Walton Primo X1 vs Walton Primo N1

আসসালামুয়ালাইকুম,

আজকে আমি টেকটিউনসে আমার দ্বিতীয় পোস্ট টি করতে যাচ্ছি (আমার আগের পোস্টটি Walton Primo X1 রিভিউ)। এটি মূলত তাদের জন্য যারা Primo X1 বা  Primo N1 কোনটা কিনবেন তা নিয়ে দ্বিধা-দন্দে আছেন। আশা করি এই পোস্টটি দেখার পর আপনাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সুবিধা হবে।

তাহলে আসুন জেনে নেই Walton Primo X1 এবং Walton Primo N1 এর মধ্যেকার পার্থক্য। এখানে আমি শুধু এই দুটি ডিভাইসের সঠিক পার্থক্যগুলো তুলে ধরব। আপনি কোনটা কিনবেন বা না কিনবেন তা অবশ্যই আপনার উপর নির্ভর করবে।

FeaturesWalton Primo X1Walton Primo N1Advantage goes to
Network/ Data ServiceNetwork type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+
Band: GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+
Network type: dual card dual standby, UMTS, GSM
None because the specs are same
Processor/ GraphicsBrand: Mediatek

 

Chipset: MT 6589

 

Processor: 28nm Quad-Core 1.2GHz (Cortex A7)

 

GPU: PowerVR SGX 544

Brand: Mediatek

 

Chipset: MT 6589

 

Processor: 28nm Quad-Core 1.2GHz (Cortex A7)

 

GPU: PowerVR SGX 544

Same
Operating SystemAndroid Operating System 4.1.2 (Jelly Bean)Android Operating System 4.1.2 (Jelly Bean)Same
DisplayScreen size: 4.65-inch HD
Resolution: 1280 × 720 (HD)
Screen type: Capacitive touch screen with 2nd generation gorilla glass
Screen material: HD Super AMOLED screenTouch type:capacitive touch (Five fingers multi-touch)

 

Pixel Density: 320 ppi

Resolution: qHD (960 X 540) pixels
Screen type: IPS (Support 16.7M colors)
Screen Size: 5.3”
Touch type:capacitive touch (Five fingers multi-touch)

 

Pixel Density: 240 ppi

Here Primo X1 beats Primo N1 undeniably because Super AMOLED display with HD resolution is far more better than an IPS display with qHD resolution and the Primo X1 has additionally got 2nd gen. corning gorilla glass protection too.
CameraSensor: CMOS
Rear camera: 8.0 Mega pixels with auto focus and face detector [Full HD 1080p (1920x1080) video recording]

Front camera: 2.0 Mega pixels [Full HD 1080p (1920x1080) video recording]

 
Flash: Support

 

Rear Camera: 8.0 mega pixels with auto focus and face detector [Full HD 1080p (1920x1080) video recording]

 

Front Camera:1.3 mega pixels [HD 720p (1280x720) video recording]

 

Flash: Support

Primo X1 again wins here only because of the front facing camera. The front facing camera of Primo X1 can record videos in 1080p whereas the Primo N1 can record 720p videos through its front facing camera.
MemoryRAM: 1 GB
Internal memory: 4 GB
External Memory: Up to 32 GB expandable (SD card)
RAM: 1 GB
Internal memory: 4 GB
External Memory: Up to 32 GB expandable (SD card)
Same
Connectivity/FM RadioWLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

 

 

OTG: No

 

 

 

Radio: Yes

WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

 

 

OTG:No

 

 

 

Radio: Yes

Same
BenchmarkAntutu Score: 12381

 

 

Quadrant Score: 3965

 

 

Nenamark 2: 39.4 fps

Antutu Score: 13029

 

 

Quadrant Score: 3633

 

 

Nenamark 2: 48.4 fps

In case of benchmarking Primo N1 did better than Primo X1. N1 beats X1 by Antutu and Nenamark whereas X1 beats N1 by Quadrant Professional benchmark.
Sensor(i) Proximity Sensor

 

 

(ii) 3-Axis Accelerometer Sensor
(iii) Gyroscope Sensor
(iV) Light Sensor
(V) Orientation Sensor
(Vi) 3-Axis Magnetic Field Sensor
(vii) Rotation Vector Sensor
(viii) Gravity Sensor
(iX) Linear Acceleration Sensor

(X) Compass

(XI) GPS

(i) Proximity Sensor

 

 

(ii) 3-Axis Accelerometer Sensor
(iii) Light Sensor
(iv) Orientation Sensor
(v) 3-Axis Magnetic Field Sensor
(Vi) Compass

(Vii) GPS

Here again the Primo X1 is better. As you can see that the Primo X1 has got a total of 11 sensors whereas the Primo N1 contains only 7 sensors.
DesignColor: Noble black

 

Phone Size: 135.5 × 70 × 8.6mm

 

Weight: 132g

Color: Black/White

 

 

