কার কার ইউটিউব লাগবে? কার কার লাগবে না? সবাই এদিকে আসেন…..

আসসালামুআলাইকুম,

কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে আমাদের অথ্যাৎ মুসলমানদের কিছু হাস্যকর ‍দিক তুলে ধরব।আশা করি কোন অমুসলিম এখানে কমেন্টস করবেন না দয়া করে

। মূলত ইউটিউব বন্ধ রাখার ব্যপারেই আমার এই টিউনটি।

প্রথমেই টিউনটি বোধগম্য করতে এর আনুসঙ্গিক বিষয়গুলো পরিষ্কার করছিঃ

*কারো যদি বজ্রপাতে মৃত্যু ঘটে তবে আমরা  মুসলমানরা কি বলি?

একদল বলি  আল্লার গজব পড়ে মরছে  শালায়!! আরেকদল বলি আহা বজ্রপাতের সময় এমনিতেই সবাই আল্লাহকে স্বরণ করে আহ কি নেক বান্দা নির্ঘাত বেহেস্তে!!

*আাবার কেউ যদি কম বয়সে মরে আমরা বলি মরছে শালায় বেশি দিন বাঁচলে ‍দুনিয়া ধ্বংস করে ফেলত এমনিতেই যা করছে। আবার আরেকদল বলি ভালো মানুষ বেশীদিন বাঁচেনা!!!

*একজন আমাকে বলল আশ্রাফ মিয়াদের ঘরে সবাই চশমা পরে , এটা আশ্রাফ মিয়ার পাপের ফল।

আমি তাকে বললাম , তোর আব্বা কী পাপ করছে যার ফলে তুই এত খাটো??

একধম চুপ!!

*কোন পরিবারে কেউ অসুস্থ হলে আমরা মুসলমানরা বলি আল্লার গজব!! দুইনম্বর টাকার খেসারত!!

আরে বিশ্বে মুসলমান আছে কয়জন? ৭০০কোটিতে ২০০কোটি মুসলমান। এই ২০০কোটিতে ধরলাম ২০লাখ লোক কোটিপতি। এই ২০লাখ লোক ছাড়া কি আর কারো ঘরে রোগ বালাই নেই?? এখানেও রাজনীতি!! নিজের ঘরে কারোর অসুখ হলে সেটা আল্লার পরীক্ষা আর অপরের ঘরে সেটা গজব!!!!!!

*একজন উপরের কথাগুলোর মত কথা বলে, তো তাকে বললাম দেশ থেকে পাপ দিন দিন কমে যাচ্ছে।

প্রশ্ন করল ,কিভাবে? আমিতো দেখছি পাপ দিন দিন বাড়ছে!!

আমি বললাম স্বাধীনতার পরও দেশে খাদ্য্ সংকট ছিল না? ভাত না পেয়ে মাড় খায়নি? ক্ষুধার কষ্ট করেনি?

তিনি বললেন ছিল ঠিকেই কিন্তু তখনকার মাড়েও অনেক শক্তি ছিল!!!

আমি বললাম, ডায়রিয়াতেও তো মানুষ মারা যেত?

বলল হ্যাঁ কত মানুষ মারা গেছে ডায়রিয়াতে..

আমি বললাম দেখেন পাপের মাত্রা কত গভীরে ছিল ক্ষুধার কষ্টতো ছিলই সাথে ডায়রিয়ার মত রোগেও মানুষ মারা যেত!!!!

বিশ্বাস করেন ভাই এতদিন শুধু হা করে থাকে কথাটা শুনেছি কিন্তু, আমার কথা শুনে লোকটি সত্যিকার অর্থেই হা করে ছিল!!!

মূলত মুসলমানদের নির্বুদ্ধিতা, মূর্খতা ও সীমাহীন বোকামীর জন্য সারা বিশ্বে তারা শোষিত হচ্ছে।

আসি বর্তমান সরকার সম্পর্কেঃ হুজুর সমাজ গত নির্বাচনের পূর্বে জোর প্রচারণা চালিয়েছেন এই সরকারকে ভোট দেয়া যাবে না! ওরা ক্ষমতায় আসলে ইসলামকে ধ্বংস করে দেবে!!

আপনাদের বলছি, আগামী নির্বাচনে আপনার এই সরকারকে ভোট দেয়া ফরজ, কেননা আমার মনে হয় না অন্য কোন সরকার একটি ভিডিওর জন্য এতদিন ইউটিউব বন্ধ করে রাখতো!!

আসি ইউটিউব সম্পর্কেঃ

কেন ইউটিউব বন্ধ?

