সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমি এটি নিয়ে আগেও টিউন করেছি। আর মজার বিষয় হলো ঐটা ছিল আমার প্রথমে টিউন। আগে একবার টিউন করলেও এত সুবিধা ছিল না তাই আপডেট করে আবার টিউন করলাম।
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। আমিতো সারা দিন ফেসবুক এ বসে থাকি। ফেসবুকের Chat আমার কাছে সবচে ভাল লাগে। কিন্ত ফেসবুকের chat এ সহজে Emoticon দেয়া যায়না। যাও দেয়া যায় তাও আবার code মুখস্ত করে দিতে হয় এবং খুব বেশি মজার না। তাই ফেসবুকের chat কে আরও বেশি মজাদার এবং নতুনভাবে সাজাবার জন্য আমার এই টিউন। এই টুলটির নাম হলো FaceMoods।
Mozilla Firefox & Internet Explorer
আর Google Chrome এর জন্য যান এখানে
Google Chrome Extensions
ডাউনলোড করার পর install করুন। তারপর Mozilla restart করুন। এবার ফেসবুকে login করে Chat এ যান এবং মজা দেখুন।
তবে আপনি যার সাথে এই Emoticon শেয়ার করবেন তাকেও অবশ্যই এই software install করা থাকতে হবে। চিন্তার কোন কারন নাই। এটি ঐখান থেকেই আপনার সব ফ্রেন্ডকে ইন্সটল করার লিঙ্ক দিতে পারবেন। এর জন্য Suggest to friend বা Share in chat এ ক্লিক করে ফ্রেন্ডকে পাঠিয়ে দিন আর ইন্সটল করতে বলুন। আর যদি ইন্সটল করা নাও থাকে তাহলে সাধারন Emoticon গুলা এমনিতেই শেয়ার করতে পারবেন কোন শর্টকাট জানা ছাড়াই।
ব্যস! তারপর যত খুশী মজা করুন।
আশা করি সবার ভাল লাগবে।
আর হ্যা ফেসবুকে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু 😉
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Facebok a kno interest nei. Tbe akhn avabe kre dekhi kono moja paoya jai ki na.!