স্মার্ট ফোন রিভিউ Walton Primo f2 Vs Symphony W68

আসসালামুয়ালাইকুম,

অনেকেই হয়ত সেট কিনা নিয়ে দিধাই আছেন,মূলত তাদের কেই বলছি,

Walton Primo f2 Vs Symphony W68   আমি বার বার বলব Walton Primo f2 কিনুন ,

কারন আমিই রাজশাহীর প্রথম কাস্টমার Walton Primo f2 এর,

Walton Primo f2 এর Design  অসাধারন  দেখতে কিছুটা  Iphone এর মত।

Walton Primo f2 এর Display 4", টার্চটা অনেকেই খারাপ বলেছে কিন্তু আমি বলব অসাধারন  স্পিড টার্চ এর।Symphony W68  এর  টার্চটা ও  অসাধারন  ।
Walton Primo f2 এর সব Sensor কাজ করে ,Symphony W68 এর সব Sensor কাজ করে না না না।
Walton Primo f2 এর Camera: ক্যামেরা দেখে ভাল মনে হলেও আসলে অতটা ভাল না। front আর back দুই ক্যামেরাই অল্প আলোতে ভাল কাজ করে না।ছবি এর সাইজ 4mb এর মত হলেও ছবি ফেটে জাই,  Symphony W68  এর আরো খারাপ অবস্তা।

Walton Primo f2 এ  HD গেম ছাড়াও সব গেমই চলছে,  Symphony W68  সব গেমই চলছে না।

Walton Primo f2 এর  Battery backup বেশ ভাল দুইদিন অনায়ায়েসে চলে যাবে, মুল কথা Walton Primo f2 এর  বেটারী বিশাল বড়,Symphony W68 এ চার্জ ভালো জাই না
Walton Primo f2 এ 1080p video  অনায়ায়েসে  চলে।
ক্যামেরা বাদে মোবাইল এর প্রায় সব ্ভালো এতে অনেক সফটওয়্যার ইন্সটল করা করেছি স্লও হই নাই।

Walton Primo f2 এর   মিঊজিক খুব খারাপ না ,,Symphony W68 এর   মিঊজিক খুব খারাপ

গতকাল রাত ১১,৩০ চার্জ ফুল করে এখন প্ররজন্ত চলছে এখনও ৩১% আছে,
ভাই আমার ও খুব ভালো লেগেছে,আমি বন্ধুদের বলব যে তারা জেন f2 কেনে,

সেট টা কিনতে পারেন, কারন আমি HD গেম খেলতে পারছি,
অরজিনাল মেমোরি 4GB ,User usable 1.27gb, RAM ও ভালো ৫১২ ই দেখাই,
খুব ভালো সেট কিন্টু কেমেরা একদম বাজে …এত কম দামে এত ক্কিছু ,আমি সন্তুস্ট...।

তবে সাদা কালারটা মনে হই দেখতে ভালো হবে,

ভালো লাগলে কমেন্ট করতে ভুল্বেন না।।

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro kotha theke kincen? ar dam koto nilo?

এটা একটা রিভিউ হলো?? ৫ মেগা পিক্সেলের চাইতে ৩.২ মেগাপিক্সেল ভালো হয় কেমনে? দুইটাই তো চায়না! নাকি??? আর আপনি কি দুইটাই ব্যাবহার করে দেখে ফেলেছেন??

এরকম পক্ষপাত দুষ্ট রিভিউ জাতি আশা করে না। জাতি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের রিভিউ চায়।

