টেকটিউনস নিঃসন্দেহে বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীদের জন্য অত্যন্ত প্রিয় এবং উপকারী একটি ব্লগ/ওয়েবসাইট। একজন ব্লগার/টিউনার হিসেবে টেকটিউনসে যে সুবিধাগুলো আমি চাই সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এই পোস্টে।
১। ফ্রন্ট পেজে লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের সুবিধাঃ আরেকটি পেজে ক্লিক করে লগ-ইন বা রেজিস্ট্রেশন করাটা আমার কাছে খুব বিরক্তির মনে হয়। সেক্ষেত্রে ফ্রন্টপেজেই একটি widget এ লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের ব্যবস্থা থাকতে পারে। চিত্রে তা দেখানো হয়েছে।
২। প্রিয় পোস্টঃ টেকটিউনসে প্রতিদিন প্রায় ৭০-৮০ টি পোস্ট আসে। এগুলোর ভেতর কিছু কিছু খুবই উপকারী, কিছু কিছু মোটামুটি, আর কিছু আজাইর্যা। একজন টিউনার যে টিউনগুলো পছন্দ করেন সেগুলোকে তার প্রিয় পোস্ট বানানোর একটা সুযোগ চাই।
৩। অনলাইনে আছেন সুবিধাঃ কতজন টিউনার, ভিজিটর অনলাইনে আছেন তার একটা পরিসংখ্যান চাই। সেই সাথে কে কে অনলাইনে আছেন তা দেখার সুবিধা চাই। এটির জন্যও একটি প্রতাশিত রূপ চিত্রে দেওয়া হয়েছে।
৪। গুরুতর সমস্যা আর. এস. এস ফিডঃ
প্রত্যেক টিউনারের হোমপেজে যে আর.এস.এস ফিডের লিঙ্ক দেওয়া আছে তা কাজ করে না। যেমন ধরুন আমি হাসিবের ফিড সাবস্ক্রাইব করলাম কিন্তু ফিডে হাসিবেরটা না দেখিয়ে টেকটিউনসের ওভারাল ফিড দেখায়। এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
৫। ট্যাগ এর ঝামেলাঃ টেকটিউনস ট্যাগ এর ঝামেলা বড় ঝামেলা। ট্যাগ থাকতেই হবে এটা আমার পছন্দ না। ক্যাটাগরির বিষয়টা ঠিক আছে। বেশিরভাগ সময়ই ট্যাগ ঠিকমতো দেবার পরও টিউন পোস্ট হয় না। ব্ললে ট্যাগ নাই। মেজাজ এত গরম হয় তখন!! প্রায় সকল পোস্টই ২/৩ বার প্রকাশ করুন এ ক্লিক করতে হয় ট্যাগ ঝামেলার কারনে।
আমার আগের একাউন্টটা বাদ দিতে হয়েছে এরকম ঝামেলার কারনে। আমি পোস্ট প্রকাশ করি, প্রকাশ হয় না। আমি ভাএবেছি আমাকে বোধয় ব্যানড করা হয়েছে। প্রায় ১/১.৫ মাস টিউন করতে পারিনি এই ঝামেলার কারণে। তারপর বাধ্য হয়ে এই একাউন্ট খুলেছি।
৬। লিঙ্ক ঝামেলাঃ আমি আমার ব্লগার টেমপ্লেট নিয়ে টিউনটি করতে গিয়ে দেখি ৫০ টির বেশি লিঙ্ক দেওয়া যাবে না। বাধ্য হয়ে বাকি টেমপ্লেটগুলোর জন্য আমার ওয়ার্ডপ্রেস ব্লগের লিঙ্ক দিয়েছি।
৭। ওয়ার্ড প্রব্লেমঃ টিউওনটিতে ৫০ টির কম ওয়ার্ড আছে, প্রকাশ করা যাবে না। আমি যদি বলি- " টেকটিউওনসে যতগুলো সফটওয়্যারের নাম আছে সবগুলো একসাথে ডাউনলোড করে এখানে রেখেছি আমি। ডাউনলোড করে নিন ।" এটা কি কম গুরুত্বপূর্ণ টিউন হলো ? না কম উপকারী? তাহলে আমাকে ইনিয়ে বিনিয়ে বলতে হবে কেন? হাসিন ভাইয়ের সাইটের লিঙ্ক দিতে গিয়ে আমি এই সমস্যা ফেস করেছি।
এত কথা না বলে এক কথায় বলি, টেকটিউনসে যে টিউনার প্যানেল আছে তার অপশন, এবং পোস্ট প্রকাশের অপশনগুলো আরও সহজ করা হোক। এত ঝামেলা করে টিউনারকে পেইন দেওয়ার কোন মানে হয় না। একজন টিউনার বলতে গেলে নিজের খেয়ে বনের মোষ তাড়ায় ( সাহায্য চাই টাইপ পোস্টগুলো ছাড়া )। তার উপর যদি তাকে এত ঝামেলা পোহাতে হয় টিউন প্রকাশ করার জন্য তাহলে নিঃসন্দেহে তা দুঃখজনক।
অতিরিক্তঃ ( এইগুলো অতিরিক্ত প্রত্যাশা)
৮। দৈনিক সর্বোচ্চ মন্তব্যকারী ৫ জন এবং সর্বাধিক পঠিত ৫ জন টিউনারের তালিকা প্রকাশ করা।
৯। সম্ভব হলে সূচীপত্র আমারে একনজরে সব পোস্ট নামে একটা ট্যাব রাখা হোক। যেমনটি হাসিন ভাইয়ের http://phpbook.ofhas.in/ ব্লগে রাখা হয়েছে।
এগুলো শুধুমাত্র আমার প্রত্যাশা এবং অভিযোগ , করতে হবে তা কিন্তু না 🙂
কর্তৃপক্ষ যদি তাদের সুবিধামত বিষয়গুলো বিবেচনা করেন তাহলে ভাল হয়।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
সহমত!!!
তবে আরো অনেক সমস্যা আছে 🙁