Walton কয়েক দিনের মধ্যে অনেক গুলো নতুন নতুন মোবাইল এনেছে বাজারে । আজকে walton এবার আরও একটি নতুন ফোন ঘোষণা করেছে । Walton অনেক ক্রেতা হারিয়েছিল রেম কম থাকার কারণে । walton এর অনেক গুলো ফোন এ সব কিছু ঠিক ছিল কিন্তু রেম টা কম থাকত । অনেক মানুষ এই ব্যাপারে অভিযোগ জানালে walton এই ব্যাপারে বিবেচনা করে নতুন মোবাইল টি তে ১ জিবি রেম দিয়েছে । আশা করা যাচ্ছে এই মোবাইল টি বাজারে বাজীমাত করবে ।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ।
১.২ quad কোর প্রসেসর ।
রেম ঃ ১ জিবি
রোম অথবা ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
external মেমোরি ঃ Up to 32 GB
৩জি ; ইয়েস । এটি তে ৩ জি ইন্টারনেট স্পীড সাপোর্ট করবে ।
৪ জি ঃ নো । হুম এটিতে ৪ জি সাপোর্ট করবে না । অবশ্যই এটা আমাদের দরকার ও হবে না এত তাড়াতাড়ি ।
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
shironam ta aktu poriborton koren নতুন মোবাইল noy notun pad hobe.