ হবেন।

০২. ব্যাটারীঃ

এতে ব্যবহার করা হয়েছে ২৮০০ mAh li-ion ব্যাটারী যা ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৪-৫ঘন্টার মত(কম্পিউটারের ইউএসবি) কেননা এর সাথে কোন চার্জার ফ্রি দেওয়া হয়নি। তবে ৫ ভোল্ট ১০০০mA আউটপুটের চার্জারে ফুল চার্জ হতে সময় লাগবে ২.৩০-৩ ঘন্টা। এবং আপনি যদি ব্যাটারী সেভার এপ্লিকেশন ব্যবহার করেন তবে এটি প্রায় ৬-৭ ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং কিংবা ২-৩ ঘন্টা গেম বা মুভি দেখার কাজে লাগবে। অবশ্যই ৫ ঘন্টা(কম্পিউটারের ইউএসবি) চার্জ করে ২ ঘন্টা গেম খেলে মন ভরবে না। তবে স্ট্যান্ডবাই মোডে এটি খুবই কম ব্যাটারী ড্রেইন করে।

০৩. ক্যামেরাঃ

এতে ব্যবহার করা হয়েছে ভিজিএ মানের ফ্রন্ট ক্যামেরা এবং দুই মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা। যা খুবই সাধারন মানের। এটি ছবি তোলার জন্য ব্যবহার করার চিন্তা করাটা বোকামী মনে হয় আমার কাছে। তবে ফ্রন্ট ক্যামেরাটি ভিডিও চ্যাটের জন্য মোটামোটি উপযোগী। আর মজার ব্যাপার হল এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি এইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন (৭২০পি)।

০৪. রমঃ

এর রম এবং ইন্টারনাল মেমরি হতাশ করবে হার্ডকোর / সফ্‌ট কোর গেমার দের। কেননা ডিফল্ট রাইট ডিস্ক হিসেবে আপনি এসডি কার্ড সিলেক্ট করে দিলেও এটি ইন্টারনাল ইউএসবি মেমরিতেই রাইট করে। এপ্স মুভ করতে পারবেননা। তাই বড় সাইজের গেম বা এপ্লিকেশন ইন্সটল করলে খুব দ্রুতই আপনার ডিভাইসের মেমরি শেষ হয়ে পড়বে। তবে আপনি যদি রুট করে মেমরি সোয়াপ করে নেন তবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

০৫. সাউন্ড কোয়ালিটিঃ

এর সাউন্ড কোয়ালিটি খুবই নিম্ন মানের। যে ডিফল্ট স্পিকারটি ব্যবহার করা হয়েছে তার কাছে খুব বেশি আশা করা ভুল। এছাড়া এই ডিভাইসের সাথে কোন হেডফোন ফ্রি দেওয়া হচ্ছে না। বেশিরভাগ প্রচলিত মোবাইলের হেডফোন এটিতে সমর্থন করছে না, তবে কম্পিউটারে ব্যবহার যোগ্য ৩.৫ মিমি. সকল হেডফোনই ব্যবহার করতে পারবেন। আমি নোকিয়ার কয়েকটি হেডফোন ব্যবহার করে শুধু মাত্র নোকিয়া এক্স এর হেডফোনটিই ব্যবহার করতে সক্ষম হয়েছি।

এতক্ষন শুধু ডিভাইসটির বদনামই করলাম। ।

তাহলে এবার আসুন দেখে নেই কেন এটি কেনা যেতে পারে...

১. অপারেটিং সিস্টেমঃ

এতে ব্যবহৃত হয়েছে জেলীবিন ৪.২.২ এর কাস্টমাইজ্‌ড ভার্ষন। এতে খুব দ্রুত ট্রানজিশনেও সামান্য ল্যাগ পাইনি। চাইনিজ রম হওয়াতে ইন্সটল্‌ড এপ্‌স MIUI এর মত ডেস্কটপেই থেকে যায়। এখনও সব ডিভাইসে ঢালাও ভাবে কিটক্যাট ব্যবহার শুরু হয়নি তাই এই ওএস আপনাকে হতাশ করবে না। যথেষ্ট স্ট্যাবল একটি রম ব্যবহৃত হয়েছে। এছাড়াও ওয়্যারলেস ফার্মওয়্যার আপডেট ও সাপোর্ট করে।

