আসসালামুআলাইকুম,
কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে আমাদের অথ্যাৎ মুসলমানদের কিছু হাস্যকর দিক তুলে ধরব।আশা করি কোন অমুসলিম এখানে কমেন্টস করবেন না দয়া করে
। মূলত ইউটিউব বন্ধ রাখার ব্যপারেই আমার এই টিউনটি।
প্রথমেই টিউনটি বোধগম্য করতে এর আনুসঙ্গিক বিষয়গুলো পরিষ্কার করছিঃ
*কারো যদি বজ্রপাতে মৃত্যু ঘটে তবে আমরা মুসলমানরা কি বলি?
একদল বলি আল্লার গজব পড়ে মরছে শালায়!! আরেকদল বলি আহা বজ্রপাতের সময় এমনিতেই সবাই আল্লাহকে স্বরণ করে আহ কি নেক বান্দা নির্ঘাত বেহেস্তে!!
*আাবার কেউ যদি কম বয়সে মরে আমরা বলি মরছে শালায় বেশি দিন বাঁচলে দুনিয়া ধ্বংস করে ফেলত এমনিতেই যা করছে। আবার আরেকদল বলি ভালো মানুষ বেশীদিন বাঁচেনা!!!
*একজন আমাকে বলল আশ্রাফ মিয়াদের ঘরে সবাই চশমা পরে , এটা আশ্রাফ মিয়ার পাপের ফল।
আমি তাকে বললাম , তোর আব্বা কী পাপ করছে যার ফলে তুই এত খাটো??
একধম চুপ!!
*কোন পরিবারে কেউ অসুস্থ হলে আমরা মুসলমানরা বলি আল্লার গজব!! দুইনম্বর টাকার খেসারত!!
আরে বিশ্বে মুসলমান আছে কয়জন? ৭০০কোটিতে ২০০কোটি মুসলমান। এই ২০০কোটিতে ধরলাম ২০লাখ লোক কোটিপতি। এই ২০লাখ লোক ছাড়া কি আর কারো ঘরে রোগ বালাই নেই?? এখানেও রাজনীতি!! নিজের ঘরে কারোর অসুখ হলে সেটা আল্লার পরীক্ষা আর অপরের ঘরে সেটা গজব!!!!!!
*একজন উপরের কথাগুলোর মত কথা বলে, তো তাকে বললাম দেশ থেকে পাপ দিন দিন কমে যাচ্ছে।
প্রশ্ন করল ,কিভাবে? আমিতো দেখছি পাপ দিন দিন বাড়ছে!!
আমি বললাম স্বাধীনতার পরও দেশে খাদ্য্ সংকট ছিল না? ভাত না পেয়ে মাড় খায়নি? ক্ষুধার কষ্ট করেনি?
তিনি বললেন ছিল ঠিকেই কিন্তু তখনকার মাড়েও অনেক শক্তি ছিল!!!
আমি বললাম, ডায়রিয়াতেও তো মানুষ মারা যেত?
বলল হ্যাঁ কত মানুষ মারা গেছে ডায়রিয়াতে..
আমি বললাম দেখেন পাপের মাত্রা কত গভীরে ছিল ক্ষুধার কষ্টতো ছিলই সাথে ডায়রিয়ার মত রোগেও মানুষ মারা যেত!!!!
বিশ্বাস করেন ভাই এতদিন শুধু হা করে থাকে কথাটা শুনেছি কিন্তু, আমার কথা শুনে লোকটি সত্যিকার অর্থেই হা করে ছিল!!!
মূলত মুসলমানদের নির্বুদ্ধিতা, মূর্খতা ও সীমাহীন বোকামীর জন্য সারা বিশ্বে তারা শোষিত হচ্ছে।
আসি বর্তমান সরকার সম্পর্কেঃ হুজুর সমাজ গত নির্বাচনের পূর্বে জোর প্রচারণা চালিয়েছেন এই সরকারকে ভোট দেয়া যাবে না! ওরা ক্ষমতায় আসলে ইসলামকে ধ্বংস করে দেবে!!
আপনাদের বলছি, আগামী নির্বাচনে আপনার এই সরকারকে ভোট দেয়া ফরজ, কেননা আমার মনে হয় না অন্য কোন সরকার একটি ভিডিওর জন্য এতদিন ইউটিউব বন্ধ করে রাখতো!!
