যেরকম টেকটিউনস চাই – একটি প্রত্যাশামূলক টিউন এবং কর্তৃপক্ষের কাছে কিছু অভিযোগ

টেকটিউনস নিঃসন্দেহে বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীদের জন্য অত্যন্ত প্রিয় এবং উপকারী একটি ব্লগ/ওয়েবসাইট। একজন ব্লগার/টিউনার হিসেবে টেকটিউনসে যে সুবিধাগুলো আমি চাই সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এই পোস্টে।

১। ফ্রন্ট পেজে লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের সুবিধাঃ আরেকটি পেজে ক্লিক করে লগ-ইন বা রেজিস্ট্রেশন করাটা আমার কাছে খুব বিরক্তির মনে হয়। সেক্ষেত্রে ফ্রন্টপেজেই একটি widget এ লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের ব্যবস্থা থাকতে পারে। চিত্রে তা দেখানো হয়েছে।

২। প্রিয় পোস্টঃ টেকটিউনসে প্রতিদিন প্রায় ৭০-৮০ টি পোস্ট আসে। এগুলোর ভেতর কিছু কিছু খুবই উপকারী, কিছু কিছু মোটামুটি, আর কিছু আজাইর‌্যা। একজন টিউনার যে টিউনগুলো পছন্দ করেন সেগুলোকে তার প্রিয় পোস্ট বানানোর একটা সুযোগ চাই।

৩। অনলাইনে আছেন সুবিধাঃ কতজন টিউনার, ভিজিটর অনলাইনে আছেন তার একটা পরিসংখ্যান চাই। সেই সাথে কে কে অনলাইনে আছেন তা দেখার সুবিধা চাই। এটির জন্যও একটি প্রতাশিত রূপ চিত্রে দেওয়া হয়েছে।

৪। গুরুতর সমস্যা আর. এস. এস ফিডঃ

প্রত্যেক টিউনারের হোমপেজে যে আর.এস.এস ফিডের লিঙ্ক দেওয়া আছে তা কাজ করে না। যেমন ধরুন আমি হাসিবের ফিড সাবস্ক্রাইব করলাম কিন্তু ফিডে হাসিবেরটা না দেখিয়ে টেকটিউনসের ওভারাল ফিড দেখায়। এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৫। ট্যাগ এর ঝামেলাঃ টেকটিউনস ট্যাগ এর ঝামেলা বড় ঝামেলা। ট্যাগ থাকতেই হবে এটা আমার পছন্দ না। ক্যাটাগরির বিষয়টা ঠিক আছে। বেশিরভাগ সময়ই ট্যাগ ঠিকমতো দেবার পরও টিউন পোস্ট হয় না। ব্ললে ট্যাগ নাই। মেজাজ এত গরম হয় তখন!! প্রায় সকল পোস্টই ২/৩ বার প্রকাশ করুন এ ক্লিক করতে হয় ট্যাগ ঝামেলার কারনে।

আমার আগের একাউন্টটা বাদ দিতে হয়েছে এরকম ঝামেলার কারনে। আমি পোস্ট প্রকাশ করি, প্রকাশ হয় না। আমি ভাএবেছি আমাকে বোধয় ব্যানড করা হয়েছে। প্রায় ১/১.৫ মাস টিউন করতে পারিনি এই ঝামেলার কারণে। তারপর বাধ্য হয়ে এই একাউন্ট খুলেছি।

৬। লিঙ্ক ঝামেলাঃ আমি আমার ব্লগার টেমপ্লেট নিয়ে টিউনটি করতে গিয়ে দেখি ৫০ টির বেশি লিঙ্ক দেওয়া যাবে না। বাধ্য হয়ে বাকি টেমপ্লেটগুলোর জন্য আমার ওয়ার্ডপ্রেস ব্লগের লিঙ্ক দিয়েছি।

৭। ওয়ার্ড প্রব্লেমঃ টিউওনটিতে ৫০ টির কম ওয়ার্ড আছে, প্রকাশ করা যাবে না। আমি যদি বলি- " টেকটিউওনসে যতগুলো সফটওয়্যারের নাম আছে সবগুলো একসাথে ডাউনলোড করে এখানে রেখেছি আমি। ডাউনলোড করে নিন ।" এটা কি কম গুরুত্বপূর্ণ টিউন হলো ? না কম উপকারী? তাহলে আমাকে ইনিয়ে বিনিয়ে বলতে হবে কেন? হাসিন ভাইয়ের সাইটের লিঙ্ক দিতে গিয়ে আমি এই সমস্যা ফেস করেছি।