হযরত মুহাম্মদ সঃ কে অবমাননা কারী ভিডিও আপলোড করা হয়েছে এবং সরকার থেকে অনুরোধ যাওয়া সত্ত্বেও তা সরানো হয়নি।

কয়দিন বন্ধ থাকবে?

যতদিন ভিডিওটি সরানো না হবে।

(খাওয়ার প্লেট নর্দমায় পড়ে গেছে যতদিন নর্দমা থেকে তোলা না হবে তত দিন ওই প্লেটে খাওয়া যাবে না তোলা মাত্রই খাওয়া সম্ভব ব্যাপারটি এই রকম না??)

কে কে ছবিটি দেখেছেন?

মাসায়াল্লাহ, প্রক্সি দিয়ে ইউটিউবে ঢুকে তা ডাউনলোড করে দেখেছি!! যদিও এর আগে কখনো ইউটিউব দেখা হয়নি!! –এই রকম লোকেরও অভাব নেই!!

কেনরে ভাই ভিডিও দেখার এত সখ উঠছে ক্যান???

যারা ছবিটি নির্মাণ করেছে তারা নির্দোষ সব দোষ ইউটিউব গুগলেরঃ

কার্যত যারা ছবিটি নির্মাণ করেছে তারা বেশ সফল, যারা কোনদিন ছবি দেখেনি তারাও এই ছবিটি দেখে ফেলেছে। সারা বিশ্বে তাদের দর্শক । হলিউড বলিউড সব ফেইল!!!তাছাড়া ওরা ওদের মতই চলছে , নো চিন্তা ডু ফুর্তি………………………………………………………………

আর এলেক্সাতে গিয়েই দেখুন না!! গুগল ইউটিউবের রিভিউর কি দশা!!!

কত বড় নিমক হারাম দেখছেন?? এতদিন ব্যবহার করলা রিভিউ দিলানা আর এখন আসছ ওয়ান রেটিংস দিতে??

ফেসবুক কি হেতায়াতুল কোবরা??

ফেসবুকে আল্লা রাসূল পরিচয়ে পেজ বাংলাভাষায় পরিচালনার বিষয় নিয়ে একাধিক স্থানে আমরা নিউজ দেখেছি। তাহলে ফেসবুক বন্ধ করা হচ্ছে না কেন?? রিপোর্ট করা সত্তেও তো তারা পেজগুলো বন্ধ করছেনা????

আমার মনে হয় ফেসবুক হেদায়াতুল কোবরা!!!!

আসুন আমরা btrc তে ইমেইল পাঠাই ইউটিউব খুলে দেয়ার জন্যঃ

আমরা প্রক্সি ‍দিয়ে কিংবা আইপি হাইড করে অথবা শুধু একটি s যোগ করে ইউটিউব ব্রাউজ করছি ঠিকই কিন্তু আমরা কেন এভাবেই চালাব? আমরা স্বাভাবিক নিয়মে ব্যবহার করতে চাই । তাই আসুন আমরা নিন্মোক্ত ইমেইল ঠিকানায় ইমেইল পাঠিয়ে ইউটিউব খুলে দেয়ার অনুরোধ জানাই।

এই ইমেইল এড্রেসে ইমেইল করুন— rhassan@ btrc.gov.bd  / [email protected]

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

 

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মূলত মুসলমানদের নির্বুদ্ধিতা, মূর্খতা ও সীমাহীন বোকামীর জন্য সারা বিশ্বে তারা শোষিত হচ্ছে। বাংলাদেশ, ফাকিস্হান ও আফগানিস্হানে ইউটিউব বন্ধ। কি সুন্দর মিল, এই তিনটি দেশের বিরুদ্বে জঙ্গিবাদ, ধমা’ন্ধতা, কুসংস্কার সহ নানা কায’কলাপের অভিযোগ রয়েছে। আমারা বেশি ধা’মিক, অথচ নবীর দেশ সৌদি আরবে ইউটিউব বন্ধ করা হয় নাই। মেইল করে কি হবে, btrc মাথা মোটা লোকগুলার কি কোন বুদ্বিশুদ্বি আছে???

