আসুন জেনে নেই নতুন ওয়ার্ডপ্রেস ৩.৫ এ সর্বশেষ সংযুক্ত সকল ফিচার !

বিসমিল্লাহির রহমানীর রাহীম।

আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমাদের সবারই আশাকরি মোটামুটি ধারণা আছে। মূলত ওয়ার্ডপ্রেস হলো একটি ওপেন সোর্স CMS । যার অর্থ হলো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেটম (Content Management System)। ওয়ার্ডপ্রেস দিয়ে যে কেউ তার নিজের ওয়েবসাইট তৈরী করতে পারেন তাও সম্পূর্ণ কোডিং এর উপর কোন অভিজ্ঞতা না থাকলেও।আর এটি যেহেতু ওপেন সোর্স অর্থাৎ বিনামূল্যে এটি ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেসের দুটি ভার্সন আছে। একটি হলো অনলা্ইন এবং অন্যটি অফলাইন CMS। মানে অনলাইন হলো wordpress.com এ গিয়ে নেটে বসে বসেই আপনি আপনার ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর অফলাইন CMS হলো আপনি ওয়ার্ডপ্রেস আপনার পিসিতে ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো Edit করে এটি ব্যবহার করতে পারবেন। সাম্প্রতিক ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন ৩.৫ রিলিজ পেয়েছে। এতে বেশ কিছু নতুন সব ফিচার সংযুক্ত করা হয়েছে। আসুন নিচে এবার দেখে নেই কি কি নতুন আছে এতেঃ

১. নতুন আঙ্গিকে মিডিয়া ম্যানেজার :

ওয়ার্ডপ্রেসে পরিবর্তন আনা হয়েছে মিডিয়া ম্যানেজারের নতুন চেহারা।যার ফলে এখন আগের থেকেও দ্রুত গতিতে চালু করা যাবে মিডিয়া ম্যানেজার। আর সেই সাথে পরিবর্তন আনা হয়েছে আপলোডিং সিস্টেমেও। তবে ফাইলকে ড্রপ করে আপলোড করার সিস্টেমটি এখনো অব্যহত রাখা হয়েছে। তবে মজার বিষয়টি লক্ষ্য করা যায় আপলোডিং এর পরেই। কেননা তখন ছবিগুলো অনেকটা গ্যালারি সিস্টেমে প্রদর্শিত হয়। এবং mark করেও নির্বাচন করা যায় যে পোষ্টে একসাথে কতটি ছবি যুক্ত করা যাবে। এছাড়াও প্রত্যেকটি ছবির পাশেই রয়েছে Attachment Details। যেখানে ছবিটির সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন Title, Caption ইত্যাদি যুক্ত করে দেওয়া যাবে।

২. নতুন স্বাগতম স্ক্রীন :


ওয়ার্ডপ্রেসে লগইন করেই আপনি সর্বপ্রথম এটির সাথে পরিচিত হবেন। এটি হলো ওয়ার্ডপ্রেস Welcome Screen। মূলত এটি পূর্বের ভার্সনে লক্ষ্য করা গেলেও এই ভার্সনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কেননা নতুন ওয়ার্ডপ্রেসে Welcome Screen এ যুক্ত করা হয়েছে ব্লগের প্রয়োজনীয় যাবতীয় শর্টকাট যার মাধ্যমে ড্যাসবোর্ডে বসে বসেই ব্লগের প্রয়োজনীয় বেশ কিছু কাজ করা যাবে।

৩. নতুন থীম :


ওয়ার্ডপ্রেসের ডিফট হিসেবে নির্বাচন করা হয়েছে Twenty Twelve নামক একটি থীম। যা সম্পূর্ণ কাষ্টমাইজেবল ও লোড ফ্রী থিম। অর্থাৎ চাইলেই থীমটিকে ইচ্ছা মতো এডিট করে বা সেটআপ করে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হলো Twenty Eleven থীমটির একেবারে উল্টো এই নতুন থীমটি। কারণ নতুন Twenty Twelve থীমটি সম্পূর্ণ simple । এবং এটি দেখতেও অনেকটা সাদামাটা।

আশা করি ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনটি আপনাদের সবার পছন্দ হবে। আপনি চাইলেই এখানে ক্লীক করে নতুন ভার্সনটির CMS ডাউনলোড করে নিতে পারেন।

প্রথম প্রকাশিত হয়েছে :

http://www.itworld.com.bd/

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আব্দুর রহিম ভাই । আমার একটি wordpress site আছে । কিন্তু আমি জানিনা কিভাবে word press update করতে হয় । যদি আপডেড করার পুরো প্রক্রিয়াটা বলেন তাহলে উপকৃত হতাম । ‍আমার সাইটের ঠিকানা হলো http://www.deenilhaq.com

    ABU TASNEEM ভাইয়া আপনার ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত ওয়েবসাইটটিতে লগইন করে ড্যাসবোর্ডে যান। সর্ব ডানের নিচে দেখুন একটি অপশন এসেছে আর তাতে লেখা আছে “Get Version 3.5″ । তাতে ক্লীক করুন। বা http://www.আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম/wp-admin/update-core.php এ যান। তারপর Update Now বাটনে ক্লীক করলেই আপনার ওয়ার্ডপ্রেসটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত ওয়েবসাইটটিতে লগইন করে ড্যাসবোর্ডে যান। সর্ব ডানের নিচে দেখুন একটি অপশন এসেছে আর তাতে লেখা আছে “Get Version 3.5” । তাতে ক্লীক করুন। বা http://www.আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম/wp-admin/update-core.php এ যান। তারপর Update Now বাটনে ক্লীক করলেই আপনার ওয়ার্ডপ্রেসটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপডেট করতে গেলে কিছু হারিয়ে যাবে না তো ? আপডেট করার আগে কি কি ব্যাকআপ নিয়ে রাখা দরকার এর প্রক্রিয়া কি , আবার রিষ্টোর করবো কিভাবে এসব একটু জানাবেন প্লিজ ।

ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য ।

খুবই সুন্দর টিউন! অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম। টিউনটিকে নির্বাচিত করা হোক।

ভাই আমার ওয়ার্ডপ্রেস একটা সাইট আছে আমি ভাল ডিজাইন করতে পারিনা যদি আমাকে একটু সাহায্য করতেন আমার খুব উপকার হত।আমার ফোনঃ ০১৯৩২৬৭৮৯৫৭/০১৮৪৯৩০৩৭৩০ । আমার google tolk:[email protected] ,যদি দয়া হয় সাহায্য করতে পারেন যে কেউ। আপনাদের আশায় রইলাম…………..

thanks………..

পরশুই আপডেট দিয়েছি । মিডিয়া ম্যানেজার এর নতুন সিস্টেম টা আমারো ভাল লেগেছে ,

ভাই আমার ফেসবুক প্রফাইল http://www.facebook.com/sheponahamed.meg?ref=tn_tnmn এইটা ।আমাকে এড করুন দয়া করে ।

যদি আমাকে বলা হয় সবচেয়ে ফালতু ওয়ার্ডপ্রেস ভার্সন কোনটা, তাহলে আমি বলবো ৩.৫ । অনেক বাগ রয়েছে এই ভার্সন এ। বাগ গুলো ওয়ার্ডপ্রেস এর ব্লগ সাইটে দেয়া হয়েছে, আশা করি পরবর্তী ভারশন গুলো বাগ সমস্যা থাকবে না।
৩.৫ থেকে ৩.৪.২ তে ফিরে এসেছি।