একটি অত্যন্ত শক্তিশালী বস্তু (অল স্পার্ক) হতে সৃষ্টি হয় সাইবারট্রন নামে একটি গ্রহ, এবং সেটাতে প্রান সঞ্চার-ও হয় তার দ্বারা।
সেই গ্রহের অধিবাসীরা ছিল Autonomous Robotic Organism, যার ফলে তারা ইচ্ছামত আকারে পরিবর্তিত হতে পারতো।
সাইবারট্রোনিয়ান দের জীবন ধারন করা, বিশেষ করে বংশ বিস্তারের জন্য প্রয়োজন ছিল এনার্জন (এক প্রকার সবুজ তরল, যা আলো বিকিরন করে) । এটি ছিল তাদের প্রান-রস । এই এনার্জন উৎপাদনের জন্য তৈরী করা হয় একটি মেশিন, যা সূর্যের শক্তি ব্যাবহার করে এনার্জন চাষ করে।
সোলার হার্ভেস্টার (এনার্জন চাষের মেশিন)
যে গ্রহে এ মেশিনটি স্থাপন করা হবে সে গ্রহে থাকবে না কোন প্রানের অস্তিত্ব।
সাইবারট্রোনিয়ান দের মুখ্য নেতা ছিল ৭ জন (সেভেন প্রাইমস) । তারা এই মেশিন তৈরী ও স্থাপনের দায়িত্ব নিয়েছিল। তারা এই মেশিনটিকে স্থাপন করল পৃথিবীতে, কিন্তু তারা জানতো না যে এখানে প্রানের অস্তিত্ব থাকতে পারে। যখন তারা পৃথিবীতে প্রানের দেখা পেল তখন সিদ্ধান্ত নিল যে, যতক্ষন পর্যন্ত এখানে প্রান থাকবে ততক্ষন পর্যন্ত এই মেশিনটি চালু করা হবে না। ((বলে রাখি; মেশিনটি চালু করার এক এবং একমাত্র উপায় হল " মেট্রিক্স অব লিডারশীপ " নামক একটি ছোট্ট চাবি))
সেভেন প্রইম
সেভেন প্রইমসের সবচাইতে শক্তিশালী সদস্য (দ্য ফলেন) এই সিদ্ধান্ত মানল না , মেশিনটি চালু করতে চাইল এবং বাকী প্রাইমদের বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করল।
দ্য ফলেন
যুদ্ধে পারা যাবে না ভেবে, সিক্স প্রাইমস; মেশিনটি কে ঢেকে রাখল এবং " মেট্রিক্স অব লিডারশীপ " টি নিয়ে পালিয়ে গেল আর এমনভাবে লুকিয়ে রাখল যেন কেউ কখনো তা খুঁজে না পায়.................
যাকে আমরা পিরামিড হিসেবে জানি, আসলে তা হল সেই এনার্জন চাষের মেশিন
সুত্র:
সিনেমা
http://transformers.wikia.com
এ ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই টিউন করার উদ্দেশ্যটা কী?