    Level 0

    @monirz: monirz বলেছেন “বাংলাদেশ, ফাকিস্হান ও আফগানিস্হানে ইউটিউব বন্ধ”। তা এই ফাকিস্হান দেশটা কোথায় অবস্থিত ??
    নাকি এটা আপনার কোন নোংরা মগজের অশ্লীল উপস্থাপনা। আপনি যদি অন্য দেশকে এইভাবে অপমান করার চেষ্টা করেন তাহলে এটা তাদের অপমান হবে না , এটা হবে আপনি যে দেশে জন্মেছেন সেই দেশের অপমান। দয়া করে অন্যকে সম্মান দিতে শিখুন, তাহলে আপনিও অন্যের থেকে সম্মান আশা করতে পারবেন।

      @newboy: ফাকিস্তান শব্দটায় আপনার কেন জ্বালা ধরল ঠিক বুঝলামনা। যাই হোক আপনি জানতে চেয়েছেন কোথায় এই ফাকিস্তান অবস্থিত ?? তাঁর আগে বলি- ফাকিস্তান এমন একটি দেশ যে দেশ অন্যায় ভাবে বাংলাদেশের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে এবং ব্যাপক ধর্ষণের প্রমান হিসাবে বাংলাদেশে কিছু কুলাঙ্গার, জারজ, নাজায়েজ সন্তান রেখে গিয়েছে, যেমনঃ আপনি নিজে।
      বর্তমান প্রজন্মের তরুণরা ফাকিস্তানকে দুই চোখে দেখতে পারেনা। এর কারন কষ্ট করে ইন্টারনেট থেকে জেনে নিয়েন। আমার একটা প্রশ্ন, দয়া করে উত্তর দিয়েন ঃ ফাকিস্তান কে সম্মান কেন দিতে হবে এবং এর প্রতি আপনার এতো অক্রিত্তিম ভালোবাসার কারন কি ?????

        Level 0

        @Desert Eagle: আমি পাকিস্তানের কোন দালাল নই। আর আর অন্যকে সম্মান না দিলে অন্নের থেকে সম্মান আশাও করা যায় না। আমি ভালো করেইজানি যে ৭১ এ তাদের সৈন্যরা কি করেছিল ? কিন্তু সেই জন্য আপনি সমস্ত দেশকে অশ্লীল ভাষায় গালি দেবেন এটা তো ঠিক না। আপনার নিজের বড় ভাই বা বোন যদি কোন অন্যায় কাজ করে আর এর জন্য কেউ যদি আপনার মা বাবাকে খারাপ বলে তাহলে আপনি কি তা মেনে নেবেন ??

        এরপরেও যদি আপনার মনে হয় আপনি ঠিক বলেছেন তাহলে আমিও আপনার বিচারের নিরপেক্ষতা দেখতে চাই। আপনি অন্যায় ভাবে বাংলাদেশের উপর অবর্ণনীয় অত্যাচার চালানর জন্য এমন একটা নাম দিয়েছেন। তাহলে পাকিস্তানের আগে প্রায় ২০০ বছর ব্রিটিশরা আমাদেরকে শাসনের নামে অন্যায়ভাবে শোষণ করেছিল। বিভিন্নভাবে দেশের সম্পদ লুট করেছিল। দেশের অনেক মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। অনেক নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল। কিন্তু তাই বলে কি আপনি ব্রিটেন বা ইংল্যান্ড কে কোন খারাপ বা অশ্লীল নামে ডাকেন ?

        এতো গেলো পাকিস্তান আমলের আগের কথা। এবার পাকিস্তান আমলের পরের কথায় আসি। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের একটি প্রতিবেশি রাষ্ট্র ভারত বিভিন্নসময়ে বিভিন্নভাবে আমাদের উপর অনেক অত্যাচার করেছে। এমনকি তাদের দেশের সৈন্যরা আমারদের দেশের অনেক মানুষের শ্লীলতাহানি করেছে। সীমান্ত এলাকায় আমাদের দেশের অনেক মানুষকে পাখির মতো গুলি করে মারছে। ফারাক্কা বাধ দিয়ে আমাদের উপর পানির শোষণ চালাচ্ছে। না জানি ভবিষ্যতে আর কি কি উপায়ে কত রকম অত্যাচার চালাবে সে তো আল্লাহই জানেন ! তো সেই হিসেবে আপনি ভারত বা ইন্দিয়া কে কিনামে ব্যাঙ্গ করবেন আমি একটু জানতে চাই।

        আর যদি এত শত অন্যায় অত্যাচার করার পরেও আপনি ভারত বা ইন্দিয়া এবং ব্রিটেন বা ইংল্যান্ড কে কোন খারাপ বা অশ্লীল নামে ডাকেন না তাহলে পাকিস্তানকে কেন ব্যাঙ্গ করবেন। আর যদি করতেই হয় তো পকিস্তানের পাশাপাশি ভারত বা ইন্দিয়া এবং ব্রিটেন বা ইংল্যান্ড কে কোন খারাপ বা অশ্লীল নামে ডাকা শুরু করে দেন। ধন্যবাদ।।

        Level 0

        প্রত্যেক রাষ্ট পরস্পর রাষ্ট কে সম্মান দেয়. এটাই সঠিক ও সুন্দর.
        তাদের ভিতর যুদ্ধ , আন্তরিকতা যখন থাকে , তখনও তারা শৃঙ্খলা ও সম্মানের সাথে সেটা প্রকাশ করে. এটাই সঠিক ও সুন্দর.
        রাষ্ট হলো মায়ের মতন.
        অনুভতি টা অনেক অনেক গভীর.