এত কথা না বলে এক কথায় বলি, টেকটিউনসে যে টিউনার প্যানেল আছে তার অপশন, এবং পোস্ট প্রকাশের অপশনগুলো আরও সহজ করা হোক। এত ঝামেলা করে টিউনারকে পেইন দেওয়ার কোন মানে হয় না। একজন টিউনার বলতে গেলে নিজের খেয়ে বনের মোষ তাড়ায় ( সাহায্য চাই টাইপ পোস্টগুলো ছাড়া )। তার উপর যদি তাকে এত ঝামেলা পোহাতে হয় টিউন প্রকাশ করার জন্য তাহলে নিঃসন্দেহে তা দুঃখজনক।

অতিরিক্তঃ ( এইগুলো অতিরিক্ত প্রত্যাশা)

৮। দৈনিক সর্বোচ্চ মন্তব্যকারী ৫ জন এবং সর্বাধিক পঠিত ৫ জন টিউনারের তালিকা প্রকাশ করা।

৯। সম্ভব হলে সূচীপত্র আমারে একনজরে সব পোস্ট নামে একটা ট্যাব রাখা হোক। যেমনটি হাসিন ভাইয়ের http://phpbook.ofhas.in/ ব্লগে রাখা হয়েছে।

এগুলো শুধুমাত্র আমার প্রত্যাশা এবং অভিযোগ , করতে হবে তা কিন্তু না  🙂

কর্তৃপক্ষ যদি তাদের সুবিধামত বিষয়গুলো বিবেচনা করেন তাহলে ভাল হয়।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    বলেন সবগুলো। আমরা না জানালে কর্তৃপক্ষ জানবে কিভাবে?

moner kotha bolchen..

Level 0

ভালো একটা পোষ্ট
আমিও একমত এই সমস্যা গুলোর ব্যাপারে,দয়া করে কতৃপক্ষ বিষয় গুলোর সঠিক সমাধান দেবার চেষ্টা করবেন।
ধন্যবাদ

http://worldtechcafe.co.cc

আরও দুটো বলতে ভুলে গেছিঃ
“টিউনের শিরোনামে কমপক্ষে ৫ টি শব্দ থাকতে হবে ” । “Run কমান্ডের ব্যবহার” টিউনের শিরোনাম হিসেবে এটা কি পূর্নাঙ্গ না? নাকি এতে করে বোঝা যায় না টিউনটি কি সম্পর্কিত? তাহলে এই বাধ্যবাধকতা কেন?

হয়তো বলবেন “মিয়া, টিউন করতে এত ঝামেলা মনে হইলে ভাগ গিয়া, আমাদের টিউনারের অভাব নাই।” আমার কথা বাদ দিলাম।
ধরুন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বাংলায় প্রযুক্তি বিষয়ক সাইট দেখে আগ্রহী হলেন। তারপর তিনি রেজিস্ট্রেশন করে শিক্ষাবিষয়ক ভাল একটা সাইটের ঠিকানা নিয়ে টিউন করতে গিয়ে দেখলেনঃ

১মবার প্রকাশ করতে গিয়েঃ ১। টিউনটিতে ট্যাগ নাই, ড্রাফটে রাখা হলো।
২য়বার প্রকাশ করতে গিয়েঃ ২। টিউনটির শিরোনাম ছোট, ড্রাফটে রাখা হলো।
৩য়বার প্রকাশ করতে গিয়েঃ ৩। টিউনটিতে ৫০ টির কম শব্দ আছে , ড্রাফটে রাখা হলো।

বিষয়টা কি পরিমান হাস্যকর হবে ভেবে দেখেছেন? তিনি যে অল্প একটু সময় নিয়ে টিউন করতে বসেছিলেন, তার ধৈর্য কি থাকবে? ফলশ্রুতিতে আমরা ভাল কিছু লেখা থেকে বঞ্চিত হব।

    Level 2

    ধন্যবাদ রনি পারভেজ ভাই । আমার মনের কথাগুলোই বলেছেন । thanks…….

    ধন্যবাদ।

    এখানে আমি দ্বিমত পোষন করছি… একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর টিউনে যদি ৫০ শব্দের কম থাকে তাহলে এরকম টিউন প্রকাশ না হওয়াই ভাল। আমি মনে করি টিউনের মানের ব্যাপারে টেকটিউনসের হওয়া উচিৎ আপোষহীন।

    মতামতের জন্য ধন্যবাদ।

    Right vai. ami ai shomoshai akbar porsilam. emnitei load hote onek time neye er moddhe.. ashob.. thokhon teune korte ar issa kone..

