পাইরেসী নয়, এখন হারিয়ে যান ফ্রী এর দুনিয়ায়

বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রি ধীরে ধীরে ধংসের মুখে পতিত হচ্ছে। আপনি জানেন কী ? গত ঈদে প্রকাশ পাওয়া সকল অ্যালবামই ছিল শিল্পীর নিজের টাকায় প্রকাশ পাওয়া। শুধুমাত্র তৌসিফের অ্যালবামই রেকর্ড লেবেল কিনেছে মাত্র ১০ লক্ষ টাকায়। কারণ ? এখন রেকর্ড লেবেলগুলো কোন ঝুকি নিচ্ছে না। অ্যালবাম ছাড়ার দিনই গান চলে আসছে ইন্টারনেট ডাউনলোডইং সাইটে। আমাদের আর দোষ কী। ফ্রী পাইলে কোন জিনিস কিইন্যা নিব কেন ???

তবে, গানের সাথে জড়িতরা সব সময়ই পাইরেসীকে মনে প্রাণে ঘৃণা করি। তবে একেবারে ফ্রী জিনিস এখনো হারিয়ে যায়নি দেশ থেকে। সাধারনত, বাংলা র‌্যাপার আর রক ধাঁচের গায়কেরা ইন্টারনেটে বিনামূল্যে তাদের গান প্রকাশ করে। সাধারনত অনলাইন অ্যালবামগুলোকে বলা হয় মিক্সট্যাপ । সকল মিক্সট্যাপকে একসাথে আনতে বাংলাদেশের প্রথম এবং একমাথ মিক্সট্যাপ আর্কাইভ মিক্সট্যাপ এর যাত্রা গত বছর জুনে।

প্রথমে চারটি আন্ডারগ্রাউন্ড অ্যালবাম নিয়ে যাত্রা শুরু করলেও এখন মিক্সট্যাপে আছে ৩৪টি অ্যালবাম। গায়িকা তিশমার পর পর দুইটি অ্যালবাম জো জো আর এক্সপেরিমেন্ট শুধুমাত্র প্রকাশিত হয়েছে মিক্সট্যাপে।

প্রথম প্রথম ইন্টারনেট অ্যালবাম প্রকাশ করলেও, বর্তমানে মিক্সট্যাপে বেশ কিছু মেইনস্ট্রীম অ্যালবাম রয়েছে, যা পূর্বে সিডি আকারে বাজারে প্রকাশিত হয়েছিল। কিন্তু বর্তমানে তা অ্যালবামগুলোর আর্টিষ্টদের ইচ্ছায়ই পুনরায় আসে মিক্সট্যাপ এ। মিক্সট্যাপ এ এমন অ্যালবাম রয়েছে ৫ টি

দেশ প্রজেক্ট ফ্যামিলির ৩য় অ্যালবাম ত্রিভুজ বাজারে আসার সাথে সাথেই চলে আসে ইন্টারনেটে। তাই দেখে অ্যালবামটির সত্ত্বাধিকারী এম সি শ্যাক এর ইচ্ছায় এটি পুনরায় প্রকাশিত হয় মিক্সট্যাপ এ।

আরো বড় ঘটনা হচ্ছে গত বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যাড বয়েজ ক্রু এর প্রথম অ্যালবাম হিপ হপ হুররে প্রকাশিত হয় গীতালী রেকর্ড এর ব্যানারে । কিন্তু সিডি আকারে প্রকাশিত হওয়ার আগেই ব্যাড বয়েজ ক্রু এর অনুমতি সাপেক্ষে অ্যালবামটি চলে আসে মিক্সট্যাপ এ। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই অ্যালবামটি আসার সাথে সাথেই সকল কপি বিক্রী হয়ে যায় !

এক জরিপে দেখা যায় মিক্সট্যাপ এর পথচলা শুরু হওয়ার আগে তিন বছরে (২০০৯-২০১১) অনলাইন অ্যালবাম প্রকাশ হয়েছিল ৭টি। কিন্তু মিক্সট্যাপ এর পর এক বছরেই (২০১২) অ্যালবাম বেরিয়েছে ২১টি !! অর্থাৎ মিক্সট্যাপ আর্টিষ্টদের অনলাইনে অ্যালবাম ছাড়তে আগ্রহী করে তুলছে। এছাড়া মিক্সট্যাপ এর আশা অনুযায়ী এবছর ৫০ টির মতো অনলাইন অ্যালবাম প্রকাশিত হতে পারে।

তাই দেরী না করে এখনই ভিজিট করুন সাইটটি

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Eikhane hariye jawar ki ache??? bujhlam na vai

    Level New

    @Bijonms: ফ্রী মিক্সট্যাপ ডাউনলোড করতে করতে হারিয়ে যাবেন আপনার স্বপ্নে রাজ্যে…

Level 0

সুন্দর টিউন, অসংখ্যা ধন্যবাদ………………….

সাইট এর এড দেওয়ার জনন আর কত মিত্থা বলবেন। Artist রা cd না ছেরে আপ্নার সাইট এ গান ছারতে আগ্রহী! !!!!! হাসাইলেন ভাই।

    Level New

    @অনিক সরকার: বিশ্বাস না হলে একবার আর্টিষ্টদের সাথে যোগাযোগ করেই দেখেন না …

Level 0

ভাই আমি হারাইগেছি

Level 0

Donnobad, Bhai,(For sharing the nice site)

Hip Hop, Rap song download korar ei-rokom aro site thakle onongoh kore janaben.( Hip Hop, Rap songs amar khob priyo)

    Level New

    @mana: না ভাই … আর নাই, হইলে আপনাকে বলবো… 🙂

Site to khulta parchi naa

Amr Ekta single mix kora song ace. apni ki mixtape publish korben?
amr sathe fb te contact korun
https://www.facebook.com/graphics.designer32