আমি techtune.com.bd এর একজন নিয়মিত ভিজিটর । গতকাল বিকাল ৩ তায় আমি techtune.com.bd সাইটে যাই এবং সেখানে বাংলাদেশ এর একটি সাইটে থেকে free and unlimited SMS পাঠানোর উপর একটি tune পাই। তো ওই সাইটে গিয়ে আমি দেখলাম যে সাইটটির একটি মূল অংশে অন্য একটি সাইটের সাথে যুক্ত। তো আমি সেই লিঙ্ক করা সাইটটি তে যেয়ে জানতে পারলাম যে http://www.alltimebd.com সাইটটির মূল অংশটি for-ever.us সাইটটি থেকে কপি করা ।
তারপর আমি http://www.alltimebd.com সাইটটির এডমিনের সাথে যোগাযোগ কলাম এবং তার কাছে জানতে চাইলাম যে তিনি তার সাইটটি করার জন্য for-ever.us সাইট থেকে কোনো অনুমতি নিয়েছেন কিনা ? তো উত্তরে তিনি (http://www.alltimebd.com সাইটটির এডমিন) জানালেন যে তিনি কোনো for-ever.us সাইট থেকে কোনো অনুমতি নেন নি।
তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার এই কাজটি মতেই বৈধ নয় এবং এটি একটি চুরি ছাড়া কিছুই নয় কিন্তু তিনি (http://www.alltimebd.com সাইটটির এডমিন) তার কাজ কে মতেই অবৈধ হিসেবে স্বীকার করলেন না উপরন্তু তিনি তার কাজকে বৈধতা দেয়ার জন্য কিছু দুর্বল যুক্তির আশ্রয় নিলেন।
তার প্রথম যুক্তিটি ছিল যে তিনি তার সাইটের একদম শেষে for-ever.us সাইটটির একটি লিঙ্ক দিয়েছেন যা কিনা সাদা রংয়ে লেখা। এখানে একটি প্রশ্ন থেকে যাই যে তিনি তার সাইটটির প্রায় সম্পূর্ণ অংশ কালো রঙয়ের অক্ষরে লিখলেন আর যে সাইটটির মূল অংশ টি তিনি বিনা অনুমতিতে তার তার সাইটে যোগ করেছেন তা কেন সাদা রংয়ে লেখা হলো ?
এর উত্তর খুব সহজ এবং পরিষ্কার। আর তা হলো copyright জনিত দায়বদ্ধতা থেকে মুক্তি এবং মূল সাইটটিকে আড়াল করে তার তৈরী করা নকল সাইটটির প্রচারণা করা
(After all প্রচারেই প্রসার), কিনতু যেটা অন্যায় সেটা সবসময় অন্যায়।
তাই আমি techtunes.io সাইটটির এডমিন এর নিকট বিনীত আবেদন জানাচ্ছি যে, তিনি বা তারা যেন techtunes.io সাইটটি থেকে এরকম ভুয়া tune ততক্ষনাত মুছে দেন এবং এই বাপরে সতর্ক থাকেন। কারণ এতে শুধু techtunes.io সাইটটির সম্মান নয় বরং দেশের সম্মানও জড়িত।
সেইসাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কেউ যেন এইধরনের অন্যায় কাজ (বিনা অনুমতি তে অন্যের সিতে থেকে আংশিক বা তার বেশি বা সম্পূর্ণ অংশ copy kora) না করেন এবং এই রকম নকল সাইটে না যান।
পরিশেষে সবাইকে আমার প্রথম tune টি পরার জন্য এবং for-ever.us সাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Note: this is my second tune on techtunes.io . My first tune was on "beware of fake mobile phones" which was deleted due to unkonwn issue. There may be some mistakes on writing bangla (I did not write bangla on my PC). Please consider with your kindness. Thank U
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
তার টিউনে আমি এটা নিয়ে কমেন্ট করেছিলাম সে তা মুছে দিয়েছে
আমার ২য় টিউনটা সে মুছে নাই