    ঠিক।

আরেকটা সমস্যাঃ কমেন্টে লিঙ্ক এবং ছবি যোগ করার অপশন রাখা হোক। কেউ কমেন্ট করলো ভাই এটা করতে পারছি না। টিউনার তাকে চিত্রসহ সেটা বোঝাতে চান। এখন উপায়- তার টিউনটি এডিট করতে হবে অথবা আরেকটি টিউন প্রকাশ করতে হবে।

যেমনঃ “কি বোর্ড থেকে মনিটর অফ করুন” টিউনে একজন জানতে চাইলো কিবোর্ড কিভাবে CPU এর সাথে কানেক্ট করতে হয়? টিউনারের কি করা উচিত তখন? আরেকটি টিউনে তা দেখানো? নাকি টিউনটি এডিট করে অপ্রাসঙ্গিক এই অংশটুকু টিউনে জুড়ে দেওয়া?

কমেন্টে এ ছবি যোগ করার সুযোগ থাকলে টিউনার তার কমেন্টের উত্তরেই এটা চিত্রসহ দেখিয়ে দিতে পারেন। ফলশ্রুতিতে টিউনটি অনেক সমৃদ্ধ ও মানসম্মত হবে। টিউনে টিউনারদের ইন্টারএকশনও অনেক স্বতঃস্ফূর্ত হবে।

    Level 2

    সহমত……..

টেকটিউনস জরিপটাকে আমার কাছে কোন কাজের বলে মনে হয় না। জরিপের জায়গায় “টপটিউনার” আর টপটিউনারের জায়গায় “অনলাইনে আছেন” widget রাখলে কেমন হয় তা বিবেচনার অনুরোধ জানাচ্ছি ( চিত্রের মত )।

    Level 2

    সহমত……………..

Level 0

আমি ও একমত। এবং মনের কথাগুলো প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

একমত

Level 0

এই লেখাটি খুবই, খুবই দরকার ছিল লেখার… আমি আপনার সাথে একমত, আমার বিশেষভাবে ভালো লেগেছে মূল ১,২,৩ ও ৫ নম্বর Pointগুলি, এই জিনিসগুলি নিয়ে আমিই লিখতাম আপনি এই লেখাটি প্রকাশ না করলে আর অতিরিক্ত ৮ নম্বর Pointটিও ভালো…

এর বাইরেও কিছু কথা আছে আমার…

১। একটি নির্বাচিত লেখা ঠিক কত দিনের জন্য নির্বাচিত হতে পারে এটা আমাদের জানানো দরকার, আমরা দেখি একই লেখা ৩,৪,৫ দিন ধরে আছে আবার ১/২ দিন পরেই কোন লেখা গায়েব, এমনটা কেন??

২। এখন যেমন Editor’s Best Pick টিই শুধু আছে Home Page এর উপরে তেমনি আরেকটি Reader’s Best Pick ও থাকুক।

৩। Duplicate Tagging নিয়ে সমস্যা আছে, যেমন “ফ্রী” আর “ফ্রি”, এই জিনিসগুলি কি সমাধান করা যায় না??

৪। প্রতি মাসে কি Top 10/Top 20 লেখা নিয়ে PDF হিসাবে একটি EZine বা E-Magazine বের করা যায় না, যার সবগুলি বছর শেষে একত্রে ২১শে বই মেলায় Yearbook হিসাবে ছাপা হবে??

    ১ নং এ সহমত।
    ২ নং বুঝলাম না।
    ৩ নং সহমত।
    ৪ নং এটা টেকটিউনস না করলে আমি করব ব্যক্তিগতভাবে। ডোন্ট ওয়ারি। আমি ভাল পোস্ট সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি। ” বাংলায় টেকনোলজি ” নামে সিরিজ বের করা হবে লেখকদের অনুমতি নিয়ে।

    Level 0

    ২ নং এ যা বলতে চেয়েছি এখন যেই লেখাটি নির্বাচিত হয় তা Techtunes Authority করে, আমাদের ভূমিকা এতে কম, কিন্তূ আপনি যদি অনেক International Technology Magazine বা Website দেখেন তা হলে দেখবেন তারা ২টি লেখা নির্বাচিত করে… একটি তারা নিজে থেকে করে আর একটি করে তাদের পাঠক, কারন লেখার মান উন্নয়নে এটা সহায়ক… আশাকরি এটা বুঝেছেন।

