Exclusive Walton Primo E2 হ্যান্ড-অন রিভিউ::.

বর্তমানে Walton এর  সবচেয়ে কম দামে complete Smartphone হিসেবে আমি এটাকেই Support দেব। সময় কম থাকায় একটা Short Hand on Review দিয়ে দেই।

Primo E2 Facebook Group

এক নজরে Walton Primo E2

Network: (2G+3G Network) GSM 850 / 900 / 1800 / 1900 ;   UMTS 2100, HSPA+

CPU: 1.3 GHz ডুয়াল কোর (VFPv4, NEON)

Processor:( ARMv7 processor.VFPv4, NEON)

GPU: Mali-400mp

Display: 4” ইঞ্চি WVGA capacitive Touch

Regulation: (480x800),240 পিপিআই

Ram : 512MB (For Use 468Mb available 160+MB)

Internal: Internal Storage 4GB (1.78GB for use, 2GB fro apps),

Storage: MMC supports 32GB

Camera: 3.2MP and front VGA

Flash : Dual Flash (কিন্তু কাজের না)

Battery: 1500 mAh

OS: Android 4.2.2 (JellyBean)

Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS

Application:Facebook, Kingsoft Office,Skype.Chrome. Viber etc.

Bluetooth: Bluetooth V4

Micro USB V2 

কোয়ালিটি ও ডিজাইন

দাম হিসেবে এর কোয়ালিটি ও ডিজাইন খুবি ভালো। অন্যান্য মোবাইল এর মতোই এর ফুল প্ল্যাস্টিক বডি। আর ডিজাইন Walton এর Official website এ দেখানও ফটো থেকে অনেক ভালো। যাদের ডিজাইন নিয়ে সংসয় আছে তাদের বলবো কাছের কোনও দোকানে গিয়ে ফোনের ডিজাইনটা দেখে আসতে, খুবি সুন্দর।


ডিসপ্লে, টাচ ও ইন্টারফেস

ডিসপ্লে ব্রাইটনেস খুবি ভালো, সূযের আলোতেও ডিসপ্লে সুন্দর ও স্পষ্ট দেখা যায়। আর টাচের কথা বলাই জাবেনা, পুরা মাখন। ইন্টারফেস আকদম সাধারণ কোনও পরিবরতন আনা হয়নি।

ক্যামেরা, গেমিং, মিউজিক

ক্যামেরা একদমি Normal. ফটগ্রাফ্যিদের জন্য এ ফোন না নেওয়াই ভালো।

যারা আকদম অল্প মুল্লে HD গেমিং এর স্বাদ নিতে চান তাদের জন্য Parfect একটা ফোন এই দামে। আমি এটাতে Dead Trigger HD, Modern Combat 4, NFS Most Wanted, Asphalt 8, FIFA 14 সহ আর বেশ কয়েকটা HD গেম খেলে দেখেছি, কোনও Problem হয়নি।

মিউজিক এর দিক দিয়ে এটাতে আহামরি কিছু নাই; কিন্তু এর সাথে দেওয়া Headphone টি আকদম বাজে।

বেঞ্চমার্ক, নিনামার্ক২ স্কোর

AnTuTu Benchmark v4.1 এ এর  স্কোর ১০৯৭২ (অর্থাৎ ১১০০০ প্রায়)

Nenamark2 তে এর স্কোর ৪২.৯

ভালো দিক

কম দাম (৫৯৯০/- টাকা); অসাধারণ 3D গ্রাফিকস; সব HD গেম খেলা যায়; টাচ রেসপন্স; সুন্দর ডিজাইন।

মন্দ দিক

এই দামে আপনি কোনও বিশ্ব  জয়ই আহামরি কোনও ফোন আশা করতে পারেননা। সে হিসেবে এই মোবাইল এর মন্দ দিক অনেক কম। তবুও...

এর ফ্লাস ডুয়াল হলেও ছবি তলার সময় নিজের পরিচয় দিতে পারেনা, অথচ টর্চ হিসেবে ব্যবহার করলে অনেক বেশী আলো পাওয়া যায়।

মিউজিক কয়ালিতি মোটামুটি কিন্তু আপনাকে নতুন একতা Headphone কিনতে হবে।

সবশেষে বলতে হয় বাজেট হিসেবে এটা একটা Best মোবাইল। একি দামে পাওয়া Symphony w66 থেকে এটা অনেক Better হবে; আমি নিজে compare করে দেখেছি...। আজ এই পর্যন্তই।

এছাড়াও Walton Primo E2 রুট, CWM রিকভারি, Custom Rom এবং বিস্তারিত রিভিউ (ফটো সহ) দেখতে আমাদের Facebook অফিসিয়াল গ্রুপে Join করুন.. Walton Primo E2 users

Level 0

আমি Crazy_SOPNIL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিজ্ঞান সম্পরকে জানতে এবং জানাতে আমার টেকটুনস এ আসা !!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Charge kemon thake vaiya????
Ar photo quality Kemon pls bolben….

    @sohel ashfaq: Charge not bad– Normal use a 1.5-2 din.
    Photo semple dekhte amader Group dekhun (Upload Problem er jonno ekhane dite parlamNa) 🙂

Level 0

joss laglo bro.tq

Level 0

vy charge somporkw kisu leklen na……..r set a kemon multi tasking kora jai……………………Sobsese apnaki tnx ato sundor akti post korar jonno….. asha kori full revew khub taratare diben

    @tahmid116: Sorry for oi topicTa missing;
    Charge not bad– Normal use a 1.5-2 din…….512mb holeo besh valo vabei Multi-Task kora jay (Ami test korini But 6ta porjonto korchi)…….. Sobsheshe apnakeo Tnx amar post a comment korar jonno!! 🙂 😉

atate developer option ta nai..pc theke apps install kora jabe na..

    @mdarifsadik: Developer option on korte Amader Group er “Walton Primo E2 Tools BOX” nam a Doc tite thaka appti Install korun…

Level 0

vy Connectivity nia kisu leklen na……….net speed kemon , wifi kotota kazer

ভাই e2 বেশি ভাল হবে নাকি f2 জানালে অনেক ভাল হত ।