“একটি অসাধারন মোবাইল ফোন” (পর্ব -১১)

আজ আপনাদের সাথে একটি চায়ণা ফোণ নিয়ে  আলোচনা করবো, যেটা অন্য কারও মূখ থেকে আমি নিজে ব্যবহার করছি ।এর নাম XIAOMI M2A ।যখন এ মোবাইল ফোন টি চায়না তে বের হয়েছিল তখন থেকে আমার এ ফোন টি কেনার ইচ্ছা  হয়েছিল।এটা যখন আমি চায়না থেকে আমার বড় ভাই এর মাধ্যমে নিয়ে আসি সবাই চায়না ফোন বলে হাসাহাসি করত। কয়েক দিন যাবার পর সবাই আমার ফোন এর ফেন হয়ে গেল। এর সব চেয়ে বড় কারন ছিল ,

১) অসাধারন পারফরমান্সঃ

ভাল দিক- Xiaomi M2A সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে 1.7 গিগাহার্জের ডুয়েল কোর Qualcomm Snapdragon S4 Pro প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে Adreno 320 গ্রাফিক্স । ১জিবি রেম থাকায় এটাতে সব কিছুই চলে স্মুথলি।এতে ইন্টারনাল ম্যামরি হিসাবে ১৬ জিবি ব্যবহার করা হয়েছে ।আমার নিজের করা স্ক্রীন সর্ট নিচে দিলাম ।

ANTUTU BENCHMARK টেস্ট এ ২৩৬৮৬ মার্ক  XIAOMI M2A

Quadrant  standard ৯২৬২ উঠে

যা ডুয়েল কোর ১ জিবি রেম এর ক্ষেত্রে সর্বচ্চ। আমার নিজের করা স্ক্রীন সর্ট  গুলু দিলাম ।

খারাপ দিক-এতে কোন ম্যামরি কার্ড ব্যবহার করা যায় না। ইন্টারনাল ম্যামরি হিসাবে ১৬ জিবি ই ভরসা।

২) অসাধারন ডিসপ্লেঃ

ভাল দিক-XIAOMI M2A তে ব্যবহার করা হয়েছে ৪.৫ ইঞ্ছি ১২৮০*৭২০ আইপিএস  HD ডিসপ্লে । এতে ছবি গুলো অনেক জীবন্ত মণে হয় ।

খারাপ দিক-ব্যবহার করে যেটা বুজলাম এর white level টা একটু কম ।

৩) অসাধারন নেটওয়ার্ক ও ডাটা সার্ভিসঃ

ভাল দিক-XIAOMI M2A তে ব্যবহার করা হয়েছে  2G: GSM 850/900/1800/1900MHz, 3G: WCDMA 900/1900/2100MHz,GPRS / EDGE / HSPA + (21Mbps),

  • GPS: GLONASS GPS + AGPS
  • Bluetooth:Bluetooth 4.0, Bluetooth HID
  • WIFI:WIFI Display, WIFI Direct
  • NFC capabilities
  • OTG

খারাপ দিক-নাই ।

৪) আকর্ষণীও ডিজাইন এর মোবাইল ও অপারেটিং ঃ

XIAOMI M2A  -উচ্চতা১৩৩ মিলিমিটার , ৬৬.৫  মিলিমিটার প্রস্থ, আর ৯.৫  মিলিমিটার পুরত্ত , এর ওজন ১৩৩ গ্রাম হওয়ায় সহজে এক হাতেই ব্যাবহার  করা যায় ।  অপারেটিং হিসাবে ব্যাবহার করা হয়েছে Android 4.1 jellyben besed MIUI V5 . এই অপারেটিং টা অনেক সুন্দুর এবং আপনার প্রয়জনিও সবকিছুই  আগে থেকে দেয়া থাকে।

খারাপ দিক-নাই ।

৫) ক্যামেরাঃ

XIAOMI M2A তে  ৮ মেগা পিক্সেল  সেন্সর সম্বলিত ক্যামেরা , যা দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং হয়  ।সামনে ২   মেগা  পিক্সেল ক্যামেরাতে ভিডিও কল ও ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং হয় ।কম আলতে  এটা অনেক সুন্দর ছবি তুলে।

খারাপ দিক-নাই ।

৬) আরও কিছু সুবিধাঃ

সেন্সর-এতে সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে,

  • Gyroscope
  • Light sensor
  • Gravity sensor
  • Distance sensor
  • Electronic compass
  • OTG

আর রেডিও তো  আছেই।

XIAOMI M2 ব্যবহার করে আমি অনেক অনেক খুশি........................................................................।

আরও জানতে, http://www.facebook.com/jotilmobile2013

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশে আসবে বলে মনে হয়?
আসলেও দাম কি ১২,০০০৳ ‘র মধ্যে হবে?

এমন দিন খুব কাছে যেদিন ২জিবি র‌্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমরি থাকবে। ক্যামারাও হবে ভালো। কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা থাকবে না।

    Level 0

    @মোঃ আরিফ: আপনার জন্য সুসংবাদঃ লিনাক্স এর ২৯৯$ এর সেট টা আপনার কল্পনা থেকেও বহুদূর এগিয়ে 🙂

চার্জ কেমন থাকে? ব্যাটারি কতো mAH?

Level 0

আর এ এত কিছু …।।
ভাই দাম কত পড়ল ??।।

Level 0

লিনাক্স এর সেটটার ধারে কাছেও নাহ :/

    @tahmim: লিনাক্স এর সেটটার ধারে কাছেও নাহ । তাইলে অ্যান্ড্রয়েড কি আপনার …য়া দিয়া বাইর হইছে ?

      Level 0

      @Tasnim Ahmed RiSAN: আপনার বংশের পরিচয়টা আমি জানতে চাই নি ।
      চেক ইট আপঃ http://www.ubuntu.com/phone