Phone Size: 153 × 73.5 × 9.9mm

The Design of Primo X1 is too slick which is only 8.6 mm means it is more stylish than Primo N1
Battery2100 MAh3000 MAhThe battery capacity of Primo N1 is better than that of Primo X1 but the thing is that Primo X1 has a screen size of 4.65 inch and Primo N1 has 5.3 inch screen. That means the battery backup could be the same for both devices.
Price19500 BDT16500 BDTActually nothing to say

১। ডিসপ্লেঃ আসলে Primo X1 এর সাথে Primo N1 এর ডিসপ্লের তুলনা করাটা একপ্রকারের ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। কারন অবশ্যই Primo X1 এর Super AMOLED Plus ডিসপ্লে। তবে IPS ডিসপ্লে ম্যাটেরিয়াল সম্বলিত Primo N1 এর ডিসপ্লেও মোটামুটি ভাল। তাছাড়া Primo X1 এর পিক্সেল ডেনসিটি ৩২০ পিপিআই (যেখানে Samsung Galaxy S3 এর  পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই) আর Primo N1 এর পিক্সেল ডেনসিটি ২৪০ পিপিআই।  আর তাই সবদিক বিবেচনা করলে অবশ্যই Primo X1 এর ডিসপ্লে বেটার।

Primo X1 Display

২।ক্যামেরাঃ Primo X1 এবং Primo N1 উভয়েরই রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল যা ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারে। কিন্তু Primo X1 এর ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল যা ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারলেও Primo N1 এর ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা ৭২০ পিক্সেলের বেশি ভিডিও রেকর্ড করতে পারে না।
৩।সেন্সরঃ আপনারা উপরে দেখতেই পারছেন যে Primo X1 এ সর্বমোট ১১ টি সেন্সর রয়েছে আর Primo N1 এ সেন্সর রয়েছে সর্বমোট ৭ টি। অর্থাৎ এখানেও Primo X1 বেটার।

৪। বেঞ্চমার্কঃ বেঞ্চমার্কের দিক দিয়ে Primo N1 অবশ্যই এগিয়ে আছে। তবে সেটা খুব বেশি না। অ্যান্তুতু এবং নিনামার্ক বেঞ্চমার্কে Primo N1 এগিয়ে আছে আর কোয়াড্রঅ্যান্ট প্রোফেসনাল বেঞ্চমার্কে এগিয়ে আছে Primo X1.

৫। ব্যাটারি ব্যাকআপঃ Primo X1 এর ব্যাটারি ক্যাপাসিটি 2100 MAh আর Primo N1 এর এর ব্যাটারি ক্যাপাসিটি 3000 MAh. এখানে Primo N1 কিছুটা এগিয়ে আছে কিন্তু যেহেতু N1 এর ডিসপ্লে X1 থেকে আকারে বেশ বড় তাই চার্জ দুটি ডিভাইসেই প্রায় সমান থাকবে বলে আশা করা যায় আর তা যদি না হয় তাহলে অবশ্যই Primo N1, Primo X1 থেকে অন্তত এই দিকটায় এগিয়েই থাকবে।
বি.দ্র. অনেকেই বলছেন যে Primo X1 এর টাচ কিছুটা স্লো অর্থাৎ চালানোর সময় ল্যাগ করে। এটা আমিও প্রথমবার লক্ষ করেছিলাম। তবে আজকে যখন আবার গেলাম তখন কিন্তু আমি X1 এ কোন প্রকার ল্যাগ বা টাচে কোন প্রকার প্রবলেম পাইনি।

যাই হোক। আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি salehin4070। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dhonnobad apnae ….. amar mone hoy x1 tai best …but eto dami set kinbo na ….10000 er moddhe kinbo ….:D

Level New

wait kori 😀

খুব ভালো প্রয়োজনীয় লেখা । অনেক কষ্ট করেছেন । থ্যাংকস। আমি কিন্তু n1 নিচ্ছি।

Level New

N1 ta nibo X1 ar dam bashi N1 er damtao komnoy. N1 niya thakbo na to aktu paramorsho diben asa kori

অনেক সুন্দর টিউন করেছেন। আমার অনেক কাজে লেগেছে। সামনে X1 কেনার প্ল্যান আছে। 😀

x1 কি এখন মার্কেটে এসেছে? ফ্লাশ লাইট কেমন স্যামসাংয়ের মত কি আলো দেয়? কারো জানা থাকলে শেয়ার করুন।

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য…আসলে X1 অবশ্যই N1 থেকে ভাল…তবে X1 এর body টা কিছুটা ঠুনকো মনে হয়েছে…looking এর দিক থেকে N1 ও অনেক stylish….আর on screen button টা অনেকের কাছেই বিরক্তিকর…তারপরও বলবো X1 is better….তবে দামটা আরেকটু সাধ্যের মধ্যে থাকলে আরও ভাল হত

Level 0

n1 er dam 16500 naki 16990 please janan @salehin