আসি ইউটিউব সম্পর্কেঃ
কেন ইউটিউব বন্ধ?
হযরত মুহাম্মদ সঃ কে অবমাননা কারী ভিডিও আপলোড করা হয়েছে এবং সরকার থেকে অনুরোধ যাওয়া সত্ত্বেও তা সরানো হয়নি।
কয়দিন বন্ধ থাকবে?
যতদিন ভিডিওটি সরানো না হবে।
(খাওয়ার প্লেট নর্দমায় পড়ে গেছে যতদিন নর্দমা থেকে তোলা না হবে তত দিন ওই প্লেটে খাওয়া যাবে না তোলা মাত্রই খাওয়া সম্ভব ব্যাপারটি এই রকম না??)
কে কে ছবিটি দেখেছেন?
মাসায়াল্লাহ, প্রক্সি দিয়ে ইউটিউবে ঢুকে তা ডাউনলোড করে দেখেছি!! যদিও এর আগে কখনো ইউটিউব দেখা হয়নি!! –এই রকম লোকেরও অভাব নেই!!
কেনরে ভাই ভিডিও দেখার এত সখ উঠছে ক্যান???
যারা ছবিটি নির্মাণ করেছে তারা নির্দোষ সব দোষ ইউটিউব গুগলেরঃ
কার্যত যারা ছবিটি নির্মাণ করেছে তারা বেশ সফল, যারা কোনদিন ছবি দেখেনি তারাও এই ছবিটি দেখে ফেলেছে। সারা বিশ্বে তাদের দর্শক । হলিউড বলিউড সব ফেইল!!!তাছাড়া ওরা ওদের মতই চলছে , নো চিন্তা ডু ফুর্তি………………………………………………………………
আর এলেক্সাতে গিয়েই দেখুন না!! গুগল ইউটিউবের রিভিউর কি দশা!!!
কত বড় নিমক হারাম দেখছেন?? এতদিন ব্যবহার করলা রিভিউ দিলানা আর এখন আসছ ওয়ান রেটিংস দিতে??
ফেসবুক কি হেতায়াতুল কোবরা??
ফেসবুকে আল্লা রাসূল পরিচয়ে পেজ বাংলাভাষায় পরিচালনার বিষয় নিয়ে একাধিক স্থানে আমরা নিউজ দেখেছি। তাহলে ফেসবুক বন্ধ করা হচ্ছে না কেন?? রিপোর্ট করা সত্তেও তো তারা পেজগুলো বন্ধ করছেনা????
আমার মনে হয় ফেসবুক হেদায়াতুল কোবরা!!!!
আসুন আমরা btrc তে ইমেইল পাঠাই ইউটিউব খুলে দেয়ার জন্যঃ
আমরা প্রক্সি দিয়ে কিংবা আইপি হাইড করে অথবা শুধু একটি s যোগ করে ইউটিউব ব্রাউজ করছি ঠিকই কিন্তু আমরা কেন এভাবেই চালাব? আমরা স্বাভাবিক নিয়মে ব্যবহার করতে চাই । তাই আসুন আমরা নিন্মোক্ত ইমেইল ঠিকানায় ইমেইল পাঠিয়ে ইউটিউব খুলে দেয়ার অনুরোধ জানাই।
এই ইমেইল এড্রেসে ইমেইল করুন— rhassan@ btrc.gov.bd / [email protected]
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মূলত মুসলমানদের নির্বুদ্ধিতা, মূর্খতা ও সীমাহীন বোকামীর জন্য সারা বিশ্বে তারা শোষিত হচ্ছে। বাংলাদেশ, ফাকিস্হান ও আফগানিস্হানে ইউটিউব বন্ধ। কি সুন্দর মিল, এই তিনটি দেশের বিরুদ্বে জঙ্গিবাদ, ধমা’ন্ধতা, কুসংস্কার সহ নানা কায’কলাপের অভিযোগ রয়েছে। আমারা বেশি ধা’মিক, অথচ নবীর দেশ সৌদি আরবে ইউটিউব বন্ধ করা হয় নাই। মেইল করে কি হবে, btrc মাথা মোটা লোকগুলার কি কোন বুদ্বিশুদ্বি আছে???