২. পাওয়ার ফুল কনফিগারেশনঃ

১.৩ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর ১ গিগা বাইটের র‍্যাম এবং মালি ৪০০এমপি র এই কনফিগারেশন স্মুথ এন্ড্রয়েড এক্সপেরিয়েন্সের জন্য যথেষ্ঠ। মাল্টিটাস্কিং কিংবা হাই গ্রাফিক্স এর গেম বা এপ্লিকেশন চালাতে কোন সমস্যাই হচ্ছে না এই কনফিগারেশনে। তার চাইতেও বড় কথা এই মূল্যে এর মত কনফিগারেশনের একটি ট্যাবও বাজারে নেই।

৩. এইচডি পারফর্ম্যান্সঃ

এতে আপনি অনায়াসে ১০৮০পি বা ফুল এইচডি ভিডিও চালাতে পারবেন , কোন ধরণের ল্যাগ প্রত্যক্ষ করিনি। সেই সাথে এইচডি গেম গুলো খুবই স্মুথলি এবং ফুল গ্রাফিক্সেই খেলে দেখেছি। গেম খেলার সময় আপনার মনেই হবে না যে আপনি একটা লো বাজেট ট্যাবে গেম খেলছেন। এতে আপনার আলাদা কোন ভিডিও প্লেয়ার ব্যবহারেরও প্রয়োজন হবে বলে মনে হয় না। কেননা এর ডিফল্ট ভিডিও প্লেয়ার প্রায় জনপ্রিয় সব ফরম্যাটের ফাইল প্লে করতে পারে এবং ফুল এইচডি তে।

৪. ভ্যালু ফর মানিঃ

সব চাইতে যে বিষয় টি গুরুত্ব পায় তা হল মূল্য। নিঃসন্দেহে আপনার গাঁটের পয়সার অপচয় হবে না এই ট্যাব টি ব্যবহারে। ওভার হিটিং ইস্যুটি যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ডিভাইসে কোন সমস্যা থেকে থাকতে পারে, কেননা আমার ডিভাইসে এমন সমস্যা হয়নি। তারা অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। আরও একটি ব্যাপার যা প্রশংসার দাবী রাখে গ্যাজেট গ্যাং ৭ তাদের বাজারজাত কৃত ডিভাইস গুলো রুট করলেও বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। তাই ডেভলপমেন্ট ঝুঁকি নেওয়া যেতেই পারে।

আসুন দেখে নেই এই ডিভাইসের বিভিন্ন বেঞ্চ মার্ক সফ্‌টওয়্যারের স্কোরঃ

প্রথমেই Antutu 4

   

Quadrant pro

Nenamark II

মন্তব্যঃ

যদি আপনি সাধারণ ডিসপ্লে এবং গতানুগতিক মানের টাচ, ক্যামেরা, ব্যাটারী এই ব্যাপার গুলোকে মেনে নিতে পারেন তবে আশা করছি এই ট্যাব নিয়ে খুশিই থাকতে পারবেন। এই ট্যাব টি প্রি অর্ডারে মাত্র ৭৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। এই মুহুর্তে অফারটি চালু আছে কিনা তা আমি নিশ্চিত করতে পারছিনা। তবে আমার মনে হয় দাম হিসেবে ট্যাবটি বেশ ভাল মানের আর সাথে যেহেতু এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, তাহলে আর কি? আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ্‌ হাফেজ।

উল্লেখ্য গ্যাজেটগ্যাং ৭ রুটকৃত ডিভাইসেও ওয়ারেন্টি সেবা প্রদান করে থাকে। এই টিউন সম্পুর্ণ সতন্ত্র। গ্যাজেটগ্যাং৭ এর সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ এত গোছানো একটা টিউন করার জন্য। আমি নিজেও ভাবছিলাম এই ট্যাবটি কেনার কথা কিন্তু কনফিউজড ছিলাম। অনেক কিছুই ক্লিয়ার হলাম আপনার টিউন পড়ে।

Thanks for shearing

ধন্যবাদ !

ভাই কুমিল্লায় এই ট্যাব টি কিনতে পারব।

    @জাহিদ হাসান: দুঃখিত, তবে আপনি মুল বাজারজাত কারী প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখুন আমার পক্ষে তথ্যটি দেওয়া সম্ভব হচ্ছে না। http://www.gadgetgang7.com