এন্ড্রয়েড হ্যান্ড সেট রিভিউ Walton Primo F2

আমরা সকলেই মোটামোটি জানি  Walton একটি দেশি ব্যান্ড। বাংলাদেশের  মোবাইল বাজারে কমদামে একের পর এক এন্ড্রয়েড এনে তাক লাগানো কম্পানী।আজ তাদের একটি কমদামের কিন্তু ভাল কনফিগারেশনের হ্যান্ডসেট নিয়ে কিছু তথ্য তুলে ধরছি।প্রথমেই সেট এর বিশেষ আকর্ষন হল এর OS (Operating System ) সদ্য রিলিজ পাওয়া জেলি বিন ৪.২.২ অবাক করা দামের মধ্যে। মাএ ৬,৯৯০ টাকায়।

Walton এর ওয়েব সাইটে দেওয়া তথ্য তুলে ধরছি।

Model: Walton Primo F2

Basic information
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: Dual Core 1.2GHz
GPU: Mali 400
Memory: 512MB
Storage space: 4GB
Call mode: Dual card dual standby

Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA

Screen parameters
Screen size: 4-inch WVGA
Resolution: 480×800

External Memory: Support Micro SD card, up to 32GB

Camera
Rear camera: 3.2 Mega pixels
Front camera: VGA
Video recording: HD (1280×720)
Flash: Support

Multimedia
Radio: Support with recorder

Battery Capacity: 1700mAh
Type: Lithium battery

Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

Sensors:
Motion sensors: Accelerometer (3D), Orientation
Light sensors: Light (Brightness), Proximity,
Magnetic Field (Compass),
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Weight: 138g (with battery)

মূল্য : ৬,৯৯০ টাকা।

হ্যান্ড সেটির ভাল দিক :

১.লেটেস্ট এন্ড্রয়েড যাতে আপনি আপনার ইচ্ছে মত আপডেট এ্যাপ চালাতে পারবেন।

২. ১.২ ডুয়েল কোর প্রসেসর, ৫১২ এম বি রেম ,ভাল রেজুলেশন (সেট হ্যাং হবার চান্স অনেক কম) ।

৩. ফোন মেমরি ৪ জিবি ।

৪. ৩ জি সাপোর্ট।

৫.বিশাল ডিসপ্লে ৪”।

৬.মোটা মোটি কাজের সকল সেন্সর, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই।

৭. ৩.৫ মেগা ক্যামেরা সাথে ফ্লাশ,  সামনে ৩ জি কলের জন্য ভিজিএ ক্যামেরা। হাইডেফিনেশন ভিডিও রেকডিং।

৮.সুন্দর ডিজাইন।

হ্যান্ড সেটির খারাব দিক : (যদিও এই দামে এগুলো কে খারাব বলা একেবারেই বোকামি)

১.ব্যাটারি ব্যাক আপ কম মাএ ১৭০০ আ্যামপীয়ার যা এন্ড্রয়েড এর জন্য অনেক কম।

২.জিপিউ হিসেবে মালি ৪০০ না ব্যাবহার করে উন্নত জিপিউ ব্যাবহার করলে ভাল হত।

ভাল খারাব মিলে ভাল টা সবচেয়ে এগিয়ে আছে।আর এতো কমদামে এই কনফিগারেশন পাওয়া টা অনেক লাভের। তাই আর দেরি না করে যারা এন্ড্রয়েড কেনার কথা ভাবছেন এটা নিতে পারেন ।

পূর্বে প্রকাশিত : http://blog.shubho.info/?p=75

Level 0

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ato dam walto c2 ar dam 3990 taka androied 4.2.2 gelly bean http://www.mobilemaya.com

Level 0

শুধু জেলি বিন হলেই তো হবে না ..আরও কিছু জিনিস আছে যার প্রতি লক্ষ্য রাখতে হয়। সে দিক থেকে এটা মোটামোটি চমৎকার।

২.জিপিউ হিসেবে মালি ৪০০ না ব্যাবহার করে উন্নত জিপিউ ব্যাবহার করলে ভাল হত।—–

মালি৪০০ সম্পর্কে ব্যফুক ধারনা আছে দেখছি আপনার 🙂

এটার ক্যামেরা কি অটোফোকাস? নাকি ফিক্সড ফোকাস?

    Level 0

    @Tauhidul Islam: তাদের সাইটে তেমন কিছু দেওয়া নাই বাট এটা যতদূর মনে হয় ফিক্সড ফোকাস ।

      Level 0

      @শুভ: tune ki set na kinei korlen? :O

        Level 0

        @unknown2: ভাই সেট না কিনে কি টিউন করা অপরাধ নাকি?

Android Big Fb Group You Can Join Here https://m.facebook.com/groups/421874604588835

bro touch ar display quality ar kotha kicu bolen.

Level 0

কেপাসেটিভ টার্চ।

Level 0

আজ সাভার এর walton plaza তে গেলাম। ৫ তারিখ পর্যন্ত primo f2 এর উপর ২% ছাড় আছে এটা তারা জানেই না। walton কাদের নেয়া কাজ করে এবার বুঝেন। walton এর উচিৎ তাদের কর্মীদের ভাল ভাবে trainup করা, যাতে তারা তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানে। আমার বাড়ি সাভার হলেও আমি কখনো সাভার এর walton plaza থেকে কোন পণ্য কিনব না, মোবাইল তো নাই। মিরপুর এর walton plaza তে কি F2 পাওয়া যাবে? প্লিজ জানান।

Level 0

হ্যা মিরপুরে পাওয়া যাবে।

Level 0

বাট সেট টার চাহিদা অনেক । স্টক শেষ হয়ে যেতে পারে।

Level 0

সেট এর display কি 16 মিলিয়ান কালার? এ ব্যাপারে কোথাও কোন কিছু লিখা দেখলাম না।

Level 0

সাধারণত সকল সেট এখন ১৬ মিলিয়ান কালার । এটাও তাই বাট ১০০% নিশ্চত না।

Level 0

সাদা কালার টা আসতে আরো ৭ থেকে ১৪ দিন সময় লা্গবে।

shada color shesh ,, 1 theke 1.5 month ar age mone hoy na paben … ami kalo tai nisi .. onek valo ,, HD 1080 movie cholse ,, kono problem kore ni ,, codec update korle shob formet ar file chalate parben .. shob dik e valo..