    এটা হলে ভাল হয়। কিন্তু ব্যাপার এবং প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যেতে পারে। করলে খুশি হব। 🙂

Level 2

সকল পয়েন্টের সাথে একমত।

৩ নং পয়েন্টের সাথে আরও একটু যুক্ত করতে চাই:
সে সকল টিউনার অনলাইনে থাকবেন, তাদের পরস্পরের মধ্যে চ্যাটিং করার সুবিধা সংযোজন করলে ভাল হয়।

টিউন করার জন্য ধন্যবাদ।

    গুড পয়েন্ট। এটা আমার মাথায় ছিল। টিউন লেখার সময় ভূলে গেছিলাম। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। সম্ভব হলে একটা সাউটবক্সের জন্য অনুরোধ থাকলো।

আমি একটু অন্য কথা বলি। আসলে টিউনের শিরোনাম খুব ছোট হলে তা ভাল দেখায় না। এ ব্যাপারে টেকটিউনসের নজরদারী সু-দৃষ্টিতে দেখি। আর ট্যাগের ব্যবহার নিয়ে বলি। ট্যাগ নিয়ে সমস্যা আছে মানলাম। কিন্তু ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক এটিতে সম্মতি দিচ্ছি। কারন আমরা অভিজ্ঞরা হয়ত টেকটিউন এর পুরাতন টিউনগুলো ব্রাউজ করি না। কিন্তু যারা ব্রাউজ করেন ট্যাগের ব্যবহারের ফলে ব্রাউজ সুন্দরভাবে করা যায়। আর ছোট টিউনের ব্যাপারনিয়ে বলছি। টিউনের মান বজায় রাখতে গেলে ছোট টিউন করলে চলবে না। একটা উদাহারন দেই আজ দেখলাম এইচটিএমএল নিয়ে দুটি পোষ্ট। আসলে দুটি এক হওয়া উচিত ছিল।

আর একটি কথা। জনপ্রিয়তা এমনিতেই আসে না। টেকটিউনের এই কড়া নিয়মের কারনে অনেকটাই জনপ্রিয়।

আর বাদবাকী গুলো সমর্থন করি।

টেকটিউনে ভাল ভাল পোষ্ট আসুক এই কামনায়।

    “টিউনের শিরোনাম ছোট হলে ভাল দেখায় না”। “Run কমান্ডের ব্যবহার” এটা কি খারাপ দেখায়?

    “কারন আমরা অভিজ্ঞরা হয়ত টেকটিউন এর পুরাতন টিউনগুলো ব্রাউজ করি না। কিন্তু যারা ব্রাউজ করেন ট্যাগের ব্যবহারের ফলে ব্রাউজ সুন্দরভাবে করা যায়।” এর জন্য বাধ্যতামূলক ট্যাগ কি জরুরী? আমার তো মনে হয় না। আর সঠিকভাবে ট্যাগ দেবার পরও যে দেখায় ট্যাগ নাই , এটা? উল্লেখ্য, এই পোস্টে ঠিকমত ট্যাগ দেবার পরও ১ বারে প্রকাশ করতে পারিনি। ২য় প্রচেষ্টায় প্রকাশ করতে হয়েছে।

    “টিউনের মান বজায় রাখতে গেলে ছোট টিউন করলে চলবে না। একটা উদাহারন দেই আজ দেখলাম এইচটিএমএল নিয়ে দুটি পোষ্ট। আসলে দুটি এক হওয়া উচিত ছিল।” ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছি। টিউন ৫০ ওয়ার্ডের কম হওয়া চলবে না এই নিয়ম কি দরকারী নয় এরকম পোস্ট প্রকাশ করা থেকে বিরত রাখতে পেরেছে? এই নিয়ম দিয়ে যদি এটা করা যায় তাহলে এই পোস্ট দুটিপ্রকাশিত হলো কিভাবে? 😉 অথচ দেখুন আমি একটা পোস্ট করতে চেয়েছিলাম এরকম ” হাসিন ভাইয়া পিএইচপির উপর বাংলা টিউটোরিয়াল দিচ্ছেন http://phpbook.ofhas.in/ ব্লগে। যাদের পি এইচপিতে আগ্রহ আছে তারা নিয়মিত ভিজিট করতে পারেন ব্লগটি ” । এই পোস্টটা কি টেকটিউনসের যে কোন পোস্টের চেয়ে কম গুরুত্বপূর্ন হতো না এর মান খারাপ হতো? আসলে এই নিয়মটা দিয়ে খারাপ টিউন রোধ করা যায় বলে আমার মনে হয় না। খালি খালি টিউনারদের পেইন দেওয়া।

