রিভিউ :: AIMP Player – চমৎকার একটি অডিও প্লেয়ার

পিসিতে গান শোনেন না এমন খুব কম লোকই পাওয়া যাবে যদি জরিপ চালানো হয়। আর অবিরাম গান শুনতে হলে একটা ভাল মিডিয়া প্লেয়ারের প্রয়োজনীয়তা আছে বৈ কি। বর্তমানে অডিও গান শোনার জন্যে অনেক ধরনের প্লেয়ার পাওয়া যায়। কিছু কিছু প্লেয়ার কিনে ব্যবহার করতে হয় আর কিছু আছে বিনামূল্যের। ঐরকমই একটি বিনামূল্যের অডিও প্লেয়ারের নাম হল AIMP Player

স্টাইলিশ এবং ভরপুর সব ফিচার সমৃদ্ধ প্লেয়ার হিসেবে এর অবস্থান একেবারেই প্রথম দিকে। যদিও এটি কেবল মাত্র Windows অপারেটিং সিস্টেমের জন্যে ডেভেলপ করা হয়। Mac, Linux এবং অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্যে এটি এখন পর্যন্ত ডেভেলপ করা হয়নি। তবে হিসেব অনুযায়ী বাংলাদেশেরের অধিকাংশ পিসি ব্যবহারকারী এখনো অপারেটিং সিস্টেম হিসেবে Microsoft এর Windows অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে।

২০০৬ এর ৮ই আগস্ট Artem Izmaylov নামের এক রাশিয়ান ডেভেলপার AIMP Player এর প্রথম ভার্সনটি রিলিজ করে। বর্তমানে AIMP development team এর উন্নয়ন সাধন করছে। এটি অত্যন্ত কম রিসোর্স ব্যবহার করে আপনার প্রতিটি কমান্ডে খুব দ্রুত সাড়া দিতে সক্ষম। AIMP নামটাও একটা Acronym এর ফসল যার পূর্ণরূপ হল Artem Izmaylov Media Player। অনেকে একে winamp প্লেয়ারের সাথে তুলনায় ফেলেন। আর সেই তুলনায় যে জিনিষটাই সবার আগে চলে আসে তা হল, Winamp প্লেয়ারের যেসব ফিচার তার pro ভার্সনে রয়েছে তার প্রায় প্রতিটি সুবিধা এই বিনামূল্যের প্লেয়ারটিতে বিদ্যমান।

প্রথমেই বলি আপনি এর skin দেখেই বিমোহিত হবেন। এর শুরুর সময় থেকেই এই ধরনের মডার্ন স্কিন ব্যবহার করে আসছে। এর স্কিনের মত করে অন্য প্লেয়ার গুলিতে স্কিন ব্যবহার করতে অনেক সময় আলাদা প্লাগ-ইন ব্যবহার করতে হয় এবং কিছু কিছু প্লেয়ারে আসলে এমন মডার্ন স্কিনিং সুবিধা নেই বললেই চলে। সম্পূর্ণ কন্ট্রোল সিস্টেম সহ এর UI Skin টি আসলেই চমৎকার।

এরপর বলি এটা কোন কোন ফরমেটের অডিও সাপোর্ট করে। একে দিয়ে আপনি MP3, Advanced Audio Coding (AAC), Dolby AC-3, Ogg Vorbis, Opus, Speex, Windows Media Audio, Apple Lossless, FLAC, WAV সহ অডিও সিডিও প্লে করতে পারবেন। সাথে Monkey's Audio (APE), Tom's lossless Audio Kompressor (TAK) and True Audio; DTS audio, MP1, MP2, Musepack, OptimFROG, WavPack, MIDI, Impulse Tracker, MO3, MOD, MultiTracker Module, S3M, and Fasttracker 2 Extended Module গুলির সাপোর্ট এতে রয়েছে। AIMP প্লেয়ার DirectSound, ASIO and WASAPI অডিও ইন্টারফেস সাপোর্ট করে।

এটি ৩২-বিট অডিও প্রসেস করে ১৮-ব্যান্ড Equalizer জন্যে যাতে বিল্ট-ইন সাউন্ড ইফেক্ট (Reverb, Flanger, Chorus, Pitch, Tempo, Echo, Speed, Bass, Enhancer, Voice Remover) রয়েছে।

রয়েছে কিবোর্ড শর্টকাট ও বুকমার্ক করার সুবিধা। আপনি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা পছন্দের গানগুলিকে আপনার বুকমার্কে রেখে দিতে পারেন এবং সেখান থেকেই পরবর্তীতে শুনতে পারবেন। আবার এখন অনেকেই নিজের হার্ডডিস্কে থাকা গানের পাশাপাশি অনলাইন রেডিওতে গান শুনতে পছন্দ করেন। তাদের জন্যে এটি অত্যন্ত আদর্শ প্লেয়ার। এতে ইন্টারনেট রেডিও থেকে গান শোনারও সুবিধা রয়েছে।

যারা শুধু একটি মাত্র Skin ব্যবহারে যারা সন্তুষ্ট নয় তাদের জন্যে সুখবর হল এটি স্টাইলিশ স্কিন সাপোর্ট করে। আপনি তাদের অফিসিয়াল সাইটে অনেকগুলি মনোমুগ্ধকর স্টাইলিশ স্কিন পাবেন। প্রতিটি স্কিন প্রিভিউ সহকারে দেখার সুবিধা রয়েছে। আপনি এর স্কিন ট্যাব থেকে শুধুমাত্র এর স্কিনই নয়, সাথে স্কিনের রং নিজের ইচ্ছে মত নির্বাচন করতে পারবেন।

