ব্লগিং জগতে ওয়েব ফোরাম ব্যাকলিংক পাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফোরামগুলো থেকে প্রচুর ট্রাফিক পাওয়া যায় । তাছাড়া ফোরামে যদি Dofollow করা থাকে তাহলেতো সোনায় সোহাগা । কারন তাহলে পেজ রেন্কও অনেক ভাল হবে । আমি নিজেই যখন ব্লগিং-এ আসি তখন সবাই বলত ফোরামে সিগনেচার লিংক ইত্যাদি ইত্যাদি করতে । কিন্তু দূঃখের বিষয় ভাল ফোরাম খুজেও পেতাম না । তাই আজ শেয়ার করব Dofollow এনাবেল ১০০টি ওয়েব ফোরামের লিংক । এই সিংহভাগের পেজ রেন্কই ভাল । টিউনটি সবার কাজে না আসলেও নতুন ব্লগারদের কিছুটা হলেও কাজে দিবে ।
* লিংক ১০০টি দিতে চেয়েছিলাম কিন্তু অতিরিক্ত লিংকের কারনে লেখা প্রকাশ হচ্ছিল না তাই কমিয়ে ৫০টি করলাম ।
গুগল প্রকাশ করেছে জিমেইলের উপর বিশেষ একটি ইবুক । বইটি পরে হয়ে যেতে পারেন Gmail Ninja !
সূত্র: সাইবার ফাই
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
গুরুত্ব পূর্ন তথ্যের জন্য ধন্যবাদ।
আর গুগোল নিনজা বইটির জন্য একটা লাইক 😉