    “জনপ্রিয়তা এমনিতেই আসে না। টেকটিউনের এই কড়া নিয়মের কারনে অনেকটাই জনপ্রিয়। ” টেকটিউনস কড়া নিয়মের কারণে জনপ্রিয়!!! আমি তো জানতাম প্রযুক্তি বিষয়ক লেখার জন্য,অনেক তথ্যবহুল হবার কারনে।

    বাকীগুলো সমর্থন করা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

    “আমি তো জানতাম প্রযুক্তি বিষয়ক লেখার জন্য,অনেক তথ্যবহুল হবার কারনে।”

    আমিও তো সেটাই জানি। আমি আসলে বলতে চেয়েছিলাম এই নিয়মগুলোর কারনেই সাজানো গোছানে পোষ্ট আসে। ফলে সাজানো গোছানো পোষ্টের জন্য টেকটিউনস জনপ্রিয়। যারা পোষ্ট করতে জানেন তারা দু্ইবার প্রকাশ বাটনে চেপেই পোষ্ট দেন।

    আপনার সাথে বিতর্কে যেতে চাই না। বরং বলতে চাই সঠিক পরিবর্তনের সাথে টেকটিউনস এগিয়ে যাক।

    বিতর্ক কোথায় রে ভাই? জাস্ট কর্তৃপক্ষকে জানানো যে টিউনাররা এটা পছন্দ করে। বাকিটা কর্তৃপক্ষের ব্যাপার। আমি জাস্ট আমার প্রত্যাশার পক্ষে যুক্তি দিলাম। ভাল থাকবেন। কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।

    কষ্ট পাবো কেন? আপনার দাবী আমাদের সকলের দাবী। আসলে আপনার মত ভাবতে গেলেও একটা শক্তির প্রয়োজন। এগিয়ে যান। আমরা আপনার পিছে আছি।

    হায় হায়!!
    আমি কি আন্দোলন কর্তেসি নাকি!!! 😀
    সহজভাবে নেবার জন্য ধন্যবাদ।

Level 0

খুবই গুরুত্বপূর্ণ টিউনটা করার জন্য রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ

I was thinking about to do a post like this…but Rony vai did it totally in a fantastic manner…
I think, if this problem could b solved than TechTune will b more popular n powerful…
Rony vai…. Thanks unlimited

Level 0

ধন্যবাদ।
এই জিনিস টা খুব বেশি প্রয়োজন। কারন আনেক কিছু আছে প্রয়োজনিয়, তবে খুজে বাহির করা খুব কষ্টকর।

২। প্রিয় পোস্টঃ টেকটিউনসে প্রতিদিন প্রায় ৭০-৮০ টি পোস্ট আসে। এগুলোর ভেতর কিছু কিছু খুবই উপকারী, কিছু কিছু মোটামুটি, আর কিছু আজাইর‌্যা। একজন টিউনার যে টিউনগুলো পছন্দ করেন সেগুলোকে তার প্রিয় পোস্ট বানানোর একটা সুযোগ চাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমাদের সবার মনের কথা বলার জন্য ।

হ্যাঁ, বিষয়গুলি টেকটিউনসকে সুন্দর করার জন্য প্রয়োজন। একই সাথে টেকটিউনসে কমেন্টের ক্ষেত্রে বিজয় লে-আউট না থাকা এবং বাংলা ও ইংরেজী সহজ ইন্টারচেঞ্জ এর ব্যবস্থা না থাকাও একটা সমস্যা। আশা করি কর্তৃপক্ষ সমস্ত বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নিবেন।

    কর্তৃপক্ষের সুদৃষ্টির প্রত্যাশায় রইলাম।

Its suprising that …admin panel dose not reply in this post!!!

    রিপ্লাই না দিলেও প্রব্লেম নাই। কিন্তু অনুগ্রহ করে আপনাদের সুবিধামত ফিচারগুলো সংযোজনের চেষ্টা করুন @admin panel

Right amar moner kotha bolsen..

Ami Soto Pathok. Tai Amar Problem O Soto.

রনি পারভেজ ভাই, দেখতেই পারতেছেন আমার Profile এ কোন ছবি আমি ADD করিনাই ( করতে পারিনাই )।
কিভাবে ছবি ADD করা জায় অনুগ্রহ পূর্বক জানাবেন কি ?