আপনাদের জন্য বানালাম ছোট এই সাউন্ড রেকর্ডার সফওয়্যার “Sound Zal” এর সাহায্যে আপনারা যেকোন ইনপুট থেকে শব্দ রেকর্ড করতে পারবেন যেমন MIC, Line in, Stereo Mix। মজার ব্যপার হলো এর সাহাযে আপনার পিসি’র শব্দ রেকর্ড করে ফেলতে পরবেন অর্থাৎ পিসিতে যাই বাজুক না কেন তার শব্দ রেকর্ড করে ফেলতে পরবেন। ধরন আপনি ইয়াহুতে ভয়েজ চ্যট করছেন বা ইস্ট্রমিং রেডিও শুনছেন, Sound Zal দিয়ে এখন তা রেকর্ড করে ফেলতে পরবেন খুব সহজে। কিভাবে করবেন? চলুন দেখি। http://www.skytouch-software.com থেকে ১.৬৬ মেগাবাইটের Sound Zal সফওয়্যারটি ডাউনলোড করে নিন। তার পর ইন্সটল করে সফওয়্যারটি রান করুন। এবার আপনার পিসি’র শব্দ রেকর্ড করতে নিচের চিত্রের মত কাজ করুন:
ধন্যবাদ
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
You build That? Awesome…….. 🙂