    @হিটার: ভাই মেগাপিক্সেলই ছবি ভাল করে না । আমি নকিয়ার কথা বলছি – Nokia x2 এর camera 5MP আর Nokia 6303 এর camera 3.2MP .ভাল কনটা জানেন ? Nokia 6303 . কারন এতে Auto ফোকাস আছে । এর ছবি এত ভাল আসে যে আপনি ত্বকের ভাঁজ গুলোও পরিস্কার তুলতে পারবেন । আর x2 থেকে 6303 এর দামও বেশি । মেগাপিক্সেল শুধু ছবির সাইজ বড় করে আর কিছুই না । ছবি ভাল হওয়ার মান নির্ভর করে সেন্সর এর উপর । x2 এর ছবির সাইজ অনেক বড় হয় কিন্তু ছবির মান খুব একটা ভাল হয় না । এক্স২ এর camera Nokia 2700c এর ২ 2MP camera এর মতই । এবার বলি walton এর কথা । Walton চাইনা মেইড হলেও এরা camera এর মান মোটামোটি ভালোই রাখে । Symphony এর মত খারাপ camera দেয়না । আমি বলতে চাচ্ছি Symphony এর প্রায় সেটেরই camera খারাপ দুই একটা বাদে ।

      Level 0

      @Tanvir Mustafa Joy: khub je valo dise tao na, onek color kei thik vabe ase na, jmn golapi color ke onno color e dekhai ghorer alo te both in f1 and f2

      @Tanvir Mustafa Joy: এ ব্যাপারে অনেকের ভুল ধারনা আছে যা হয়ত অচীরেই কেটে যাবে।

      Level 0

      @Tanvir Mustafa Joy: ভাই আমি walton primeo f2 নিয়েছি রাজশাহী থেকে ,আমাকে 4GB SD card দেই নাই,আসলেই কি মেমরি কার্ড ফ্রি ছিলো এই টার সাথে??????

      @Tanvir Mustafa Joy: ভাই আমি খুব দিধা দন্দের মধ্যে আছি আমি আগামী সোমবার ১৬-০৯ তারিখে কিনব কিন্তু F1 না f2 কিনব কিছু বুঝতে পাচ্ছি না দয়া করে আমাকে একটু কষ্ট করে বলবেন f2 ব্যটারী তো ভালো কিন্তু F1 এর ভালো না আবার এর F1 কেমেরা ভালো কিন্তু এর ভালো না f2 কি যে করি। দাম ৬৯৯০/- আর F1 ৮৯৯০/-। জানালে অনেক উপকার হবে আপনার আপনার ব্যবহারের অনেক অভীজ্ঞতা আছে । আমার মোবাইলে মিস দিয়েন ০১৮১৬২৯৯৮৪৫।

      Model: Walton Primo F2

      Basic information
      Operating System: Android 4.2.2 (jelly bean)
      Processor: Dual Core 1.3 GHz
      GPU: Mali 400
      Memory: 512MB
      Storage space: 4GB
      Call mode: Dual card dual standby

      Network parameters
      Network type: UMTS + GSM
      Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
      Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA

      Screen parameters
      Screen size: 4-inch WVGA
      Resolution: 480×800

      External Memory: Support Micro SD card, up to 32GB

      Camera
      Rear camera: 3.2 Mega pixels
      Front camera: VGA
      Video recording: HD (1280×720)
      Flash: Support

      Multimedia
      Radio: Support with recorder

      Battery Capacity: 1700mAh
      Type: Lithium battery

      Connectivity
      WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

      Sensors:
      Motion sensors: Accelerometer (3D), Orientation
      Light sensors: Light (Brightness), Proximity,
      Magnetic Field (Compass),
      GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

      Weight: 138g (with battery)

      Dimension: 126 X 64.4 X 11.1mm
      Enjoy 2% discount till September 05,2013, only at Walton Plaza (all over Bangladesh) !!!
      Price : 6,990 BDT
      Specifications are subject to change without any prior notice.

