২ টি কোরিয়ান মুভি আপনার অবশ্যই দেখা উচিত

বাংলাদেশে কোরিয়ান মুভির ভক্ত  ভালোই আছে । কিন্তু তার তুলনায় মুভিখোরদের সংখ্যা অনেক গুণ বেশি । অনেক মুভি পাগল , ভালো এবং ভিন্নধর্মী মুভি দেখতে পছন্দ করেন । কিন্তু হলিউড এবং বলিউড সে চাহিদা পুরোপুরি মেটাতে পারে না । তাই তাদের অন্য মুভির খোঁজ করতে হয় । তাই তারা অন্য দেশের মুভি দিকে তাকায় ।

আমার মতে  , কোরিয়ান মুভি  তাদের ভালো লাগবে । কোরিয়ান মুভির ভালো মানের জন্যই দিন দিন কোরিয়ান মুভির ভক্ত বাড়ছে । কিন্তু অনেক মুভি পাগলেরা  কোরিয়ান মুভি সম্পর্কে জানেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , কোরিয়ান মুভি যদি একবার দেখা শুরু করেন তাহলে খালি দেখতে ইচ্ছা করবে ।

আমরা আগে শুনতাম যে , বাংলাদেশীরা অমুক মুভি নকল করেছে । ইন্ডিয়ান মুভি অমুক হলিউড মুভি নকল করেছে । নকল বলে মনে হয় অপমানিত করলাম । ক্ষমা করে দিবেন । নকল না , ভালো লেগেছে তাই অনুরুপ করে বানিয়েছে । ঠিক সেই রকমই হলিউড একটি কোরিয়ান মুভির অনুরুপ একটি মুভি বানাচ্ছে , নাম অপরিবর্তিত রেখে । অনেক কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।

১ । ওল্ড বয় (২০০৩)

মুভিটি ২০০৩ এ  মুক্তি পায় । মুভিটির imdb রেটিং ৮.৪ । কিন্তু আমার রেটিং ৯  এবং এটা আমার দেখা সেরা কোরিয়ান মুভি  । মুভিটি দেখার বয়সসীমার  রেটিং হলো R । মুভিটি তিনটি বৈশিষ্ট্য রয়েছে , টা হলো ড্রামা , থ্রিলার এবং রহস্য । মুভির ঘটনা গড়ে উঠেছে মুভির মূল চরিত্র হো ডা সু কে নিয়ে ।  ওহ ডা সু কে কোনো কারন ছাড়াই তার কিডন্যাপার ১৫ বছর জেলে আটকে রাখে । এবং জেলটি ছিলো একটি হোটেলের মতো ।

১৫ বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় । ছাড়ার পর হো ডা সু  তার কিডন্যাপারের কাছ থেকে কল পায় । কিন্তু কিডন্যাপার তাকে কেন ১৫ বছর আটকে রাখার কারন বলতে অস্বীকৃতি জানায় ।

ডাউনলোড লিংক

২ । নিউ ওয়ার্ল্ড (২০১৩)

মুভির মূল চরিত্র জা সুং  একজন আন্ডারকভার পুলিশ অফিসার । সে গোল্ডমুন গ্যাং এর একজন অন্যতম ব্যক্তিত্ব । হঠাৎ গোল্ডমুনের প্রধান নিয়ন্ত্রক মারা যায় । তারপর গোল্ড মুনের নতুন পরিচালক নির্বাচনে দরকার পড়ে । গোল্ড মুনের প্রধান হওয়া নিয়ে জা সুং এর ঘনিষ্ঠ বন্ধু জেওং ছেওং এর সাথে লি জাং এর শত্রুতা বাঁধে । হঠাৎ ঘটনা অন্য দিকে মোড় নেয় । জা সুং এর রিপোর্ট অনুসারে  জা সুং এর সহকর্মী সিক চই ,  লি জাংকে গ্রেফতার করে । লি জাং মনে করে জেওং ছেওং এর জন্য তাকে বন্ধি হতে হয়েছে । ঘটনা তীব্র আকার ধারন করতে থাকার মাঝখানে জেওং ছেওং আবিষ্কার করে জা সুং একজন আন্ডারকভার কপ । ফলে ঘটনা আবারো অন্য দিকে মোড় নেয় ।

মুভির অ্যাকশান গুলো আমার কাছে অসাধারন লেগেছে । সাথে রয়েছে চমৎকার থ্রিলার ভাব । ফলে এটিও একটি অসাধারন মুভি  । আর ঘটনা  বার বার অন্যদিকে ঘুরে যাবে , তা দেখে আপনারা অনেক মজা পাবেন ।

ডাউনলোড লিংক

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Korian ra movie niye khela kore….oshadharon shob movie banay ora….

Level 0

I saw the devil
The chaser
ei 2 ta movie o parle dekhe niben………

ওল্ড বয় মুভিটা অসাধারণ কিন্তু ছবির শেষে যে চমক পাবেন তাতে আপনার নৈতিকতা মারাত্মক হোঁচট খাবে…কাহিনীর কদর্য দিকটা আবিষ্কার করে আপনার বমি আসা অস্বাভাবিক নয়!

ভাষাও ভালোই বুঝি… যারা ভাষা বুঝে তারা যে কতটুকু আনন্দ পায়। সেইই জানে। একসময় ড্রামা, মুভি দেখতাম ভাষা বুঝার জন্য শেখার জন্য আর এখন দেখি কোরিয়ান মুভির নেশার জন্য। এই জন্য যারা ভাষা বুঝে না তারা হয়ত দেখতে আগ্রহীহয়ে উঠে না।
আমার ভালো লাগা ৩টি মুভির নাম দিলাম আশা করি ভালো লাগবে।
1. Cold Eye – 2013 ::::ACTION::CRIME::
2. R2B (Return to Base) 2012 :: JET FIGHTER ACTION
3. The Tower

এব্ং যদি কোনো কোরীয়ান রেস্টুরান্ট পান তাহলে এই খাবারগুলো একবার খেয়ে দেইখেন।।
ক) গালবিথাং (গরুর সিনার মাংশের সুপ)
খ) কুকসু (ঠান্ডা মিস্টান্ন নুডুলস্)
গ) চামপং (এটাও ভেজা নুডুলস্ কিন্ত ভিন্ন স্বাদের)

ধন্যবাদ

“the classic”
jodi keu na dekhe thaken, tahole postaiben