এর Tag Editor এর সাহায্যে আপনি গানের মেটা ট্যাগ গুলি পূরণ বা পরিবর্তন করতে পারবেন। সাথে DSP Manager ব্যবহার করে সাউন্ডকে দিতে পারেন ভিন্ন সব ইফেক্ট নিজের ইচ্ছে মত করে। আর গান শুনতে শুনতে যাদের সময়ের খেয়াল থাকে না তাদের জন্যে যুক্ত করা হয়েছে Scheduler, যা ব্যবহার করে নির্দিষ্ট সময়ে এলার্ম অথবা সিস্টেমকে বন্ধ বা স্লিপ মুডে পাঠাতে পারবেন সহজেই। আর এলার্ম হিসেবে নির্দিষ্ট সাউন্ড নিজের ইচ্ছে মত সিলেক্ট করার স্বাধীনতা তো থাকছেই।

হার্ডডিস্ক থেকে পছন্দের গান, বা পছন্দের শিল্পীর গান বের করে শুনতে শুনতে ক্লান্ত? আর আপনার এই ক্লান্তি দূর করতেই এতে যুক্ত করেছে Audio Library। ইন্সটল করার পর আপনার হার্ডডিস্ক বা নির্দিষ্ট ফোল্ডার অথবা ড্রাইভ সিলেক্ট করে স্ক্যান করিয়ে নিন। আর তারপর লাইব্রেরি থেকে আপনার নির্দিষ্ট গান, শিল্পী বা এ্যালবামের গান লিখে দিলেই তা অটোমেটিক আপনার পর্দায় চলে আসবে। এবার এখন থকেই শুনতে পারেন বা প্লেলিষ্টে জুড়ে দিতে পারেন।

আপনি চাইলে Winamp এর কিছু Plag-in এতে ব্যবহার করতে পারেন কিংবা Winamp এ তৈরি নিজের সব DSP এতে যুক্ত করে গান উপভোগ করতে পারেন। সাথে অপ্রয়োজনীয় Module গুলিকে Unload বা রিমুভ করে দিতে পারেন।

রয়েছে Audio Converter ও CD Ripping করার সুবিধা। এর মাধ্যমে আপনার পছন্দের গানকে আপনি বিভিন্ন ডিভাইসের জন্যে Format কনভার্ট করে নিতে পারেন সহজেই। আর সিডি থেকে গান নিজের সুবিধা মত বিভিন্ন বিট-রেট বা কোয়ালিটি অনুসারে সংরক্ষণ করতে পারবেন। তবে অন্য ফরম্যাট থেকে MP3 তে কনভার্ট করার জন্যে আপনাকে MP3 Encoding প্লাগইনসটা ডাওনলোড করে নিতে হবে যা তাদের সাইটেই পাওয়া যায়। সফটওয়্যার পেটেন্ট ভঙ্গ হয় বলেই এটি একত্রে বিতরণ করা হয় না।

কাজের সময় প্লেয়ার মিমিমাইজ করে রাখলে টাস্কবারের পাশে এর অবস্থান হয়। আপনি প্লেয়ার কে রি-স্টোর না করে সহজেই ঐ স্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

যদিও প্লেয়ারটি রাশিয়ান ডেভলপারগন তৈরি করেছে তারপরেও এটি রাশিয়ান ও ইংরেজি ছাড়া আরও বেশ কয়েকটি ভাষায় পাওয়া যায়। তবে দুঃখের বিষয় হল, এটিতে এখনো বাংলা ভাষা যুক্ত হয়নি। বিশেষ সুবিধা বলতে এতে আরেকটি ফিচার রয়েছে। চাইলে আপনি এই প্লেয়ারটিকে পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্যে আলাদা করে পোর্টেবল ফাইল ডাওনলোড করতে হবে না। এই ইন্সটল করার সময়ই এই ফিচারটি আপনার নজরে আসবে। আপনি সিস্টেমে ইন্সটল না করেও বা পেন ড্রাইভে ইন্সটল করে নিজের পিসি ছাড়াও অন্য কারো পিসিতে এর পূর্ণ ফিচার গুলি ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে File associate সুবিধাটি কাজ করবে না।

এবার চাইলে একটু ট্রাই করতে পারেন। এর অফিসিয়াল সাইট থেকে এটি সংগ্রহ করতে পারেন।
আর Skin ডাওনলোড করতে এই লিংকে দেখুন।

 


পোষ্টটি পূর্বে somewhere in...blog এ করা হয়েছিল


Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উপস্থাপনটা অনেক সুন্দর হইছে, সাজিয়ে গুছিয়ে লিখেছেন। Thanks for share. আর একটি কথা এটা সেভেন ০৭ / ৬৪ বিটে সাপোর্ট করবেতো।

    @মাহমুদ কলি: ধন্যবাদ।
    আমি Windows 7 এর 32-bit এ চালাচ্ছি। কোন সমস্যা করছে না।
    নিজে যেহেতু 64-bit এ চালাইনি তাই ঐটা কনর্ফাম করে বলতে পারছি না। তবে পোর্টেবলিটি থাকায় মনে হয় 64-bit এর সিস্টেমে চলতে পারে।