পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pendisk! দ্বারা

বর্তমানে দাম কমাসহ বেশ কিছু কারনে মেমোরী/পেনড্রাইভের জনপ্রিয়তা বহুগুনে বেড়ে গেছে। এর ব্যবহার দিন দিন যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর মাধ্যমে ভাইরাস ছড়ানো্র কাজটি।আমাদের কম্পিউটারে যে ভাইরাস ঢুকে তার শতকরা ৯৯% ঢুকে এই বহনযোগ্য মেমোরীর মাধ্যমে।এই ভাইরাস বেশী ছড়ায় ডিজিটাল ল্যাবে যখন ছবি পরিস্কার করতে দিই তখন।এইজন্য কম্পিউটার ব্যবহারকারীর চিন্তার কোন শেষ নেই।এই বহনযোগ্য মিডিয়ার ভাইরাসের জন্য আমরা অনেকেই বিভিন্নএন্টিভাইরাস ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে USB Disk Security .কিন্তু তা হালাল(ফ্রি) নয়।

এসব পেনড্রাইভের ভাইরাস দূর করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Ninja Pendisk! অত্যন্ত শক্তিশালী এই পেনডিস্ক অটোভাবেই ভাইরাস দূর করতে পারে।

এর সুবিধা সমূহ হলঃ

*এর সাইজ মাত্র ৭৪৬ কি.বা.

*সফটওয়ারটি পোর্টেবল

*এটি সম্পূর্ন ফ্রিওয়ার তাই লাইসেন্সের ঝামেলা নেই

*ভাইরাস পেলে স্বয়ংক্রিয়ভাবে তা ডিলিট করতে পারে নিজেকে আর কস্ট করতে হয় না।

ব্যাবহারবিধিঃ

ডাউনলোড এর পর, ডাবল ক্লিক করে সফটওয়ারটি চালু করুন । দেখবেন নিচে এর আইকন দেখা দিচ্ছে

সফটওয়ারটি উইন্ডোজ চালু হবার সাথে সাথে চালু করতে চাইলে,আইকনের ডানক্লিক করুন এবং Add to start up এ ক্লিক করলেই পরবর্তিতে নিজে নিজেই চালুহবে

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, কিন্তু পুরোপুরি ভাইরাস কি দূর হবে?

    Level 0

    সম্পূর্ন এটার উপর নির্ভর করা ঠিক নয়….

হুম । কাজের জিনিষ ।

নতুন কিছু চাই। Ninja নিয়ে কয়েকবার টিউন হয়েছে। নীচের লিংক গুলি কিন্তু সেই কথাই বলে। ধন্যবাদ।
https://www.techtunes.io/roundup/tune-id/8756/
https://www.techtunes.io/internet/tune-id/11727/

Level New

update এর কি কোন ঝামেলা আছে? মানে………এটা কি regularly update করতে হবে?

ভাই, ইউএসবি পোর্টের সিকিউরিটির জন্য প্রথমে USB Disk Security ব্যবহার করতাম।
তারপর ArzooSoft.USB.Threat.Defender.v1.0(পোর্টেবল) ব্যবহার করছি এবং এতে USB Disk Securityএর চেয়ে ভালই পারফরমেন্স পাচ্ছি। এবার দেখি এইটার (Ninja Pendisk) কি কেরামতি আছে।
(ধন্যবাদ)

ArzooSoft.USB.Threat.Defender.v1.0(পোর্টেবল) এর ডাউনলোড লিংক—
http://www.hotshare.net/bd/file/210004-428850111e.html

    Level 2

    Thxxxx রুহুল আমীন ভাই ।

ভাই ডাউনলোড হচ্ছে না

ডাউনলোড করলাম
দেখি কেমন হয়

ভাই, ডাউনলোড হয় না। Page ERROR সমস্যা….

    Level 0

    এদের সাইটে সরাসরি গিয়ে দেখুন ত ডাউনলোড হয় কিনা : http://ninjapendisk.com/

Level 0

প্রতিটি ফোল্ডারে একই নামে একটি করে ভাইরাস তৈরি হচ্ছে এবং দেখতেও অবিকল ফোল্ডারের মত + Avast এ ধরছেনা । কারোও কাছে সমাধান আছে কি ?

    Level 0

    ভাইরাস ঢুকে গেলে Avast আর ধরতে পারে না, আপনি প্রথমে Avast আনইন্সটল করুন তারপর Avast ছাড়া অন্য কোন এন্টিভাইরাস ইন্সটল করে পুরা কম্পিউটার স্ক্যান করুন ,ভাইরাস যা পাবে তাই ডিলিট করুন

Level New

brilliant tune korlen vai…..waiting for your next tune!!!