Sony Bravia LCD কেনা থেকে সাবধান!!!! প্রতারণা আর ভাওতাবাজী!!!!

আমি গত 04.11.2011 তারিখে Sony Bravia KDL-40cx520 বসুন্ধরা সিটি সনির শো রুম থেকে 90,000 টাকায় ক্রয় করি। গত ৫.০৮.২০১৩ তারিখে টেলিভিশনটি নিচের দিকে লাল রঙের দাগ দেখা দেওয়ায় আমি সার্ভিস সেন্টারে সাথে যোগাযোগ করি।

তারা আমাকে টেলিভিশনটি নিয়ে যেতে বলে তারা দেখে বলে আপনার ১বছরে ওয়ারেন্ট শেষ। এখন ঠিক করালে যা নষ্ট হবে তার দাম দিয়ে ঠিক করাতে হবে এবং তারা দেখে পরে জানাবে কত টাকা খরচ হবে। সপ্তাহ খানেক পর তারা জানালো আপনার আপনার এলসিডি সমস্যা খরচ আনুমানিক ৬০ হাজার টাকা।

Sony LCD TV

সর্ভিস সেন্টারে গিয়ে দেখা গেলো Sony Bravia KDL মডেলের আরও অনেক টেলিভিশন ওখানে পড়ে আছে। তার মানে শুধু আমিই না আরও অনেক লোক এই মডেলের টিভি কিনে প্রতারিত হচ্ছে এবং বাংলাদেশে এর প্রতিকার ও কমপ্লেইন জানানোর কোন জায়গা নেই।

কারণ আমাকে বিক্রয় করার সময় সে ১ বছরের ওয়ারেন্টি বলে দিয়েছে। এবং ৫ বছরের বিক্রয়োত্তর সেবা মানে আরও বড় ভাওতাবাজী। টাকা দিয়ে ঠিক করালে তাদের সার্ভিস সেন্টারে ঠিক করাতে হবে এমন কোন কথা নেই। আমার বাসার অন্য সনি টিভি গুলো ঠিক মত চলছে। সেগুলো র‍্যাগংস এর মাধ্যমে কেনা নয়।

প্রশ্ন হচ্ছে কেন এই নিম্নমানের টিভি মডেল টি আমদানী করে মানুষের সাথে প্রতারণা করা হলো?

এটি প্রকাশের কারণ হল সকলকে সাবধান করা। যাতে করে আমার মতো অন্য কেউ প্রতারণা শিকার না হয়।

Level 0

আমি Jahidur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। সাবধান হলাম। কেনার একটা ইচ্ছা ছিল। এখন বাইরে থেকে একটা আনাবো।

সনির এলসিডি টিভি গুলো সম্ভবত খুবই নিন্মমানের। আমার এক বন্ধু একটি সনি এলসিডি টিভি কেনার দেড় বছরের মাথায় নষ্ট হয়ে গিয়েছে। এখন নিজের টাকায় পার্টস কিনে দিতে হবে… এটা একটা বড় ধরনের ভাওতা বাজি যে, ৫ বছরের সার্ভিস আর যন্ত্রাঅশের ১বছরের গ্যরিন্টি দেয়। অনেকেই এটাকে ৫ বছরের যন্ত্রের ওয়ারিন্টি মনে করে প্রতারিত হচ্ছে….

Level 0

জাহিদুর রহননন দয়া করে আপিনি আপনার এই পোস্টটি অনলাইন নিউস এ দিয়ে দিন এবং যদি সম্ভব হয় প্রথম সারির দৈনিক জাতীয় পত্রিকায় দেয়ার ব্যাবস্থা নিন। প্রতারকদের যাতে শিক্ষা হয়। আর যাতে কাউকে প্রতারিত করতে না পারে।

আমাদের খালি সবাই ঠকায় । সব শালা চোর ।

ধন্রবাদ সবাইকে, আসলে জনস্বার্থে একটি রিট মামলা হওয়া উচিত যে সমস্ত এলসিডি ফুল ওয়ারেন্টি কমপক্ষে ৫ বছর হওয়া উচিত। তাহলে হয়তো এত বাজে এলসিডি আমদানি করতো না

    @Jahidur Rahman: আপনার সাথে একমত। আইন পেশার লোকজন এ ব্যাপারে এগিয়ে আসতে পারে। আপনারা কি জানেন হারামী ফোন যে বলে এফএনএফ নম্বরে দিন রাত ২৪ ঘন্টা ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রেটে টাকা কাটে!!!! 612 সেকেন্ড একটি কলে টাকা কেটেছে ১৪.১১৭৪ পয়সা তার মানে প্রতি ১০ সেকেন্ড ২২.৭৪ পয়সা পরে ভ্যাট সহ এটা কত বড় প্রতারণা!!! তাদের ৪ কোটির বেশি গ্রাহক আছে প্রতেকের কাছ থেকে যদি প্রতিদিন ১ টাক করে বেশি নেয় তাহলে প্রায় দেড় হাজার কোটি টাকার মত বেশি নেয়!!!!!!! কে করবে এগুলি প্রতিকার? বাকি ফোন কো্ম্পানীগুলি কি অবস্থা কি কে জানে। আসলে বাংলাদেশের জন্য ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য একটি শক্তিসালী সংঘঠন দরকার।

Level New

sony r sudhu nam e achhe . manus ke beshi kinte dekhina sonyr jinis. ajkal electronic jinish gulo sob use and through hoye jachhe. kharap hole ar thik hoy na .amar laptop kharap hoye gechhe . bole diyechhe ar thik kora jabena. 37000 takar laptop 1 year use korechhi matro. lenevo

Level 0

ami show room theke kini ni, importer er kas theke kinsi. 125K kom dame… internet theke auto soft update hoy.
55Hx750…. 6 month holo valoi jache.

