ওয়াল্টন কোম্পানি আরও একটি ফোন তাদের অ্যান্ড্রয়েড এর সিমানা তে যোগ করল। এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যেগুলো মানুষ কে ফোন টি কিনার জন্য আগ্রহী করে তুলবে। ওয়াল্টন আসলেই দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। অনেকে এই মোবাইল টি দেখে মজা করে বলছে যে, ওয়াল্টন বাজারে এবার পারমাণবিক বোমা আনছে, যারা এ কয়েক দিনের মধ্যে ওয়াল্টন এর শো রুম এ গেচেন তারা হয়ত আঁচ করে ফেলছেন। হাহাহা 😀 বলবেই ত কারন এটি তে যে ফিচার গুলো যোগ করা হয়েছে এগুলো দেখলে মানুষ ত এমনিতেই পাগল হয়ে যাবে (মজা করলাম রাগ কইরেন না) । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যা হয়ত আগের ওয়াল্টন এর কোন মোবাইল এ ছিল না। যথা ঃ ৩ জিবি রেম, ১৬ মেগা ফিক্সেল ক্যামেরা এবং ২.২৬ GHz Quad কোর প্রসেসর। Bangladesh vs Zimbabwe 1st T20 2016 Highlights চলুন এই ফোন টির আরেও ফিচার গুলো দেখে নেই।
অপারেটিং সিস্টেম ঃ অ্যান্ড্রয়েড ৪.৩। এই ইনফর্মেশন টা ভুল হতে পারে কারণ ওয়াল্টন officially কিছু জানাই নাই। হয়ত এই ফোন টি কিট কাট ৪.৪ অপারেটিং সিস্টেম নিয়ে আসতে পারে।
রেম ঃ ৩ জিবি, এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার।
রোম (ইন্টারনাল মেমোরি) ঃ ৩২ জিবি।
মেইন ক্যামেরা ঃ ১৬ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ঃ ৮ মেগা পিক্সেল
৩ জি : ইয়েস।
৪ জিঃ ইয়েস।
ব্যাটারি ঃ 2500 mAh Li-ion Polymer Battery
ফ্ল্যাশ লাইট ; ইয়েস
প্রসেসর ঃ 2.26 GHz Quad-Core
ডিসপ্লে ঃ ৫.৫ ইঞ্চি
এই ফোন এর কিছু ফিচার ভুল ও হতে পারে কারণ ওয়াল্টন এখনো officially ফিচার ঘোষণা করে নি।
আজ এই পর্যন্তই আগামীতে আরও নতুন কিছু নিয়ে টিউন করতে পারব বলে আশা করছি। ধন্যবাদ সবাই কে।
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sob dekhe khusi hoilam. Kintu damtato bola dorkar chilo. Dam koto?