walton primo f2 আর symphony w68 এর মধ্যে শেষ পর্যন্ত primo f2 কিনে ফেললাম।
বসুন্ধরা সিটি তে শো রুম এ রাখা primo f2 অনেক স্লো। কিন্তু কিনার পর দেখি ঠিকই আছে।
Design: এর front side সাধারন কিন্তু back side দেখতে অসাধারন।
Display: এটি প্রিমো এফ ১ এর মতই বা হাল্কা ভাল বলা যায়।
Sensor: এতে সাইট এ দেওয়া সকল sensor ই ঠিক মত কাজ করে।
Camera: ক্যামেরা দেখে ভাল মনে হলেও আসলে অতটা ভাল না। front আর back দুই ক্যামেরাই অল্প আলোতে ভাল কাজ করে না। pc তে নিলে বুঝা যায় আসল quality. তবে কিছু software দিয়ে ছবির quality কিছুটা ভাল করা যাবে।
Hd video করা গেলেও নরমাল আলো তে অনেক কাল আসে। বেশি আলোতে কিছুটা ভাল হবে।
front camera তা f1 এর মতই খারাপ, কম আলোতে প্রায় কিছুই দেখা যাই না, কিন্তু বেশি আলো তে বেশ ভাল কাজ করে।
Battery: battery backup বেশ ভাল। ৩০ ঘণ্টা আগে চার্জ দেওয়ার পর বই পড়া, গান শোনা, হাল্কা নেট browse করা, bluetooth দিয়ে অনেক file transfer করা, ক্যামেরা ব্যাবহার করা ইত্যাদি অনেক কিছু করার পর ও এখনও চার্জ ৩০ শতাংশ আছে।
এতে 1080p video built in video player and MX player এ স্মুথলি চলে।
ক্যামেরা বাদ এ মোবাইল এর প্রায় সব এ আমার কাছে অনেক ভাল লাগসে। এখনও hd gameঃasphalt gta nfs এ গুলো খেলে দেখা হয় নাই, তবে মোবাইল এ অনেক সফটওয়্যার ইন্সটল করা হয়েছে। এতে একদম এ স্লও হই নাই।
তবে লাইভ ওয়ালপেপার f2 এর মত f1 এ স্মুথলি চলে না।
আমি unknown2। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩০ ঘণ্টা আগে চার্জ দেওয়ার পর বই পড়া, গান শোনা, হাল্কা নেট browse করা, bluetooth দিয়ে অনেক file transfer করা, ক্যামেরা ব্যাবহার করা ইত্যাদি অনেক কিছু করার পর ও এখনও চার্জ ৩০ শতাংশ আছে।
ভাই ৩০ ঘণ্টা চার্জ দিসেন!!!!!!!!!!!!