      Model: Walton Primo F1

      Specification:
      Sim: Dual Sim(WCDMA+GSM), Dual Standby, 3G Support with Video Calling
      Network: 2G(GSM/GPRS/EDGE/900/1800 MHZ)
      3G(WCDMA 2100 MHZ)
      Processor Speed: 1 GHZ
      Memory: ROM: 4 GB RAM: 512 MB
      OS: Android 4.0.4 Icecream Sanwich
      GPU: PowerVR SGX 531
      Weight: 153.83g
      Dimension: 124 X 64 X 11.6 mm
      Display: 4.0″, Capacitive touch, WVGA(480 X 800 pixels)
      Camera: Rear- 5 MP With Flash( Autofocus)
      Front- VGA
      Multimedia: Full multimedia, MP3/MP4, 720 pixels Video Playback
      FM: FM Radio
      Memory Card: Memory card support (Micro SD upto 32 GB)
      Service: GPS, Wi-Fi 802.11 a/b/g/n, WLAN, Hotspot, HSPA+ (HSDPA 7.2 Mbps, HSUPA 5.76 Mbps), MMS
      Bluetooth: Blutooth Version 3.0
      Sensors: Light sensor, Proximity sensor, Motion Sensor
      Application: Facebook, Skype, Viber, Youtube, Angry bird
      Tom loves Angela, Kingsoft Office, Adobe reader etc.
      USB: Charging & Data transfer ( Micro USB)
      Battery: Li-ion 1500 mah

      ** 2 Different Backcover free

      Price : 8,990 BDT Only
      9,390 BDT ( with 4 GB T-Flash Card)

      Specifications are subject to change without any prior notice.

@maruf,tumi akta asta faul pola, tumi je chapa martacho tar proman camera feature,hd game,music listening,amra ki taeile dhoeencha use kortasee?????? ashol kotha kow tumi walton kincho tai nijer ta shera koitacho.
╔══╗─╔═════╦══╗
║──║─║──║──║──║
║──║─║──║──║──║
║──╚═╣──║──║──╚═╗
║────║─────║────║
╚════╩═════╩════╝

    Level 0

    @amirhamza321: ভাই এইটা ভুল বল্ললেন্‌,ভাই রিভিউ তো আর মন গড়া করা জাই না,অভিউজ্ঞতা থেকে বলছি walton f2 / symphoni w68 দুটোই গরিবের ফোন…।।

এই রিভিওতো ওয়াল্টনের এড হয়ে গেছে । রিভিউ পড়ে ভালো লাগলো না।

Level 0

price koto?

এটা কোনো রিভিও হয়নাই, পক্ষপাতিত্ব হইছে।

Level 0

Symphony Xplorer W68
Price 6490 Tk
Camera 5 Megapixel || Video: Yes ; Secondary VGA
Internet GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi 802.11, Wi-Fi Hotspot
FM Radio Yes
Audio Player MP3,AMR, AAC, AAC+
Video Player mp4, 3gp, H.264
Memory 4 GB Internal(1000MB User Available), 512 MB RAM(User Available 468 MB) + Internal SD card 1.27GB
Memory Card Slot MicroSD card slot Expandable up to 32GB
Bluetooth Yes
USB Yes, USB Modem
Infrared No
Status Available
Display 4″ TFT CapacitiveTouch (480px * 800px)
Talk Time 4 Hours
Stand By 280 Hours
Other Features Android v4.2.2 (Jelly Bean), 1.2 GHz Dual Core Processor, 1500 mAH Lithium Ion Battery, Flash light, Brightness adjustment, Multi shot, Night Vision, GPS, G sensor, Proximity Sensor, Facebook, YouTube, Android Market(Play Store), Gmail, Skype

Walton Primo F2
Price 6990 Tk
Camera 3.15 Megapixel || Video: Yes, 720p 30fps, Secondary VGA
Internet GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi
FM Radio Yes, With recording
Audio Player MP3
Video Player MP4
First Arrival August, 2013
Memory 4GB Internal, 512 MB RAM
Memory Card Slot MicroSD card slot Expandable up to 32GB
Bluetooth Yes, v4.0
USB Yes, microUSB v2.0
Infrared No
Weight 138 gm
Status Available
Display 4.0″ TFT CapacitiveTouch (480px * 800px)
Other Features Dual SIM Dual Standby, Android 4.2.2 (Jelly Bean), 1.2GHz Dual Core Processor, 1700mAh Lithium battery, Accelerometer (3D), Orientation Sensor, Light (Brightness), Proximity sensor, Compass, GPS with A-GPS

Level 0

biggo vaider dridti akorson korce,ajke ami ei 2tar jekono 1ta set kinbo, realy konta better hobe,koment korun..

