বাংলাদেশে কোরিয়ান মুভির ভক্ত ভালোই আছে । কিন্তু তার তুলনায় মুভিখোরদের সংখ্যা অনেক গুণ বেশি । অনেক মুভি পাগল , ভালো এবং ভিন্নধর্মী মুভি দেখতে পছন্দ করেন । কিন্তু হলিউড এবং বলিউড সে চাহিদা পুরোপুরি মেটাতে পারে না । তাই তাদের অন্য মুভির খোঁজ করতে হয় । তাই তারা অন্য দেশের মুভি দিকে তাকায় ।
আমার মতে , কোরিয়ান মুভি তাদের ভালো লাগবে । কোরিয়ান মুভির ভালো মানের জন্যই দিন দিন কোরিয়ান মুভির ভক্ত বাড়ছে । কিন্তু অনেক মুভি পাগলেরা কোরিয়ান মুভি সম্পর্কে জানেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , কোরিয়ান মুভি যদি একবার দেখা শুরু করেন তাহলে খালি দেখতে ইচ্ছা করবে ।
আমরা আগে শুনতাম যে , বাংলাদেশীরা অমুক মুভি নকল করেছে । ইন্ডিয়ান মুভি অমুক হলিউড মুভি নকল করেছে । নকল বলে মনে হয় অপমানিত করলাম । ক্ষমা করে দিবেন । নকল না , ভালো লেগেছে তাই অনুরুপ করে বানিয়েছে । ঠিক সেই রকমই হলিউড একটি কোরিয়ান মুভির অনুরুপ একটি মুভি বানাচ্ছে , নাম অপরিবর্তিত রেখে । অনেক কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।
মুভিটি ২০০৩ এ মুক্তি পায় । মুভিটির imdb রেটিং ৮.৪ । কিন্তু আমার রেটিং ৯ এবং এটা আমার দেখা সেরা কোরিয়ান মুভি । মুভিটি দেখার বয়সসীমার রেটিং হলো R । মুভিটি তিনটি বৈশিষ্ট্য রয়েছে , টা হলো ড্রামা , থ্রিলার এবং রহস্য । মুভির ঘটনা গড়ে উঠেছে মুভির মূল চরিত্র হো ডা সু কে নিয়ে । ওহ ডা সু কে কোনো কারন ছাড়াই তার কিডন্যাপার ১৫ বছর জেলে আটকে রাখে । এবং জেলটি ছিলো একটি হোটেলের মতো ।
১৫ বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় । ছাড়ার পর হো ডা সু তার কিডন্যাপারের কাছ থেকে কল পায় । কিন্তু কিডন্যাপার তাকে কেন ১৫ বছর আটকে রাখার কারন বলতে অস্বীকৃতি জানায় ।
মুভির মূল চরিত্র জা সুং একজন আন্ডারকভার পুলিশ অফিসার । সে গোল্ডমুন গ্যাং এর একজন অন্যতম ব্যক্তিত্ব । হঠাৎ গোল্ডমুনের প্রধান নিয়ন্ত্রক মারা যায় । তারপর গোল্ড মুনের নতুন পরিচালক নির্বাচনে দরকার পড়ে । গোল্ড মুনের প্রধান হওয়া নিয়ে জা সুং এর ঘনিষ্ঠ বন্ধু জেওং ছেওং এর সাথে লি জাং এর শত্রুতা বাঁধে । হঠাৎ ঘটনা অন্য দিকে মোড় নেয় । জা সুং এর রিপোর্ট অনুসারে জা সুং এর সহকর্মী সিক চই , লি জাংকে গ্রেফতার করে । লি জাং মনে করে জেওং ছেওং এর জন্য তাকে বন্ধি হতে হয়েছে । ঘটনা তীব্র আকার ধারন করতে থাকার মাঝখানে জেওং ছেওং আবিষ্কার করে জা সুং একজন আন্ডারকভার কপ । ফলে ঘটনা আবারো অন্য দিকে মোড় নেয় ।
মুভির অ্যাকশান গুলো আমার কাছে অসাধারন লেগেছে । সাথে রয়েছে চমৎকার থ্রিলার ভাব । ফলে এটিও একটি অসাধারন মুভি । আর ঘটনা বার বার অন্যদিকে ঘুরে যাবে , তা দেখে আপনারা অনেক মজা পাবেন ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
Korian ra movie niye khela kore….oshadharon shob movie banay ora….