কেমন আছেন টেকটিউনসবাসীরা?
আমি আল্লাহ-তায়ালার রহমতে ভালো আছি।
অনেক গুলো ছবি ব্যবহার করা হয়েছে।তাই পেইজ লোড হতে হয়তো একটু সময় বেশি লাগবে।সে জন্য অত্যন্ত দুঃখিত।
আপনি কি এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট চালান? তাহলে দেখে নিন আমার আজকের বিষয়।
আজ আপনাদের মজার একটা সফটওয়্যার এর সাথে পরিচর করিয়ে দিবো।আমি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে।ভালো লাগুক আর নাই লাগুক,মন্তব্য করে জানাবেন কেমন লিখলাম।ভুল হলে ধরিয়ে দিবেন যাতে পরবর্তিতে আরো ভালো ভাবে লিখতে পারি।
যাই হোক,এবার আসল কথায় আসি।
সফটওয়্যারটির নাম MoBoRoBo. এটা একটা এন্ড্রয়েড ম্যানেজমেন্ট টুল। যার মাধ্যমে আপনি পিসি/ল্যাপটপ এর সাহাযে মোবাইল কানেক্ট করে তথ্য ম্যানেজ করতে পারবেন।সফটওয়্যারের সাইয মাত্র ১৮ মেগাবাইট।
যা যা লাগবেঃ
এই সফটওয়্যার দিয়ে আপনি সরাসরি পিসি থেকে লিখে এসএসএস পাঠাতে পারবেন।এবার আসুন দেখে নিই কিভাবে কি করতে হয়।ছবির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিবো।
এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
প্রথমে মোবাইলের Settings>applications>Manage Application>Development> USB Debugging এ টিক চিহ্ন দিয়ে নিন।এবার পিসি এর সাথে ডাটা ক্যাবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
এবার সফটওয়্যার চালু করুন। প্রথমে নিচের ছবির মত আসবে।যখন মোবাইল কানেক্ট করবেন তখন আপনার মোবাইল এখানে দেখাবে।
ছবিতে লক্ষ্য করুন।আমার মোবাইল সফটওয়্যার এ দেখাচ্ছে।ব্যাটারি লেভেল,ফোন মেমরি, মোবাইল ব্যাক-আপ।নিচে দেখুন।আমার কত গুলো নাম্বার,এসএমএস,এপস,ছবি, ভিডিও আছে সব দেখা যাচ্ছে।
এখন দেখুন কিভাবে আপনি আপনার মোবাইলএর সব তথ্য আপনি খুব সহযেই ব্যাক-আপ করে রাখবেন।
Backup/Restore এ ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।
আপনি কি কি তথ্য ব্যাক-আপ করতে চান সেগুলোতে টিক দিন।কোথায় সেভ করতে চান সেটা দেখিয়ে দিন ব্রাউস করে।এখন Backup এ ক্লিক করুন।তাহলে এমন ছবি দেখাবে।
Open এ ক্লিক করুন।দেখে নিন ব্যাক-আপগুলো কেমন দেখাচ্ছে।এবং কিভাবে আপনি ব্যাক-আপ করা ফোন দেখবেন দেখে নিন।
আপনার মোবাইল এর মেমরি কার্ড এ কিকি আছে/কতটুকু ডাটা ব্যবহার করেছেন দেখা যাবে SD Card অপশন এ ক্লিক করলে।ছবিতে দেখুন আমার ডাটা কার্ডের তথ্য দেখাচ্ছে।
এবার উপরের মেনু থেকে DATA মেনু তে ক্লিক করুন।তাহলে আপনার সকল সেভ করা নাম্বার সমুহ এখানে দেখাবে।ডান দিকে লক্ষ্য করুন।আপনি এখানে ঘর গুলো তে তথ্য পুরন করে সরাসরি মোবাইলে নাম্বার সেভ করে রাখতে পারবেন।
উপরের মেনু থেকে APPS এ ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে।এখান থেকে ইন্সটল করলে তা সরাসরি আপনার মোবাইলে ইন্সটল এবং সেভ হবে।ছবিতে লক্ষ্য করুন আমি মাউসের কার্সর এপস এর উপরে রেখে Install এ ক্লিক করার পর উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে সেটা দেখাচ্ছে।ওই Download এ ক্লিক করার পর নিচের ছবির মত দেখাবে কি কি এবং কতটুকু ডাউনলোড হচ্ছে সেটা দেখাচ্ছে।
এবার দেখুন আপনার মোবাইল এ কি কি ছবি আছে সেটা Images এ ক্লিক করলে দেখাবে।মজার ব্যাপার হলো আপনি যেকোনো ছবি ড্রাগ করে এখানে ড্রপ করলে এটা সরাসরি মোবাইলের মেমরি তে চলে যাবে।যেকোনো ছবির উপর রাইট ক্লিক করে আপনি এখান থেকেই আপনার মোবাইলের ওয়ালপেপার সিলেক্ট করতে পারবনে।মজার না?
Videos মেনু থেকে আপনি আপনার মোবাইলে কি কি ভিডিও আছে সেটা দেখতে পারবেন এবং এখানেও ড্রাগ/ড্রপ করে ভিডিও সরাসরি মোবাইলে যোগ করতে পারবেন।এবং এখান থেকেও আপনি মোবাইলের ভিডিও প্লে করে দেখতে পারবেন।
এবার দেখুন এসএমএসের মজা।আপনার সব এসএমএস এখানে দেখাবে।এখান থেকে আপনি এসএমএস টাইপ করে সেন্ড করতে পারবেন।পিসি থেকে যেহেতু টাইপ করতে সুবিধা তাই এখান থেকেই ভালো ভাবে এসএমএস করতে পারবেন।
APPS মেনু থেকে বাম দিকে User Apps থেকে আপনার মোবাইলের কি কি এপস ইন্সটল করা আছে সব দেখাবে এবং এখান থেকে আপনি এপস ইন্সটল।আন-ইন্সটল করতে পারবেন।
এবং ব্যাক-আপ করে রাখতে পারবেন।
আরো কিছু ছবি দেখে নিন।সেগুলোর আর বর্ননা দিলাম না।যদি না বুঝতে পারেন তবে প্রশ্ন করুন।
আল্লাহ হাফেজ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
টিউনটি সুন্দর ও মান সম্মত হইছে অনেক অনেক ধন্যবাদ একটি ভাল টিউন আমাদের উপহার দেয়ার জন্য।