    @anonto ttc: F2 কিনেন । ভাল ব্যাটারি ব্যাকআপ পাবেন । এতে ৫টি সেন্সর আছে । আর এতে 720p HD video recording আছে । এগুলো W68 তে নেই ।

Level 0

এটা কেমন রিভিউ হল সারাদিন Walton…Walton বললেন Symphony সম্পর্কে তেমন কিছুই লিখলেন না
latest movies

vai sob ami sympnony w 68 use kortasi 7 din dhora….amr review dekhan…..

1.camera 5mpxl bola holao nokia 2mpxl er moto pic asa
2.charge 1 din jae jodi sudu kotha bolen r….but game khalla aktana 3 gontay charge 0% hoya jae….1500mah battery…..net use korlao 4 gontay charge ses din a 2 bar cahrge daua lagba net r game khalla
3.RAM show kora 150 mb

amar kasa bapar gulo valo laga ni….walton er thka valo hoba mona hocca

Level 0

ভাই সবার comments দেখেতো চিন্তাই পরেগেলাম, কেউ ১জন আমাই সাহায্য করেন আমি কোন mobile টা কিনব walton f2 / symphoni w68?

Level 0

মারুফ ভাই যা রিভিউ দিছে, আমার মনে হয় সব ঠিক আছে। mooncse ভাই আপনি f2 কিনতে পারেন। আমি প্রথমে symphony কিনতে চেয়েছি, কিন্তু facebook, website দেখে আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলাম। অন্যান্য রিভিউর সাথে মারুফ ভাইয়ের রিভিউ মিলে গেছে।

    Level 0

    @out tech: ভাই রিভিউ তো আর মন গড়া করা জাই না,অভিউজ্ঞতা থেকে বলছি walton f2 / symphoni w68 দুটোই গরিবের ফোন…।।

Walton batter then Symphony.

Level 0

Joy Bro U Kishoreganj ar na.

Level 0

apner Mota Symphony w68 KI valo na

Level 0

Walton F2 ta Ki Full MKB video support korba

Level 0

and Youcam Asa

Level 0

w68 is better than f2 in every aspects …….
Camera Storage Sensors Flash Price …….

    Level New

    @xoardar: Accelerometer 3D sensor ja W68 a nei. er karone Accelerometer ta valo kaaj korbe na. 3D Game khelte problem a porte hobe.

Level 0

So Walton E kinbo

Level 0

Maruf CSE: Sorry to say that the review could have been better.

আমি আজ বন্ধুর জন্য জিরো পয়েন্ট ওয়াল্টন প্লাজা থেকে এফ২ নিয়ে আসলাম। ক্যামেরা বাদে সতিই দারুন একটা ফোন। এত অল্প দামে এত ভাল হবে আশা করিনি।

Level 0

এইটা কি কইলেন ভাই?? w68 Walton এর চে অনেক ভাল ! আমি ১২ দিন ধরে use করতাসি! ! আর এর camera ভালই ! অতটা খারাপ না !! w68 দিয়া তোলা পিক …।
https://www.facebook.com/photo.php?fbid=475107759263418&set=a.159566947484169.34501.100002925949630&type=1&theater
উপ্নারা জানেন যে FB তে পিচ upload করার পরে পিক এর size komne jai…

