বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটা পথ এগিয়েছে যে, সেখান থেকে একজন মানুষ প্রযুক্তি তথা টেকনোলজিকে বাদ দিয়ে একটা মুহর্তও কল্পনা করতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রযুক্তি ব্যবহারে যতটা না পিছিয়ে তারচেয়ে বেশি পিছিয়ে প্রযুক্তি চর্চায়। তাই আমাদের জন্য প্রয়োজন এমন একটা যায়গা যেখানে সবাই মুক্তভাবে প্রযুক্তি চর্চা করতে পারে। এই ভাবনাকে অন্তরে ধারণ করে দীর্ঘ এক মাস পরিশ্রমের ফল স্বরূপ চালু করা হল বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারে নতুন সাইট http://www.technologybd.com । সকলকে প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চে অমন্ত্রণ রইল।
বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারের লক্ষে যে কেউ সাইটে subscriber হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তীতে আগ্রহ প্রকাশ করলে তাকে লেখক করে দেওয়া হবে । লেখক হওয়ার জন্য সাইটে গিয়ে মন্তব্য দিন অথবা মেইল করুন [email protected] ঠিকানায়।
সকলের মতামতের প্রত্যাশায় রইলাম।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
সাইটের টেমপ্লেট পছন্দ হয়নি!