Rangs একটা ভাওতাবাজ কোম্পানী এরা সনি স্মার্টফোন গুলো নিয়েও ভাওতাবাজি করেছে এবং এ বিষয়ে টিটিতে একটি টিউনও হয়েছিলো ৫-৬ মাস আগে।

আমার এক বড় ভাই সিংাপুর থেকে এনেছিল তার ও lcd নস্ট হয়ে যায়। rangs এর সাথে কথা বল্লে অরা 55000 tk চায়।

ভাই অপেক্ষা করেন এই Rangs এর ভাওতাবাজি নিয়া আমারও একটা টিউন করা লাগবে মনে হচ্ছে। তারা যে কোন Sony products এর মূল্য মার্কেট Regular Price থেকে বেশি রাখে। একটা উদাহরণ দেইঃ কিছুদিন আগে আমি Sony Experia P কিনতে গিয়েছিলাম Bashundhara City এর শোরুমে। এই সেটটির মূল্য হল সর্বোচ্চ ২০,০০০ টাকা প্রায় সব দোকানে কম বেশি এমন দামই চাইল আর ইন্টারনেটেও বিভিন্ন সাইটে এর মূল্য ১৯,৫০০ থেকে ২১,০০০ টাকা দেয়া । এই সব দেখেই গিয়েছিলাম। কিনতু Rangs এর শোরুমে গিয়ে দাম শুনে আমি আসমান থেকে পড়লাম তারা দাম চাইল ২৯,৯৯৯ টাকা!!!! আমি দোকানের Sells man কে বললাম এটা কি বলেন? পুরো মার্কেটেতো দেখি এর মূল্য ১৯,৫০০ থেকে ২১,০০০ টাকার মাঝে!! তখন উনি যা বললেন তা হল ” স্যার আপনি অন্যান্য শোরুম থেকে কিনলে Original Parts পাবেন না আর আমদের Parts Orgiginal উনি আরও বললেন অন্যান্য দোকান থেকে কিনলে আপনি Service Warranty paben আর আমাদের থেকে কিনলে পাবেন Guarantee। মানে যদি ১ বছরের মাঝে আপনার মোবাইলের কোন Parts নষ্ট হয়ে যায় তাহলে আমরা বিনামূল্যে সেই Parts replace করে দিব ” আমি মনে মনে বললাম শালা চোরের বাচ্চা চোর ২০,০০০ টাকার মোবাইল এর দাম চাইতেছ ২৯,৯৯৯ টাকা মানে কমপক্ষে ১০,০০০ টাকা বেশি ! দশ হাজার টাকা বেশি নিয়া সেটারে তুমি বিনামূল্যে Parts Replacement Guarantee ক্যামনে কও? তুমিতো আগেই ১০,০০০ টাকা বেশি রাখতাছ!!! আমি যদি অন্য কোন শোরুম থেকে মোবাইল কিনিও আর ভবিষ্যতে যদি তার কোন পার্টস নষ্টও হয় তারপরেওতো মনে হয় পার্টসের মূল্য বাবদ আমাকে দশ হাজার টাকা খরচ করতে হবে না।!!! এটা কোন ধরণের প্রতারণ ভাই!! আবার আপনি যদি IDB BCS Computer City থেকে যে কোন Sony Digital Camera কেনেন তাহলে যে দাম পড়বে Rangs Showroom থেকে সেই একই camera কমপক্ষে ৮ থেকে ২৫ হাজার টাকা বেশি দাম চাইবে। আর দাম বেশি কেন তা জিজ্ঞেস করলে তারা সেই একই কলের গান রেকর্ডের মত শুনিয়ে দিবে। আসলে ভাই এটা একটা প্রতারণা আমাদের পার্টস Original আর অন্যান্যদেরটা নকল এটা শুধু কাস্টমারদের আকর্ষণের একটা হাতিয়ার মাত্র। একটা কথা মনে রাখবেন Digital Camera, LED TV এই সব কোন পায়ের জুতা নয় যে চাইলে বাটা কোম্পানির জুতা যেমন গলির ভেতরেও নকল করার কারখানা হয় Digital Camera, LED TV সেগুলো নকল করা যায় !! । এত্ত সোজা না। এর এখন সময় বদলেছে এখন Sony Products শুধু Rangs না আরও অনেক কম্পানিই আমদানি করতেছে। তাই Rangs এর এক চেটিয়া প্রতারণার ব্যাবসা আগে চেয়ে কিছুটা হলেও কমেছে। একটা কথা মনে রাখবেন Sony Company — Sony ই তাদের সাথে অন্য কারো তুলনা করাটা বোকামি কিনতু Rangs এর মত ভাওতাবাজ কোম্পানির জন্য তাদের সুনাম নষ্ট হচ্ছে।

Level New

Rnags er shab product baje maner, kintu price beshi…..

অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য। আমার মূল্ উদ্দেশ্য ছিল আর কেউ যেন ক্ষতির সম্মুখিন না হয়। আশা করি আমরা সকলে মিলে একটি সম্মিলিত প্রতিবাদ করতে পারবো। সে জন্য পরামর্শ আশা করছি।

true,we have to be aware,thankx 4ur post

Level New

টিউনটা পড়ে অনেক উপকার হলো ।আমি ১টা sony tv কিনব এই সব জানার পর ভয় লাগছে কি করি।কনটা কিনি samsong tv কেমন হবে……………….

samsung ভালো তবে জেনে নিন সার্চ প্রোটেকটর যুক্ত আছে কি না। আমার পলিসি হচ্ছে যে ডিসপ্লেতে যত বেশি দিন ররিপলেসমেন্ট ওরেন্টি দিবে তার সাথে লেনদেন।