    Level 0

    @Shuyaeb007:ক্যামেরা: Symphony W68 সেটে ক্যামেরা 5MP বলা হলেও এর ছবির মান একেবারেই ভালো নয়। তাছাড়া কম আলোতে এই ক্যামেরায় কিছুই দেখা যায় না। ছবিতে অন্ধকারের জন্যে কিছুই বুঝা যায় না। এই সেটের ক্যামেরার সফটওয়্যারের ও মনে হয় কোন ত্রুটি রয়েছে। কারণ ছবি ঠিকমতো উঠে না। অনেক দেরী হয় আর ফোকাস ঠিকমতো না হওয়ায় ঝাপসা উঠে।
    অন্যদিকে Walton Primo F2 ক্যামেরা 3.2MP বলা হলেও আসলে এটিতে 5MP ক্যামেরা দেয়া হয়েছে। আর ছবির মান ও Symphony W68 তুলনায় মোটামুটি ভালোই বলা চলে। কালার, শার্পনেস ইত্যাদির দিক দিয়ে Symphony W68 এরচেয়ে এগিয়ে আছে।
    তবে সেট দুটোরই ক্যামেরা আসলে কোন ক্যামেরার জাতই না। 😛

Level 0

তাসারা আমি TUMPLE RUN 1 nd 2,PES 2012 chalaise..kono problm hot nai…..

Walton ar dam 7500 na hoia fixed 7000 tk hoile beshi valo h0ito

Symphony ar touch ta valo dakhlam, display ar quality o valo but scroll ta aktu kape tem0n sm00th na.

Level 0

আমি যে। গতকাল, অর্থাৎ শুক্রবারে উত্তরা নর্থ টাওয়ার থেকে একটা walton primo f2 সেট নিয়ে আসলাম? দাম ৬৯৯০ টাকা। চার্জ এক দিন থাকে। wifi খুব ভাল কাজ করে

    Level 0

    @suman249: হ্যা ভাই wifi খুব ভাল কাজ করে স্পিড খুব ভালো কিন্তু Symphony W68 এর wifi এর স্পিড কম।

কিছুদিন ধরে এইদুটি সেট ব্যবহার করে যে অভিজ্ঞতা ও প্রাসঙ্কিক কিছু কথা সবার সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদের কাজে লাগতে পারে।

ক্যামেরা: Symphony W68 সেটে ক্যামেরা 5MP বলা হলেও এর ছবির মান একেবারেই ভালো নয়। তাছাড়া কম আলোতে এই ক্যামেরায় কিছুই দেখা যায় না। ছবিতে অন্ধকারের জন্যে কিছুই বুঝা যায় না। এই সেটের ক্যামেরার সফটওয়্যারের ও মনে হয় কোন ত্রুটি রয়েছে। কারণ ছবি ঠিকমতো উঠে না। অনেক দেরী হয় আর ফোকাস ঠিকমতো না হওয়ায় ঝাপসা উঠে।
অন্যদিকে Walton Primo F2 ক্যামেরা 3.2MP বলা হলেও আসলে এটিতে 5MP ক্যামেরা দেয়া হয়েছে। আর ছবির মান ও Symphony W68 তুলনায় মোটামুটি ভালোই বলা চলে। কালার, শার্পনেস ইত্যাদির দিক দিয়ে Symphony W68 এরচেয়ে এগিয়ে আছে।
তবে সেট দুটোরই ক্যামেরা আসলে কোন ক্যামেরার জাতই না। 😛

সাউন্ড: Symphony W68 সাউন্ড অনেক কম। লাউড সাউন্ড বাইরে শুনতে গেলে প্রায় শুনাই যায় না। হেডফোনেও একই অবস্থা। Walton Primo F2 এর ক্ষেত্রে ও প্রায় একই দশা, তবে সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার এবং Symphony W68 তুলনায় লাউড সাউন্ড কিছুটা বেশী আর হেডফোনে বেশ ভালোই বলতে হবে।

ব্যাটারী: Symphony W68 ব্যাটারী কম হওয়ায় ঠিকমতো ব্যবহার করলে দিনে কয়েকবার চার্জ দেয়া লাগে। অন্যদিকে Walton Primo F2 ব্যাটারী অতো বেশী না হলেও টেনেটুনে ১ থেকে দেড়দিন চলে। 🙂

সেন্সর: Symphony W68 তুলনায় Walton Primo F2 তে সেন্সর বেশী। Symphony W68 এর এক্সলোমিটারে মনে হয় কিছুটা সমস্যা রয়েছে। ঠিকমতো কাজ করে না। 🙁 অন্যদিকে Walton Primo F2 এর ম্যাগনেটিক সেন্সর ও ঠিকমতো ক্যালিব্রট করবার পরও ঠিকমতো দিক নিদের্শ করতে ব্যর্থ হয়।

