ওয়াল্টন এবার আরও একটু নতুন ফোন তাদের স্মার্ট-ফোন ক্যাটাগরি তে যোগ করতে যাচ্ছে জাতে আছে ১৩ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি রেম, ১.৭ GHz প্রসেসর। এটির আরও অনেক সুন্দর, আকর্ষণীয় এবং শক্তিশালী ফিচার আছে। এটিতে ৩ জি ও সাপোর্ট করবে যা এখন কার ব্যবহারকারী দের সব চেয়ে বড় চাওয়া। তারা এই ফোন টি গত কাল তাদের ফেসবুক ফেন পেজ মাধ্যমে ঘোষণা করেছেন সাথে এটির কি কি ফিচার থাকবে তাও আলোচনা করেছেন। আশা করি ফোন টি খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে। এটি অনেক টা Primo S2 এর ফিচার গুলোর মতো। চলুন দেখে নেই এই ফোন টি তে কি কি ফিচার থাকছে।
(Processor) প্রসেসর ঃ 1.7 GHz Quad Core
(RAM) রেমঃ ২ জিবি এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার
(3G) ৩ জি নেটওয়ার্ক সাপোর্ট
(4G) ৪ জি ঃ নো, ৪ জি থেকে ও কোন লাভ নাই কারণ বাংলাদেশ এ এখনো ৪ জি আসে নাই তাই না থাকাই ভালো।
(GPU) জিপিইউঃ Mali 450 GPU
(OS) অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন, আমার মনে হয় এই জিনিস টা ওয়াল্টন একদম সঠিক করতে পারে নাই তাদের উচিৎ ছিল কিটকাট আপডেট করা। আশা করি তারা কিটকাট আপডেট এর কোন অপশন রাখবেন।
(Internal) ইন্টারনাল মেমোরি ঃ ১৬ জিবি
(External) এক্সটারনাল মেমোরিঃ ৬৪ জিবি
(Bluetooth) ব্লুটুথঃ ইয়েস, ভার্সন ৪
মাইক্রো ইউএসবিঃ ইয়েস, ভার্সন ২
মেইন ক্যামেরাঃ ১৩ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগা পিক্সেল
Lithium-ion ব্যাটারি এবং ২২০০ mAh ক্যাপাসিটি
ফ্ল্যাশ লাইটঃ ইয়েস
ডিসপ্লে সাইজঃ ৫ ইঞ্চি ফুল এইচডি।
OTG ফিচার সাপোর্ট Bangladesh vs Zimbabwe 1st T20 Live Streaming & Highlights 2016 ।
আজ এই পর্যন্তই আগামীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে টিউন করতে পারব। ইচ্ছা করলে। ধন্যবাদ সবাইকে
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Welcome to Walton