        Level 0

        Newboy to kharap kotha bolen nai,Dear Moru pakhi,amader BD ki khub valo?amader desh je dhongsher pothe jacche ta dekhte pacchen na ?Remember,”Charity begins at home.” Please address me as Pakistan Dalal.

        Khali paki bole na,janun,British ra ki ki koreche?Asha kori vulben na.

        Thnx.

Level 0

Kothata mondo bolen nai Tuner vai,amra shudhu muslimra na,amader shovabtai kina ei.(ami nijeo er batikrom noi!)

Level 0

monirz বলেছেন “বাংলাদেশ, ফাকিস্হান ও আফগানিস্হানে ইউটিউব বন্ধ”। তা এই ফাকিস্হান দেশটা কোথায় অবস্থিত ??
নাকি এটা আপনার কোন নোংরা মগজের অশ্লীল উপস্থাপনা। আপনি যদি অন্য দেশকে এইভাবে অপমান করার চেষ্টা করেন তাহলে এটা তাদের অপমান হবে না , এটা হবে আপনি যে দেশে জন্মেছেন সেই দেশের অপমান। দয়া করে অন্যকে সম্মান দিতে শিখুন, তাহলে আপনিও অন্যের থেকে সম্মান আশা করতে পারবেন।

    Level New

    @newboy: ভাই পাকিস্থান কে সম্মান না দিলে আমার দেশের অপমান হবে এ তথ্য আপনি কই পাইলেন? নাকি স্বাধীনতা যুদ্ধের সময় ঐ হানাদর বাহীনি আপনার বাপ-দাদাদের যে সম্মান দিছিলো তার রিন শোধ করতেছেন? ঐ হারামী দের কিভাবে আপনারা সমর্থন করেন যারা আমাদের এত অপমান এত ক্ষতি করছিলো?

Level 0

একটা জিনিস আমি বুঝি না। সরকার পুরা ইউটিউবকে ব্লক না করে, ইউটিউবের সেই আপত্তিকর ভিডিওর ঠিকানাটা ব্লক করলেই পারে। প্রত্যেক আই এস পির প্রক্সি সার্ভারে এটা ম্যানুয়ালি কনফিগার করে দেয়া যায়। আর দেশের ন্যাশনাল গেটওয়ে সার্ভার থেকেও এইটা করা হলে আরও ভালো হয়। কিন্তু আমাদের তথাকথিত ধর্মপ্রান সরকার এবং সংশ্লিষ্ট আমলা আর নির্বোধ প্রকৌশলীরা এটা না করে কেন পুরো ইউটিউবকেই ব্লক মেরে দিল সেটা বুঝলাম না।
মাথায় দুই একটা চুল পেকে গেছে দেখে পুরো মাথাই ন্যাড়া করতে হবে এটা কেমন কথা ??

Level 0

@carifahmad > vai tomar thimking ta valo

ভালোই বলেছেন । প্লাস 😀

Level 0

@newboy: আরে ফাকিস্হান দেশটা চিনলেন না। পৃথিবীর সবচাইতে ঘৃনীত দেশ হল ফাকিস্হান, যেখানে প্রায়ই মসজিদ, স্কুল, হাসপাতাল, ব্যাস্ত মাকে’ট, এমন কি শব যাএাও বোমা ফুটে।ওখানে কখন কোথায় ফুটুস করে বোমা ফুটবে বলা মুশকিল। সুস্হ মস্তিস্কের মানুষ বেঁচে থাকা কষ্টকর।ঐ দিন দেখলাম আফগানিস্হানে ঈদের নামাজেফুটুস করে বোমা ফুটল, ওখানে ধমে’র নামে বাড়বাড়ি চলে।ফাকিস্তানের মত ঠিক একই কায়দায় এদেশে গত জোট সরকারের সময় কিছু দলের সহায়তায় এসব জঙ্গিরা মাথাচাড়া দিয়েছিল এবং বোমাবাজী শুরু করেছিল। আবার তাদের পক্ষে একটা গোষ্ঠি সাফাই গাইছিলো যে দেশে কোন জঙ্গি নেই বা বাংলা ভাই নেই, সব আওয়ামিলীগের সৃষ্টি। নেএা-নেএীরা মনে করে আমরা সবাই আহাম্মক!!!