র‍্যাম: Symphony W68 তে র‍্যাম 512MB লেখা থাকলেও আসলে দেয়া আছে 468MB আর Walton Primo F2 470MB। আর উভয়েই ফ্রি থাকে প্রায় 128MB এরমতো তাই 512MB শুনে খুশি হলেও আসলে এটি বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না। র‍্যামের কারণেই সেট এ কোন এ্যাপস বা গেম দিলে অনেক স্লো হয়ে যায়। তবে এদিক থেকে Walton Primo F2 কিছুটা স্মুথলি কাজ করেছে।

বিল্ড কোয়ালিটি: Symphony W68 সেটটির বিল্ড কোয়ালিটি বলতে কিছুই নেই। কোনমতে যদি হাত থেকে একবার পড়ে তাহলেই শেষ। আর পকেটে এ যদি একটু টাইট অবস্থায় থাকে তাহলেও ডিসপ্লে ট্যাপ গেলে যাওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। তাই এটি বেশ সাবধানতার সাথে ব্যবহার করতে হয়। এক কথায় বলতে গেলে এই সেটটি পুরাই ঠোঙ্গা। সেদিক থেকে Walton Primo F2 বলতে হবে বেশ ভালোই বিল্ড কোয়ালিটি করেছে। সেটটির ডিজাইন ও খুবই সুন্দর হয়েছে। যদিও আমার কাছে ধূসর রংয়ের Symphony W68 টিকও বেশ আকর্ষণীয় মনে লাগে।

পরিশেষে – বর্তমানে কিছুদিন আগে আমার এক বন্ধুর জন্যে Symphony W68 কিনতে মার্কেটে গিয়ে দেখি যে সিম্ফনী এবং দোকানদাররা জোগসাজোশ করে খুচরা বাজারে সেটটির কৃত্রিম সংকট সৃষ্টি করে এর দাম অস্বাভাবিক হারে বেশী হাকাচ্ছে। তারা কিছুটা সফল ও হচ্ছে আমাদের হুজুগে বাঙ্গালী-র অভ্যাসের কারণে। অথচ সেটটি যখন বাজারে ১ম আসে তখনই আমি কিনি এবং মুলামলি করে বেশ ভালো দামেই সেটটি কিনি।
সেটটি কিনতে আমার খরচ পড়ে ৬২০০৳। আমি আগ্রহীদেরকে পরামর্শ দিবো আপনার হুড়াহুড়ি না করে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন। দেখবেন হঠাৎ করেই চাহিদা যদি একেবারে নেমে যায় তাহলে তাদের এই অপপ্রয়াস ব্যর্থ হয়ে যাবে। মাকের্টে এ সরবারহ স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। দামের ক্ষেত্রে ও তারা ২নম্বরী করতে পারবে না। আপনারাও আমারই মতো ভালো দামে ক্রয় করতে পারবেন। তাছাড়া যেহেতু সিম্ফনী এটি Walton Primo F2 এর ভয়ে, মার্কেটে এ টিকে থাকবার জন্যে তাড়াহুড়ো করে ছাড়ে। তাই বর্তমানে Walton Primo F2 মাকের্টে এ চলে আসায় তারা আর বদমায়েশি করবার সাহস করবে না। আর যদি বেশী দামে কিনতেই হয় তাহলে Walton Primo F2 টাই কিনাই সবচেয়ে ভালো হবে। কারণ দাম ছাড়া বাকি সবদিক দিয়েই Walton Primo F2 – Symphony W68 এরচেয়ে যথেষ্ট ভালো। যেহেতু এখন বিক্রতারাও Symphony W68 দামও Walton Primo F2 এরচেয়ে বেশী হাকাচ্ছে তাই Walton Primo F2 কিনাই বেটার।

তবে সর্বোপরী ঠিকমতো দামাদামি করে ক্রয় করতে পারলে ভালো দামের মধ্যে এন্ডরয়েড এর ভালো অভিজ্ঞতা পাবেন।

সবার মোবাইল ব্যবহার অভিজ্ঞতা শুভ হোক।

সংগ্রহীত।

    Level 0

    @নীল আকাশ: ভাই আপনার কথা পড়ে খুব ভালো লাগলো।আমি নিজে Walton Primo F2 ব্যবহার করছি,আমি মনে করি Symphony W68 এর চেয়ে Walton Primo F2 অনেক ভালো,কিন্তু বাঙ্গালী তো আর বোঝে না…আমি নাকি Walton Primo F2 এর দালালি করছি যারা Symphony W68 /Walton Primo F2 যেইটাই কিনুন না কেন কম দামে এর চেয়ে ভালো সেট আর হয় না,

Level 0

sohomot….

দুইদিন আগে ভেবেছিলাম যে W68 কিনব কিন্তু আজ সিদ্ধান্ত নিলাম । কিনলে Walton primo F2 ই কিনব
এরপর এরকম সাইট থেকে ঘুরে এসে ভাবলাম নিজ দেশেরটাই ভাল ।

যাইহোক নায়ক ইলিয়াস কাঞ্চনের কম্পানি কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন

তাই Walton এর পন্য কিনব
দেশের টাকা দেশেই রাখব

এখানে গুতাইলে ভাল মন্দ বুঝতে পারেন ।
এখানেও কিছু পাবেন ।

খারাপ টা কেন কিনবেন ।
কিনলে ভালটাই কিনুন
প্রতিদিন তো আর ফোন কেনা যায়না ।

তাহলে এবার আশি । সবাই ভাল থাকবেন । টিউনার , আপনিও ভাল থাকবেন ।

Level 0

@মারুফ ভাই । আপনার এই পোস্ট পড়ে আমি আজই walton primo f2 কিনেছি। আপনি বলেছেন এই মোবাইলে সব গেমই চলে। কিন্তু আমি দেখছি কয়েকটা HD গেম (temple run oz, vector, jetpack joyrider, cricket fever, subway surfer) এই গেম গুলো ইন্সটল হচ্ছে না। 🙁 ইন্সটল করতে দিলে উঠে Apps Not Installed. ভাই এরকম কেন হচ্ছে? প্লিজ একটা সল্যুশান দিন., ।

    Level 0

    @cokfit: ভাই আমার সেট এ আপনার দেওয়া সব গেমই চলছে…
    temple run oz cricket fever, subway surfer…।
    ভাই আপনার ফোনকে heard reset/ factory settings দিয়ে দখুন।।
    সল্যুশান আসতে পারে।।

Level 0

আমি ১ টা কম দামে ভাল মোবাইল সেট কিনতে চাই । তো Symphony W68 কিনব নাকি Walton Primo F2 কিনব । অনেক শখ করে ১ টা Andorid মোবাইল কেনার চিন্তা করশি। সব দিক থেকে কোনটা ভাল যদি কেউ বলতেন তাহলে খুব ভাল হত । বিশেষ করে যারা Walton Primo F2 মোবাইল ব্যবহার করেন তাদেরকে বলসি।
ভাল ১ টা পরামর্শ দিবেন। আমি Thusday মোবাইল টা কিনতে চাসসি। সবার মোবাইল ব্যবহার অভিজ্ঞতা শুভ হোক। সবাই ভাল থাকবেন ।

Level 0

এই প্রিমো f2 এবং w68 এর রিভিউটিতে যারা f2 এর গুনগান গাইলেন,, একবার শুধু AnTuTu Benchmark 4.0.2 সফটওয়্যারটি রান করে দেখুনতো আপনার f2 এ। ।। স্কোরটা সাহস করে জানানোর অনুেরাধ রইলো সিম্ফনি w68 এর 11200 এর বিপরীতে। । । : http://www.hiapphere.com/download/AnTuTu_Benchmark/23