    Level 0

    অথচ কি তামশা দেখেন.
    অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও উন্নতি সাধনে তারা কত এগিয়ে.
    আমাদের দেশে এত এত গাড়ি থাকতেও টয়োটা কোনো নিজস্ব প্লান্ট করেনি. তাদের দেশে টয়োটার উত্পাদন প্লান্ট আছে. জিনিস অরিজিনাল, দামেও সস্তা.
    আমাদের দেশে এত এত মোটর সাইকেল থাকলেও ইয়ামাহা , হোন্ডার কোনো প্লান্ট নাই. তাদের দেশে আছে , এখনো পাকিস্তানের এটলাস কোম্পানি বাংলাদেশ এর হোন্ডা , হিরো হোন্ডা এর মোটরসাইকেল সরবরাহ করে.
    বাংলাদেশে গ্রাহককে তিনটার দাম দিয়ে একটা পণ্য কিনতে হয়.
    বড় বড় কোম্পানি বাংলাদেশে কাজ করার পরিবেশ খুঁজে পায় না.
    বোমার দেশে তারা পায়.

Level 0

fuck stan(fakistan) er dalal new boy. or baap rajakar chilo.kauke somman. korar agey dekte hoy shay. somman korar moto lok kina ….

ইউটিউব মুসলমানরা না দেখলে বন্ধ হয়ে যাবে তা নয়। তবে এটা এক প্রকার প্রতিবাদ। আজ মুসলমানরা নেতৃত্ব শূণ্য হওয়ার কারণে প্রতিবাদের ধরন স্থির করতে হিমশিম খায়। তাই প্রাথমিক সেন্সে যা মাথায় আসে তা ই করে। এটাকেও নেগেটিভ দৃষ্টিতে দেখা উচিত নয়। কারণ এরূপ হতে হতেই একদিন একটি পথ বের হতে পারে। কিন্তু যদি প্রতিবাদের ধারাই বাদ দেওয়া হয় তবে ইসলামের শত্রুদের সাথে গা ভাসিয়ে একাকার হয়ে যাওয়ারই নামান্তর।

Level 0

@dux: ফাকিস্হানে টয়োটা, ইয়ামাহা ও হোন্ডা প্লান্ট তৈরি করেছিল ৯০ এর দশকে, তখন ফাকিস্হানে জঙ্গিবাদ এত বটবৃক্ষের মত হয় নাই। ফাকিস্হান কে তারা সম্ভাবনাময় দেশ মনে করেছিল। এখনতো ওখানে কখন কোথায় ফুটুস করে বোমা ফুটবে বলা মুশকিল। সুস্হ মস্তিস্কের মানুষর পক্ষে ওখানে বেঁচে থাকা কষ্টকর। এখন টয়োটা, ইয়ামাহা ও হোন্ডার মালিকেরা বাংলাদেশে কারখানা স্হাপন করতে চাচ্ছে কিন্তু রাজনৈতিক অস্হিরতার কারনে আলোচনা ফলপ্রসু হচ্ছে না আশার কথা ফাকিস্হানের ব্যাবসায়িরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। ফাকিস্হানিদের রক্তে বিষ রয়েছে। ওদের কোন নীতি নাই। টাকা পেলে নিজের মাকেও ওরা বিক্রি করে দিবে, তার প্রমান ওদের ক্রিকেটাররা। মদ, জুয়া ও নারী ওরা সব সময় মও থাকে। ওদের মন সবসময় কুটিলতায় পূন’ থাকে। এক হাতে মদের পেয়ালা ও অন্য হাতে পাক কালাম। ইসলাম ইসলাম বলতে জন কুরবান। কিন্তু ইসলামের নামে সবচেয়ে জঘন্য কাজগুলো ফাকিস্হানে সংঘঠিত হয়।

ভাই আমার কোন ধর্ম নিয়ে দেশ নিয়ে কথা বলার ইচ্ছা নেই। ঐ নোংরা ভিডিও ও দেখার ইচ্ছা নেই কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো আমার দরকার।

Level 0

Dhur! Dhormer Proshongo ase kan?Hey! Techtunes is not a place of quarell.
Darn it.

Level 0

https://www.youtube.com/

try to this link 100% working……….